টুকরো খবর

লাল চন্দন কাঠ আটক, ধৃত তিন
চিনে পাচার করার পথে কোটি টাকা মূল্যের লাল চন্দন কাঠ উদ্ধার করল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতর। সোমবার রাত ২টা নাগাদ শিলিগুড়ি সংলগ্ন লিউসিপাকড়ি ও গোয়ালতুলি থেকে ট্রাকের চালক সহ ওই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ৩ জনকে ধরা হয়েছে। রাজস্ব গোয়েন্দা দফতর সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম আরম্বম তাতাও সিং, প্রেমচন্দ্র সিংহ এবং নির্মল সিংহ। এদের মধ্যে আরম্বম ও প্রেমের বাড়ি ইম্ফলে এবং নির্মলের বাড়ি ছত্রিশগড়ে। আরম্বম ও নির্মল গাড়ির চালক, প্রেমচন্দ্র খালাসি। এই নিয়ে চলতি বছরে ৫ বার লাল চন্দন কাঠ উদ্ধার করলেন কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দারা। গোয়েন্দা সূত্রের খবর, গভীর রাতে স্যানিটারি জিনিসপত্রের আড়ালে লাল চন্দন কাঠ লুকিয়ে এনএল-০৫, ডি-৬১৯২ নম্বরের একটি ট্রাক শিলিগুড়ি হয়ে ইন্দো-মায়ানমার সীমান্ত ইম্ফলের দিকে যাচ্ছিল। লিউসিপাকড়িতে ট্রাক আটক করে তল্লাশি শুরু করে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতরের কর্তারা।

হস্তিশাবকের মৃত্যুর কারণ এখনও অজ্ঞাত
মঙ্গলবারেও পরিষ্কার করে জানা গেল না, সার্কাসের হস্তিশাবকের মৃত্যু রহস্য। সোমবার দুপুরে মাজদিয়ায় একটি সার্কাসের তাঁবুর পাশেই শের বাহাদুর নামে ওই হস্তিশাবকটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। জেলার প্রাণী চিকিৎসা আধিকারিক নিতাইচন্দ্র বিশ্বাস বলেন, “হাতির বাচ্চাটির ময়নাতদন্ত করা হয়েছে। কিন্তু চূড়ান্ত রিপোর্ট তৈরি না হওয়া পর্যন্ত মৃত্যুর কারণ বোঝা যাবে না।”

হাতির ময়নাতদন্ত
সোমবার মাজদিয়ায় একটি সার্কাসের তাঁবুতে মৃত শের বাহাদুর নামে এক হস্তিশাবকের দেহের ময়নাতদন্ত হল। বেথুয়াডহরিতে। জেলা প্রাণী চিকিৎসা আধিকারিক নিতাইচন্দ্র বিশ্বাস বলেন, “হাতির বাচ্চাটির ময়নাতদন্ত হয়েছে। কিন্তু চূড়ান্ত রিপোর্ট তৈরি না হওয়া পর্যন্ত মৃত্যুর কারণ বোঝা যাবে না।”

সেগুন কাঠ আটক
শিলিগুড়ির মাল্লাগুড়ির এক স’মিলে তল্লাশি বনকর্মীদের। ছবি-বিশ্বরূপ বসাক।
শিলিগুড়ি শহরের মাল্লাগুড়ি এলাকার একটি করাত কলে তল্লাশি চালিয়ে তিনটি করাত-সহ লক্ষাধিক টাকার সেগুন কাঠ আটক করল বৈকুণ্ঠপুর বন বিভাগ। মঙ্গলবার ওই তল্লাশি হয়। এডিএফও রথীন রায় এবং রেঞ্জ অফিসার স্বপন মাঝি তল্লাশিতে নেতৃত্ব দেন। করাত কলটি বন্ধ করে দেওয়া হয়েছে। ডিএফও ধর্মদেব রাই জানান, দোকানের মালিককে নোটিশ জারি করা হয়েছে। ত্রিশ দিনে সন্তোষজনক জবাব না-পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সোমবার ওই বন বিভাগের সারুগারা রেঞ্জের কর্মীরা বেআইনি কাঠ-সহ একটি গাড়ি আটক করে। ওই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

ধৃত ২
কাঠ পাচারের সময় ট্রাক সহ ২ জনকে ধরেছে বন বিভাগের কর্মীরা। সোমবার ভোরে হ্যামিলটনগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয়। ধৃত রাজ রাই ও চন্ডীদাস মাঝি ভাটপাড়ার এবং জয়গাঁ এলাকার বাসিন্দা।
Previous Story Jibjagat First Page



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.