|
|
|
|
লখিমপুর নিয়ে কংগ্রেস গেল রাজ্যপালের কাছে |
সংবাদসংস্থা • লখনউ |
লখিমপুরের কিশোরী সোনমকে ‘ধর্ষণ’ ও খুনের ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক লড়াই। এই ঘটনায় সোমবারই সিবিআই তদন্তের দাবি জানিয়েছিল কংগ্রেস। মঙ্গলবার একই দাবি নিয়ে উত্তরপ্রদেশের রাজ্যপাল বি এল জোশীর সঙ্গে দেখা করল কংগ্রেসের এক প্রতিনিধি দল। উত্তরপ্রদেশ কংগ্রেসের সভাপতি রীতা বহুগুণা জোশী বলেন, “নিগাসান থানার পুলিশরা ওই ১৪ বছরের কিশোরীকে ধর্ষণ করে খুন করেছে। এই ব্যাপারে যাতে সিবিআই তদন্ত করা হয়, তা নিশ্চিত করতে আমরা রাজ্যপালকে অনুরোধ জানিয়েছি।” আগেই সিআইডি ক্রাইম ব্রাঞ্চকে এই মামলার তদন্তভার দিয়েছে মায়াবতী সরকার। বহুগুণা বলেন, “সিআইডি ক্রাইম ব্রাঞ্চের তদন্তের উপর আমাদের ভরসা নেই। আমরা সিবিআই তদন্ত চাই।” সোনমের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি অভিযুক্ত পুলিশ কর্মীদের বিরুদ্ধে ধর্ষণ ও খুনের মামলা শুরু করারও দাবি জানিয়েছে কংগ্রেসের প্রতিনিধি দলটি। সিবিআই তদন্তের দাবি জানিয়েছে বিজেপি-ও।
শুক্রবার সন্ধ্যায় নিগাসান থানা চত্বরে একটি গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় সোনমের দেহ। তার বাবা-মার অভিযোগ, থানার পুলিশ কর্মীরা তাকে ধর্ষণ করে খুন করেছে। কিন্তু প্রথম ময়নাতদন্তের রিপোর্টে বলা হয় ধর্ষণ বা খুন, কিছুই করা হয়নি সোনমকে। সে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। কিন্তু দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্টে জানা যায় ধর্ষিতা না হলেও শ্বাসরোধ করে খুন করা হয়েছে সোনমকে। এ দিন লখনউয়ের সঞ্জয় গাঁধী পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সের (এসজিপিজিআই) এবং এইমসের চিকিৎসকদের দিয়ে ফের সোনমের দেহের ময়নাতদন্ত করানোর দাবিও জানিয়েছে কংগ্রেসের প্রতিনিধি দলটি। |
|
|
 |
|
|