|
|
|
|
ফালিতে ফাঁসল বাস, দুর্ভোগ |
নিজস্ব সংবাদদাতা • হুড়া |
ফের রাতের রাস্তায় ফালিবাজদের কবলে পড়ল যাত্রীবোঝাই বাস। সোমবার রাত আড়াইটে নাগাদ ঘটনাটি ঘটে পুরুলিয়া-বাঁকুড়া ৬০-এ জাতীয় সড়কে হুড়া থানার কুলগোড়া ও মধুবন গ্রামের মাঝামাঝি এলাকায়। তবে পুলিশের টহলদারি ভ্যান দ্রুত পৌঁছে যাওয়ায় কয়েক জনযাত্রীর সামান্য কিছু ছিনতাই হয়েছে। পুলিশ ও যাত্রীদের তৎপরতায় এক ফালিবাজ ধরা পড়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে পুরুলিয়া হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
বাসটি মুর্শিদাবাদের ধুবুলিয়া থেকে ঝাড়খণ্ডে যাচ্ছিল। বাসটিতে ৮৫ জন যাত্রী ছিলেন। তাঁরা সকলেই ঝাড়খণ্ডের খুঁটি জেলার কাঁড়রা এলাকার বাসিন্দা। সকলেই ইটভাটার শ্রমিক এবং নদিয়াতে কাজ করেন। বর্ষার আগে ইটভাটার কাজ বন্ধ হয়ে যাওয়ায় তাঁরা বাড়ি ফিরছিলেন। ওই বাসের পিছনে কিছুটা দূরে আরও একটি বাস ছিল। যাত্রী দুবরাজ সিংহ বলেন, “ফালিতে পিছনের বাঁ দিকের দু’টি চাকা এবং সামনের দু’টি চাকা ফেঁসে যায়। তার পরে বাসকে লক্ষ্য করে দূর থেকে পাথর উড়ে আসতে থাকে। সঙ্গে সঙ্গে দু’জন বাসে উঠে ছিনতাই শুরু করেন।” বাসের মহিলা যাত্রী খুসবু সিংহের কথায়, “দু’জন যাত্রীকে তারা মারধর করে। চালককে ভয় দেখায়।” |
 |
তখনও চলছে বাস মেরামতি। ছবি: প্রদীপ মাহাতো। |
এই সময় ঘটনাস্থলে পুলিশের টহলদারি ভ্যান এসে পৌঁছলে ফালিবাজরা জঙ্গলের দিকে পালিয়ে যায়। পুলিশ জানায়, পালানোর সময়ে যাত্রীদের কেউ ধরার চেষ্টা করেছিলেন বা ধাক্কা মেরেছিলেন, ফলে এক ছিনতাইবাজ মুখ থুবড়ে পড়ে যায়। তাকে পুরুলিয়া সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। যাত্রীরা জানান, পুলিশ এসে পড়ায় সে ভাবে কিছু ছিনতাই করতে পারেনি ফালিবাজরা। ছিনতাইবাজদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। |
|
|
 |
|
|