বৃহস্পতিবার মধ্যরাতে ধর্মঘট উঠে যাওয়ার পর শনিবার থেকেই কাজ শুরু হবে মারুতি- সুজুকির মানেসর কারখানায়। সংস্থার আর্থিক এবং উৎপাদনগত ক্ষতি মেটাতে রবিবারও কাজ করার কথা জানিয়েছেন শ্রমিকরা। সংস্থা কর্তৃপক্ষ ছাঁটাই করা ১১ জন শ্রমিককে কাজে ফেরানোর দাবি মেনে নেওয়ায় ও ধর্মঘটের দিনগুলিতেও বেতন দেওয়া নিয়ে নরম মনোভাব দেখানোয় এই সিদ্ধান্ত। হরিয়ানা সরকার, সংস্থা কর্তৃপক্ষ ও শ্রমিকদের মধ্যে ধর্মঘট তোলা নিয়ে একটি চুক্তিও সই হয়েছে। তবে মানেসর কারখানায় পৃথক ইউনিয়ন তৈরির কথা চুক্তিতে নেই। ফলে সে ক্ষেত্রে এখনও ধোঁয়াশা রয়েই যাচ্ছে। |
অ্যালুমিনিয়ামের দণ্ড বাদে সমস্ত পণ্যের মূল দাম মেট্রিত টন প্রতি ৫,০০০ টাকা কমানোর কথা জানাল রাষ্ট্রায়ত্ত সংস্থা নালকো। অ্যালুমিনিয়ামের দণ্ডের মূল দাম কমানো হয়েছে ৪,৫০০ টাকা প্রতি মেট্রিক টন। শুক্রবার থেকেই নতুন হার কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থা। |