|
|
|
|
ভাঙড়ে তৃণমূল নেতা খুনে ধৃত সিপিএম-কর্মী |
নিজস্ব সংবাদদাতা • দেগঙ্গা |
ভাঙড়ের তৃণমূল নেতা মহিউদ্দিন মোল্লার খুনের ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে দেগঙ্গা থানার পুলিশ। সোমবার রাতে দক্ষিণ ২৪ পরগনার কাশীপুর থানা এলাকা থেকে আলামিন মোল্লা ওরফে কচি খুদে নামে ওই যুবককে গ্রেফতার করা হয়। ধৃত আলামিন সিপিএম কর্মী বলে পুলিশ জানিয়েছে। মঙ্গলবার তাঁকে আদালতে তোলা হলে বিচারক ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
গত ১২ জুন, রবিবার রাতে দেগঙ্গা থানার ঝিকুরিয়া গ্রামের কাছে খুন হন মহিউদ্দিন। তদন্তে নেমে ওই রাতেই পুলিশ বাপি নামে মহিউদ্দিনের এক সঙ্গীকে আটক করে। পুলিশের দাবি, জেরায় বাপি জানায়, কাশীপুর থানা থেকে বের হওয়ার পরে মহিউদ্দিনের মোবাইলে এক মহিলা ফোন করেন। মোবাইলে ওই মহিলাকে ‘আসছি’ বলে মহিউদ্দিন তাঁকে বলেন, ‘বাড়িতে বলে দিস আজ ফিরব না’। এর পরেই মহিউদ্দিন মোটরসাইকেল নিয়ে বেরিয়ে পড়েন। পুলিশ জানিয়েছে, তিন মাস আগে ভাঙড়ে এক তৃণমূল-কর্মী খুনের ঘটনায় অভিযুক্ত পলাতক নজরুল শেখ নামে স্থানীয় এক সিপিএম নেতার সঙ্গে এলাকায় মহিলাদের একটি হস্টেল তৈরিতে সিমেন্ট, বালির বরাত নিয়ে বিবাদ চলছিল মহিউদ্দিনের। পুলিশ সূত্রের খবর, মহিউদ্দিনের মোবাইলের কললিস্ট পরীক্ষা করে দেখা গিয়েছে, দেগঙ্গা থেকেই ওই মহিলা ফোন করেছিলেন।
তা ছাড়া নজরুলের মোবাইলের সূত্রে ধরেও জানা যায় যে, সে ওই সময় ওই এলাকায় ছিল। এর পরেই তল্লাশি চালিয়ে নজরুলের শাগরেদ আলামিনকে গ্রেফতার করা হয়।
অন্য দিকে, বাঁকুড়ার কোতুলপুরের সাইমনি গ্রামের সিপিএম নেতা অলক বেওরা খুনের ঘটনায় মঙ্গলবার ভোরে আরও দুই তৃণমূল সমর্থককে পুলিশ গ্রেফতার করল। পুলিশ জানিয়েছে, ধৃতেরা হল রঘুনাথ ধীবর ও কার্তিক ধীবর। তারা সাইমনি গ্রামের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, বুধবার তাদের বিষ্ণুপুর আদালতে তোলা হবে। |
|
|
 |
|
|