|
|
|
|
মাওবাদী দমনে যৌথ অভিযান ওড়িশা-ছত্তীসগঢ় সীমানায় |
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
বিজেপি ও জয়ললিতার তুমুল সমালোচনার মধ্যেই ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী রমন সিংহ ও ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে আজ বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম। মাওবাদী মোকাবিলায়
এই দু’টি রাজ্যকে কেন্দ্রের তরফে সমস্ত রকমের সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
দুই মুখ্যমন্ত্রীর সঙ্গে ঘণ্টা খানেকের বৈঠক শেষে চিদম্বরম জানান, মাওবাদী দমনে দু’টি রাজ্যের সীমানা এলাকাগুলিতে রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী যৌথ অভিযান চালাবে। চিদম্বরম বলেন, “আমরা স্পষ্ট ভাবেই জানিয়ে দিয়েছি, রাজ্য পুলিশের সাহায্য নিয়েই অভিযান চালাবে আধা-সামরিক বাহিনী। রাজ্য পুলিশের সঙ্গে কথা না বলে কোনও অভিযান চালানো যাবে না।” তবে অভিযান কেমন ভাবে চালানো হবে তা গোপন রাখতে চেয়েছেন চিদম্বরম।
রাজ্যগুলির প্রশাসনের মধ্যে যোগাযোগ গড়ে তোলার ব্যাপারে বিজেপি যে ব্যর্থতার অভিযোগ এনেছে, তা এক রকম উড়িয়ে দিয়েছেন চিদম্বরম। তিনি জানিয়েছেন, শুধুমাত্র মাওবাদী দমনের উদ্দেশ্যেই ছত্তীসগড় ও ওড়িশায় এক জন করে আইজি রয়েছেন। দুটি রাজ্যেই সিআরপি ক্যাম্পও গড়া হয়েছে। এই ক্যাম্পগুলি নিজেদের মধ্যে যোগাযোগ রাখছে। এর ফলে মাওবাদীদের দৌরাত্ম আগের থেকে অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। চিদম্বরমের দাবি, ৮টি রাজ্যের ৬৪টি জেলায় মাওবাদী উপদ্রুত ২৭০টি থানা এলাকায় হিংসার ঘটনা অনেকটাই কমেছে। কমে গিয়েছে হতাহতের সংখ্যাও। তিনি জানান, চলতি বছরে মাওবাদীদের সঙ্গে ১২৫টি সংঘর্ষ হয়েছে নিরাপত্তা বাহিনীর। নিহত হয়েছে ৭৮ জন মাওবাদী। বেশ কয়েক জন শীর্ষ নেতা-সহ ৮৮৩ জন মাওবাদীকে গ্রেফতার করা হয়েছে। আত্মসমর্পণ করেছে ২৪৩ জন। উদ্ধার হয়েছে ৩১৫টি আগ্নেয়াস্ত্র। |
|
|
 |
|
|