টুকরো খবর
বিক্ষুব্ধ কংগ্রেস নেতারা তৃণমূলে
বিধানসভা ভোটে বসিরহাটে কংগ্রেস-তৃণমূল জোট প্রার্থীর বিরুদ্ধে ‘গোঁজ’ দেওয়ায় দলীয় নেতৃত্বের একাংশের ভূমিকায় ‘বিরক্ত’ হয়ে উত্তর ২৪ পরগনার জেলা পরিষদের এক সদস্য ও বসিরহাটের একটি গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ ১০ সদস্য কংগ্রেস ছেড়ে মঙ্গলবার তৃণমূলে যোগ দিলেন। তাঁদের সঙ্গে বসিরহাটের এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আলমগীর মণ্ডলও আছেন। এ দিন তপসিয়ায় তৃণমূল ভবনে কেন্দ্রীয় মন্ত্রী তথা দলের সবর্ভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়, রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, বসিরহাটের সাংসদ হাজি নুরুল ইসলাম ও দলের জেলা সভাপতি বিধায়ক নির্মল ঘোষের উপস্থিতিতে কংগ্রেস-ত্যাগীরা তৃণমূলে যোগ দেন। জেলা পরিষদ সদস্য সিরাজুল ইসলাম বেশে ও বসিরহাটের ১ নম্বর ব্লকের পিফা গ্রাম পঞ্চায়েত প্রধান সফিকুল ইসলাম মোল্লার অভিযোগ, কংগ্রেসের এক জেলা নেতা ‘গোঁজ’ হিসাবে দাঁড়ান। অনুগামীদের জোট প্রার্থীদের বিরুদ্ধে প্রচারে নামান। ফলে বসিরহাট উত্তর, দক্ষিণ কেন্দ্রে জোট প্রার্থীরা হেরে যান।

জলে ডুবে মৃত্যু কুলপিতে
জলে ডুবে মৃত্যু হয়েছে এক মহিলার। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় দক্ষিণ ২৪ পরগনার কুলপির ইনসিনবেড়িয়া গ্রামে। পুলিশ জানিয়েছে মৃতার নাম সরমা হালদার (৪০)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওইদিন বিকেলে পাড়ার পুকুরে স্নান করতে গিয়েছিলেন সরমাদেবী। অনেকক্ষণ তিনি বাড়ি না ফেরায় বাড়ির লোকেরা খোঁজাখুজি শুরু করেন। পরে তাঁরা পুকুরে সরমাদেবীর দেহ ভাসতে দেখেন। পুলিশে খবর দেওয়া হলে তাঁরা গিয়ে দেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান শারীরিক অসুস্থতার কারণেই স্নান করতে গিয়ে ডুবে যান সরমাদেবী। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহ ময়নাতদন্তের জন্য ডায়মন্ড হারবার হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

বধূর অস্বাভাবিক মৃত্যু
ডায়মন্ড হারবার থানার কাটাপুকুরিয়া গ্রামে সোমবার রাতে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে মৃত মহিলার নাম সুনন্দা মিদ্যা (২৮)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেলে কীটনাশক খেয়ে অসুস্থ হয়ে পড়েন সুনন্দাদেবী। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে জায়মন্ড হারবার মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে রাতে তিনি মারা যান। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পারিবারিক অশান্তির জেরেই সুনন্দাদেবী আত্মঘাতী হয়েছেন। দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

গায়ে গরম ডাল পড়ে জখম
মিড ডে মিলের রান্না করতে গিয়ে গায়ে গরম ডাল পড়ে গিয়ে গুরুতর জখন হলেন রাঁধুনি। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার ব্রজবল্লভপুর গ্রাম পঞ্চায়েতের গোবিনদপুর আবাদ বিপিনবিহারী শিক্ষানিকেতন হাইস্কুলে। আশঙ্কাজনক অবস্থায় ওই রাঁধুনিকে কাকদ্বীপ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। স্কুলসূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে অষ্টম শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য মিড ডে মিল রান্না করছিলেন মল্লিকা প্রধান নামে ওই রাঁধুনি। সেই সময় উনুন থেকে ডালভর্তি গরম কড়াই নামাতে গেলে আচমকা তা তাঁর গায়ে উল্টে পড়ে।

চ্যাম্পিয়ন পারঘুমটি আকবর একাদশ
আট দলের ফুটবল প্রতিযোগিতায় জয়ী হল পারঘুমটি আকবর একাদশ।১-০ গোলে তারা হারিয়ে দেয় কোড়াকাটি বিদিশা একাদশকে। রমাপুরের ভাই ভাই সংঘের পরিচালনায় হিঙ্গলগঞ্জের কাঁঠালবেড়িয়ার রামপুর কারিগর ময়দানে দু’দিন ব্যাপী ওই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। খেলার জয়সূচক গোলটি করেন পারঘুমটির সুজিত সর্দার।

‘কলানৃত্যম’-এর নৃত্যানুষ্ঠান
নিজস্ব চিত্র
সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার রবীন্দ্রভবনে ‘কলানৃত্যম’ সংস্থার বার্ষিক অনুষ্ঠান উপলক্ষে এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানের উদ্বোধন করেন ডায়মন্ড হারবারের বিধায়ক দীপক হালদার। উপস্থিত ছিলেন পুরপ্রধান পান্নালাল হালদার-সহ বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে সংস্থার ছাত্রছাত্রীরা বিভিন্ন নৃত্য পরিবেশন করে।
Previous Story South Next Story



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.