টুকরো খবর
বাংলার মেয়েদের ব্রোঞ্জ
বেঙ্গালুরুতে আন্তঃ রাজ্য অ্যাথলেটিক্সে বাংলার মেয়েরা শেষ পর্যন্ত রিলেতে ব্রোঞ্জ পেল। ৪X১০০ মিটার রিলেতে বাংলার আর্জিনা খাতুন, দেবশ্রী মজুমদার, মল্লিকা মণ্ডল, আশা রায়। এ দিকে এ দিন সোনা জয়ী শেখ মোর্তাজা এসেছিলেন মহাকরণে। তাঁকে ৫০ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে সরকার। এ দিন মিটে ৩০০০ মিটার স্টিপলচেজে সোনা জেতার পথে রেকর্ড করেন সুধা সিংহ। পি টি উষার ছাত্রী টিন্টু লুকা চোট সারিয়ে ফিরেই সোনা জিতলেন। সামগ্রিক ভাবে দুটি বিভাগেই সেরা হল কেরল।

প্রয়াত রবি রায়
পরপর দু’বার ফার ইস্ট ব্রিজ চ্যাম্পিয়নশিপ-জয়ী রবি রায় মারা গেলেন। দেশের সবচেয়ে বিখ্যাত ব্রিজ খেলোয়াড়ের বয়স হয়েছিল ৮০ বছর। বহু দিন ধরে অসুস্থ ছিলেন তিনি। ১৯৫২ থেকে ১৯৯৩ পর্যন্ত ৪১ বছরের কেরিয়ারে ব্রিজ অলিম্পিয়াডে দেশের প্রতিনিধিত্ব করা ছাড়াও ছ’বার রুইয়া গোল্ড কাপ এবং চার বার করে হোলকার এবং সিংঘানিয়া ট্রফি জয়ী দলের সদস্য ছিলেন।

আজ চুক্তি কলকাতার চার নম্বর দলের
আই লিগে কলকাতার চার নম্বর দলের খেলার ব্যাপারে সরকারি শিলমোহর পড়ছে আজ, বুধবার। ফেডারেশনের সঙ্গে কলকাতা পৈলান সংস্থার মউ সই হচ্ছে ইন্ডিয়ান অ্যারোজ দলটি পাওয়ার ব্যাপারে। নাম পাল্টে পৈলান বসছে আগে। এ বার থেকে জাতীয় যুব দলের প্লেয়াররা কলকাতায় অনুশীলন করবেন। পৈলানের মাঠেই। তারা যুক্ত হচ্ছে জাতীয় প্র্যাক্টিস দলের সঙ্গে।

আজই দায়িত্ব নিচ্ছেন কোলাসো
বব হাউটনের যুগ সরকারি ভাবে শেষ। আজ, বুধবার থেকে নয়াদিল্লিতে জাতীয় দলের দায়িত্ব নিচ্ছেন আর্মান্দো কোলাসো। কোলাসো সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন এ আই এফ এফ অফিসে। বিকেলের দিকেই তাঁর অম্বেডকর স্টেডিয়ামে প্র্যাক্টিসে নেমে পড়ার ইচ্ছে। সুব্রত পালের হাতে চোট। তবু তিনি যাচ্ছেন। বললেন, “আমার হাতের ব্যান্ডেজ কেটে দিয়েছে। বুধবার সকালের বিমানে দিল্লি গিয়ে বিকেলেই নেমে পড়ার ইচ্ছে রয়েছে।” বাংলা থেকে এ বার রহিম নবির সঙ্গে সন্দীপ নন্দী, মেহতাব হোসেনরা ডাক পেয়েছেন। অরিন্দম ভট্টাচার্যর চোট। কিন্তু তাঁকে নেওয়া হয়েছে প্র্যাক্টিস করার জন্য।

ফের মোহন-ইস্ট
নকআউট লিগ ফাইনালেও মুখোমুখি হতে চলেছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। মঙ্গলবার সেমিফাইনালে কালীঘাটকে সাত উইকেটে হারিয়ে ফাইনালে চলে গেল মোহনবাগান। এ দিন টস জিতে প্রথমে ব্যাট করে ৪১.৩ ওভারে ১৮১ রানে অল আউট হয়ে যায় কালীঘাট। বৃষ্টিতে প্রায় আধ ঘণ্টা ম্যাচ বন্ধ থাকায় মোহনবাগানের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৪ ওভারে ১৪১। ইস্টবেঙ্গল-মোহনবাগান ফাইনাল ২০ জুন।
Previous Story Khela First Page



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.