টুকরো খবর
আমলাশোলে শিবির করে রেশনকার্ড বিলি
সোমবার থেকে বেলপাহাড়ির আমলাশোলে শিবির করে রেশন কার্ড বিলির কাজ শুরু হল। শিবির চলবে বুধবার পর্যন্ত। গত ৬ জুন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক আমলাশোল পরিদর্শনে এসে বাসিন্দাদের অভাব-অভিযোগ শোনার পরে জেলা খাদ্য নিয়ামককে শিবির করার নির্দেশ দেন। শিবিরে নতুন কার্ডের পাশাপাশি পুরনো ও নষ্ট কার্ডগুলিও পাল্টে দেওয়ার ব্যবস্থা হয়েছে। এ দিন বেলপাহাড়ির বিডিও সুনন্দ ভট্টাচার্য আমলাশোলে গিয়ে শিবির পরিচালনা করেন। জেলা খাদ্য নিয়ামক প্রদীপ ঘোষ জানান, শবরদের দু’টি অন্নপূর্ণা কার্ড-সহ সোমবার মোট ২১টি নতুন কার্ড বিলি করা হয়েছে। দশ জন বাসিন্দা এপিএল থেকে বিপিএল তালিকাভুক্ত হওয়ার আবেদন করেন। খাদ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মতো ওদলচুয়া গ্রামে গিয়ে রেশন-সংক্রান্ত অভাব অভিযোগও শোনেন খাদ্য দফতরের আধিকারিকেরা। তৃণমূলের বেলপাহাড়ি ব্লক সাধারণ সম্পাদক ধীমান লাহা বলেন, “বিগত ৩৪ বছরে এখানে গণবন্টন ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছিল। আরও বেশ কিছু গ্রামে এ ধরনের শিবির করার জন্য খাদ্য দফতরের দৃষ্টি আকর্ষণ করেছি।”

যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার
সোমবার নয়াগ্রাম থানার জামিরাপাল অঞ্চলের ভুয়াসাই গ্রামে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতের নাম নেপো হাঁসদা (৩৫)। এ ব্যাপারে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশের বক্তব্য, ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর কারণ নিশ্চিত ভাবে বলা সম্ভব। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার গ্রামেরই এক প্রতিবেশীর বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন নেপো। রাতে না ফেরায় তাঁকে ডাকতে যান বাড়ির লোকজন। নেপো জানিয়েছিলেন, রাতটা তিনি বিয়ের আসরে কাটাবেন। এরপর সোমবার সকালে গ্রামের মাঠ-লাগোয়া একটি শিরিষ গাছের ডালে গলায় নাইলন-দড়ির ফাঁস লাগানো নেপোর ঝুলন্ত দেহ দেখতে পান এলাকাবাসী। মৃতদেহের গলায় ও শরীরের নানা জায়গায় আঘাতের চিহ্ন ছিল।

আক্রান্ত ব্যবসায়ী
মোটরবাইকে চেপে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হামলার মুখে পড়লেন এক কাজু ব্যবসায়ী। রবিবার রাত ১০টা নাগাদ ঘটনাটি ঘটে কাঁথি-রসুলপুর রাস্তায় বারবাটিয়া পুলের কাছে। আহত ব্যবসায়ী জালেক খান কাঁথি থেকে বসন্তিয়া ফিরছিলেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে বসন্তিয়া স্বাস্থ্যকেন্দ্র ও পরে কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে,বারবাটিয়া পুলের কাছে প্রথমে জালেক খানের মোটর সাইকেলের চাকায় গুলি করে টায়ার ফাটায় দুষ্কৃতীরা। তারপরে দুষ্কৃতীরা কাছে এসে ওই ব্যবসায়ীর মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং টাকাপয়সা ছিনতাই করে পালায়। জখম জালেক খানকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। এখনও পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি বলে জানিয়েছে পুলিশ।

এসডিপিও-র বদলি
বদলি হলেন হলদিয়ার এসডিপিও সলিল গঙ্গোপাধ্যায়। শিয়ালদহে ডেপুটি রেল ইন্সপেক্টর পদে যোগ দেবেন তিনি। হুগলির চন্দননগরের এসডিপিও অমিতাভ মাইতি হচ্ছেন হলদিয়ার নতুন এসডিপিও। পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার পদেও বদলি আসন্ন বলে জানা গিয়েছে। বর্তমান এসপি কে জয়রামনের পদোন্নতি হচ্ছে। তিনি ডিআইজি পদমর্যাদার অফিসার হয়ে যোগ দিতে চলেছেন সিআইডিতে। তাঁর জায়গায় এসপি হয়ে আসছেন সিআইডি-র এসএস (স্পেশ্যাল সুপার) অশোক প্রসাদ। যিনি বছর তিনেক আগেও এক বার এসপি-র দায়িত্ব সামলেছেন পূর্ব মেদিনীপুরে।
সেতু সংস্কারে উদ্যোগ
কাঁথি-জুনপুট রাস্তায় ভগ্ন আলাদারপুট সেতু দ্রুত সারানোর জন্য রাজ্যের পূর্ত দফতরে অর্থসাহায্য চাইল পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ। রাজ্যের নতুন পূর্তমন্ত্রী সুব্রত বক্সীর কাছে এই নিয়ে জরুরি বার্তা পাঠিয়েছেন জেলা পরিষদের সহ-সভাধিপতি মামুদ হোসেন। বছর দু’য়েক আগে আলাদারপুট সেতু ভেঙে পড়ার পরে পাশেই একটি অস্থায়ী সেতু তৈরি করে যোগাযোগ ব্যবস্থা চালু করেছিল পূর্ত ও সড়ক দফতর। কিন্তু অতিরিক্ত গাড়ি, ট্রেকার চলাচলের পরে অস্থায়ী সেই সেতু এখন ভেঙে পড়ার উপক্রম। আসন্ন বর্ষায় যে কোনও সময়ে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। তাই স্থায়ী, পাকা সেতু নির্মাণের জন্য অর্থসাহায্য চেয়ে পাঠানো হয়েছে বলে জানান সহ-সভাধিপতি।

ভবিষ্যৎ নিয়ে সংশয়ে দীপক
শিশু বয়সেই বাবাকে হারিয়েছে। বিধবা মা মুড়ি ভেজে সংসার চালান। অভাব নিত্যসঙ্গী। দারিদ্রের সঙ্গে লড়াই করে এ বার উচ্চ মাধ্যমিকে উল্লেখযোগ্য ফল করেছে বিনপুরের আঁধারিয়া গ্রামের দীপক দাস। ঝাড়গ্রাম শহরের কুমুদকুমারী ইনস্টিটিউশনের মেধাবী এই ছাত্রটি বাংলা, রসায়ন, গণিত ও পদার্থবিদ্যায় ‘এ-প্লাস’ এবং বাকি বিষয়গুলিতে ‘এ’ গ্রেড পেয়েছে। ২০০৯-এ গ্রামের স্কুল থেকে কৃতিত্বের সঙ্গে মাধ্যমিকে উত্তীর্ণ হওয়ার পরে ঝাড়গ্রাম শহরের বাসিন্দা সহৃদয় এক অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকের সহযোগিতায় শহরে এসে উচ্চ মাধ্যমিক স্তরে কোনও রকমে পড়াশোনা চালিয়েছে দীপক। কিন্তু বর্তমানে উচ্চশিক্ষার খরচ যোগানোর মতো আর্থিক সঙ্গতি নেই ওই প্রবীণেরও। ফলে দীপকের ভবিষ্যতের পড়াশোনা অনিশ্চয়তায় ঘেরা। সহৃদয় কারও সহযোগিতার আশা নিয়ে কঠিন লড়াইয়ের বাঁকে ছেলেটি।
Previous Story Medinipur Next Story



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.