|
|
|
|
টেস্ট সিরিজটা কিন্তু একপেশে হবে না |
রবি শাস্ত্রী |
চতুর্থ ওয়ান ডে হারলেও ভারতের তরুণ দল অনেককে প্রভাবিত করেছে। সিনিয়রদের অনুপস্থিতিতে তৈরি হওয়া সুযোগকে টিমের কয়েক জন পুরো কাজে লাগিয়েছে। পার্থিব ওপেনিংয়ে ভাল করেছে। যদিও ওর কিপিংয়ে উন্নতি দরকার। কোহলি বুঝিয়ে দিয়েছে, ও টেস্ট ক্রিকেটের জন্যও তৈরি। অমিত সুযোগকে সবথেকে ভালকাজে লাগিয়েছে। ব্যাটিংয়ে সেরা রোহিত এবং এটা লজ্জার, এ রকম ফর্ম নিয়েও ওয়ান ডে সিরিজের পর ওকে ফিরে আসতে হবে। আবার কএকজন প্রত্যাশা পূরণ করতে পারেনি। ইউসুফ ব্যাট-বল দু’টোতেই হতাশ করেছে। বদ্রিনাথ টি-টোয়েন্টির পর কেমন হারিয়ে গেল।
রায়নার ক্যাপ্টেন্সি আমার ভাল লেগেছে। নেতৃত্ব দেওয়ার মধ্যে একটা আশ্বস্ত ভাব ছিল। এখান থেকে আমাদের তরুণদের আসল পরীক্ষা শুরু হচ্ছে। জামাইকা বা বার্বেডোজের পিচে অনেক বেশি পেস আর বাউন্স থাকতে পারে। সোমবার ক্যারিবিয়ান পেসাররা অনেক বেশি শর্ট পিচ্ড করেছে। তাতে ভারতীয়দের খুব স্বস্তিতে দেখা যায়নি। এটা হয়তো ইঙ্গিত, টেস্ট সিরিজে কী আসতে চলেছে। মনে হয়, টেস্ট সিরিজটা অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। যদি গেইল ফেরে আর দু’একজন ফাস্ট বোলার ওয়েস্ট ইন্ডিজ পেয়ে যায় তা হলে ভারতীয়দের কাজটা কিন্তু সহজ হবে না। টেস্ট দলে দ্রাবিড়, লক্ষ্মণ, ধোনি থাকবে ঠিকই। কিন্তু উপরের দিকে চারজনের মধ্যে তিনজন নতুন। বিশেষ করে দুই ওপেনার মুকুন্দ আর বিজয়কে আগুনটা সামলাতে হবে। |
|
|
 |
|
|