আগরতলায় কলেজে ভর্তিতে কড়া নজরদারি |
নিজস্ব প্রতিবেদন |
নতুন শিক্ষাবর্ষে ভর্তির জন্য ত্রিপুরায় রাজধানী আগরতলা-সহ রাজ্যের সর্বত্রই এখন কলেজগুলিতে ছাত্রছাত্রীদের ভিড়। বিগত দু’ বছরের অপ্রীতিকর অভিজ্ঞতায় এ বার সম্ভাব্য অশান্তি রোধে গোড়া থেকেই কড়া সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। মঙ্গলবার প্রসপেক্টাস ও ফর্ম সংগ্রহের জন্য বিভিন্ন কলেজেই ছাত্রছাত্রীদের দীর্ঘ লাইন পড়ে যায়। আগরতলার মহারাজা বীর বিক্রম কলেজ,
বীর বিক্রম মেমোরিয়াল কলেজ ও মহিলা কলেজে ছাত্রছাত্রীদের ভিড় ছিল সব থেকে বেশি। |
 |
আগরতলায় মহারাজা বীর বিক্রম কলেজে ফর্ম নেওয়ার লাইন।
মঙ্গলবার উমাশঙ্কর রায়চৌধুরীর তোলা ছবি। |
এমবিবি কলেজের অধ্যক্ষ মণিদীপা দেববর্মণ জানান, ভর্তির ব্যাপার ঘিরে যাতে অপ্রীতিকর কোনও ঘটনা না ঘটে সে জন্য কলেজ গেট থেকেই কড়া নজর রাখছেন নিরাপত্তা কর্মীরা। এনসিসি এবং কলেজে ছাত্র প্রতিনিধিরাও এ ব্যাপারে নজর রাকছেন। অন্য দিকে ডিএসপি সেন্ট্রাল এইচ এম দাস বলেন, “বিগত দু’টি বছরে কলেজে ভর্তির সময় অশান্তির ঘটনা ঘটেছিল। তাই এ বার টিএসআর জওয়ানদের রাখা হয়েছে। এমবিবি কলেজ ক্যাম্পাসে জল কামান এবং রায়ট কন্ট্রোল ভ্যানও মজুত রাখা হচ্ছে।”
কলেজ কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, এ দিন দপুর পর্যন্ত এমবিবি কলেজে প্রায় এক হাজার ও বিবিএম
কলেজে ছশোর মতো ফর্ম বিলি হয়েছে। ফর্ম জমা নেওয়া হবে ১৯ জুন থেকে। ফর্ম খুঁটিয়ে পরীক্ষার পর তালিকা প্রকাশিত হবে ২৭ জুন। ক্লাস শুরু হবে ১৪ জুলাই থেকে। |
|