|
|
|
|
‘খুশি’ কংগ্রেস |
জোশীর স্পেকট্রাম রিপোর্ট ফেরতই পাঠালেন স্পিকার |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
টু-জি স্পেকট্রাম দুর্নীতি নিয়ে বিগত পাবলিক অ্যাকাউন্টস কমিটির বিতর্কিত রিপোর্টটি ফেরত পাঠালেন স্পিকার মীরা কুমার। যার অর্থ, এই রিপোর্টটি এখন আর সংসদে পেশ করতে পারবেন না পিএসি-র চেয়ারম্যান মুরলীমনোহর জোশী। পিএসি-তে বিষয়টি নিয়ে ফের আলোচনা করার পরেই রিপোর্টটি স্পিকারের কাছে পেশ করতে হবে তাঁকে।
পিএসি-র পূর্বতন কমিটির মেয়াদ শেষ হওয়ার ঠিক আগে জোশী বিতর্কিত এই রিপোর্টটি সর্বসম্মতিতে পাশ করিয়ে নিতে চেয়েছিলেন। কিন্তু কংগ্রেস, সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টির সাংসদরা এ নিয়ে তুমুল আপত্তি তোলেন। কার্যত হট্টগোলের মধ্যেই সংখ্যাগরিষ্ঠের মতের ভিত্তিতে রিপোর্টটি খারিজ করে দেওয়া হয়। পিএসি-র ওই সদস্যরা স্পিকারকেও জানিয়ে দেন, এই রিপোর্টের পিছনে কমিটির সংখ্যাগরিষ্ঠের সমর্থন নেই। তা সত্ত্বেও জোশী স্পিকারের কাছে রিপোর্টটি পাঠান বিবেচনার জন্য।
স্পিকার এখন রিপোর্টটি ফেরত পাঠানোয় স্বাভাবিক ভাবেই ‘খুশি’ কংগ্রেস শিবির। যদিও প্রকাশ্যে দলের মুখপাত্র জনার্দন দ্বিবেদী বলেন, “স্পিকার এই বিষয়ে যা যথাযথ মনে করেছেন, তা-ই করেছেন। এ ব্যাপারে দলের পক্ষে কিছু বলার নেই।” কিন্তু কংগ্রেস এখন আন্না হাজারে ও রামদেবকে বাগে আনতে যে ভাবে সক্রিয় হয়েছে, সেই পরিস্থিতিতে পিএসি-র রির্পোটকে হাতিয়ার করে সরকারকে কোণঠাসা করার ব্যাপারে বিজেপি-র ‘অভিসন্ধি’ বানচাল হয়ে যাওয়ায় উল্লসিত কংগ্রেস শিবির।
জোশী আজ ছিলেন দিল্লির বাইরে। ফিরে এসে স্পিকারের মতামত দেখে ‘আনুষ্ঠানিক ভাবে’ প্রতিক্রিয়া জানাবেন তিনি। তবে ঘনিষ্ঠ মহলে জোশীর বক্তব্য, স্পিকারের এই পদক্ষেপ তাঁর কাছে মোটেই অপ্রত্যাশিত নয়। কারণ, প্রধানমন্ত্রী মনমোহন সিংহ ও প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের দিকে অভিযোগের তির যেতে শুরু করায় সমস্যায় পড়েছে কংগ্রেস। জোশীর প্রশ্ন, পিএসি একটি সাংবিধানিক সংস্থা। তার রিপোর্ট কী ভাবে খারিজ করা যায়?
কংগ্রেস যদি এ ভাবে রাজনীতি করতে থাকে, তা হলে তো এক দিন সংসদে পাশ হওয়া আইন কিংবা সুপ্রিম কোর্টের রায়ও আস্তাকুঁড়ে ফেলে দেবে। পিএসি-র কাজ হল, সরকারের খরচ করা অর্থ কোন খাতে কী ভাবে ব্যবহার হল, তা খতিয়ে দেখা। টু-জি স্পেকট্রামের তদন্ত করতে গিয়ে পিএসি ঠিক এই কাজটিই করেছে বলে জোশীর দাবি। কংগ্রেসের অবশ্য অভিযোগ, কমিটির চেয়ারম্যান হিসেবে বিজেপি-র রাজনৈতিক লক্ষ্য পূরণেরই চেষ্টা চলিয়েছিলেন তিনি। আপাতত যে চেষ্টা ভেস্তে দিলেন স্পিকার। |
|
|
 |
|
|