|
|
|
|
সরকারি সংবর্ধনায় কোচদের নিয়ে বৈষম্য |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
সন্তোষ ট্রফির বিজয়ী বাংলা কোচ সংবর্ধনা পাচ্ছেন। কিন্তু জাতীয় গেমসে সোনা জয়ী বাংলা কোচেরা বঞ্চিতই থেকে যাচ্ছেন। ডাকা হয়নি তাঁদের। রাজ্য সরকারের আসন্ন সংবর্ধনা ঘিরে বিতর্কের ছায়া।
বাংলার হয়ে জাতীয় গেমসে সোনা জিতে আসার পরেও, ফুটবলের কোচ শঙ্কর মৈত্র ডাক পাননি সংবর্ধনায়। তাঁর ছাত্ররা পাচ্ছেন। টিটিতে রুপো ও ব্রোঞ্জ জয়ী বাংলার খেলোয়াড়রা ডাক পেয়েছেন। ডাক পাননি কোচ জয়ন্ত পুশিলাল, তপন চন্দ। সন্তোষ ট্রফি জয়ী কোচ সাব্বির আলি ডাক পেয়েছেন। আইএফএ কিন্তু কোচ থেকে শুরু করে ম্যানেজার সবার নাম পাঠাচ্ছে। জাতীয় গেমসের বাংলা দলের দায়িত্বপ্রাপ্ত রাজ্য অলিম্পিক সংস্থা সবার নাম পাঠায়নি।
ডাক না পেয়ে শঙ্কর, তপনরা ক্ষুব্ধ। শঙ্কর বললেন, “টাকাটা বড় ব্যাপার নয়। সেটা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দিয়ে দেব। কিন্তু সম্মান থেকে বঞ্চিত হব কেন? সন্তোষ ট্রফির জয়ী কোচ সংবর্ধনা পেলে জাতীয় গেমসের সফল কোচেরা পাবে না কেন?” তপনের অভিযোগ, “বিওএ-র বড় কর্তাকে প্রশ্ন করেছিলাম। উনি বলেছেন, কোচেদের আমরা সংবর্ধনা দিই না। মন্ত্রী বলেছেন, বিওএ নাম পাঠালেই আমরা সংবর্ধনা দিতে পারি।” রাজ্য অলিম্পিক সংস্থার যুগ্ম সচিব দিলীপ পাল কিন্তু বললেন, “আমরা পরে সফল দলের কোচ, ম্যানেজারদের নাম মহাকরণে দিয়ে এসেছি। কী হল, সেটা খোঁজ নিয়ে বলব।” |
|
|
 |
|
|