চালু হচ্ছে বক্সা রেস্কিউ সেন্টার
ফের চালু হতে চলেছে বক্সা ব্যঘ্র প্রকল্পের রেসকিউ সেন্টার। বনমন্ত্রী হিতেন বর্মন বলেন, “জখম বন্যপ্রাণীদের চিকিৎসার পর নজরে রাখার জন্য ওই কেন্দ্রটি চালু করা দরকার। বিভিন্ন বনকর্মী সংগঠন এবং পরিবেশপ্রেমী সংগঠন রেসকিউ সেন্টার চালুর আবেদন জানিয়েছে। সে কথা মাথায় রেখেই ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আধিকারিকদের সঙ্গে কথা বলে যত দ্রুত সম্ভব তা চালু করা হবে।” তিনি জানান, রেসকিউ সেন্টারে চিতা, ভাল্লুক, হরিণ, ময়ূর সহ বিভিন্ন জন্তু, পাখি অসুস্থ বা আহত অবস্থায় এনে তাদের চিকিৎসা করে জঙ্গলে ছেড়ে দেওয়া হত। হিমালয়ান নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশনের মুখপাত্র অনিমেষ বসু জানান, রাজাভাত খাওয়া রেসকিউ সেন্টারে ২০০৫ সাল নাগদ সংক্রমণে বেশ কয়েকটি চিতা বাঘ মারা যায়। তার পর সেন্টারটি বন্ধ হয়ে যায়। তিনি বলেন, “নতুন করে রেসকিউ সেন্টার খোলার উদ্যোগ প্রশংসনীয়। এ বারে রেসকিউ সেন্টারটি খুললে সেন্ট্রাল জু অথরিটির অনুমতি ও তাদের নির্দেশমতো বন্যপ্রাণীদের থাকার ব্যবস্থা করলে ভাল হবে।” আলিপুরদুয়ার নেচার ক্লাবের অমল দত্ত জানান, রেসকিউ সেন্টারটি বন্ধ হয়ে যাওয়ায় বিভিন্ন বনবস্তি এবং চা বাগান থেকে উদ্ধার হওয়া চিতাবাঘ, চিতাবাঘের শাবক, ময়াল, বিভিন্ন পাখির চিকিৎসায় অসুবিধে হচ্ছিল। তিনি বলেন, “রেসকিউ সেন্টারটি ফের চালু করার জন্য আর্জি জানিয়ে আসছি আমরা। নয়া বনমন্ত্রী উদ্যোগী হওয়ায় আমরা খুশি।” ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট সার্ভিস এমপ্লয়িজ ফেডারেশন -এর উত্তরবঙ্গের চেয়ারম্যান নবেন্দু কর বলেন, “রাজাভাতখাওয়া রেসকিউ সেন্টার চালু করার ব্যপারে বনমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছি। এ ব্যাপারে তিনি আশ্বাস দিয়েছেন।”
Previous Story Jibjagat Next Story



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.