রাজবন্দিদের ‘নিঃশর্ত’ মুক্তির দাবি ছত্রধরের
রাজবন্দিদের ‘নিঃশর্ত’ মুক্তির দাবি তুলল ‘সন্ত্রাস, দুর্নীতি ও সাম্রাজ্যবাদী আগ্রাসন বিরোধী গণতান্ত্রিক মঞ্চ’। মঞ্চের তরফে এক বিবৃতিতে এই দাবি করেছেন জেলবন্দি ছত্রধর মাহাতো। রাজবন্দিদের মুক্তি-সহ বেশ কিছু দাবিতে ২৩ জুন মেদিনীপুরে এক জনসভারও ডাক দিয়েছে মঞ্চ। ওই দিন রাজনৈতিক বন্দিরা বিভিন্ন সংশোধানাগারে অনশনও করবেন বলে জানিয়েছেন ছত্রধর।
বিবৃতিতে বলা হয়েছে, পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর মদতে এমন কোনও অপরাধ নেই, যা জঙ্গলমহলে সিপিএমের ‘হার্মাদ’রা করেনি। জনগণকে ন্যায়বিচার দিতে গেলে সিপিএম নেতাদের প্রতিটি অপরাধের বিচার করে শাস্তি দিতে হবে, আর সিপিএম জমানায় নির্যাতিত প্রতিটি রাজনৈতিক বন্দিকে মুক্তি দিতে হবে। সমস্ত ‘মিথ্যে মামলা’ প্রত্যাহার করতে হবে। কী মামলা, কোন ধারা, কী আইনে মামলা তা এ ক্ষেত্রে গ্রাহ্য করা চলবে না।
প্রসঙ্গত, রাজবন্দিদের মুক্তির ক্ষেত্রে ‘রিভিউ কমিটি’ গড়েছে নতুন রাজ্য সরকার। রিভিউয়েই আপত্তি ছত্রধরদের। নন্দীগ্রামের আন্দোলনকারীদের উপর থেকে মিথ্যে মামলা প্রত্যাহারের ঘোষণাও এখনও হল না কেন, সে প্রশ্নও তোলা হয়েছে বিবৃতিতে।
নন্দীগ্রামের ‘গণহত্যাকারী’, ‘গণধর্ষণকারী’ সিপিএম নেতাদের শাস্তির জন্যও কেন কোনও তদন্ত কমিশনের ঘোষণা হল না, সে প্রশ্নও তোলা হয়েছে। ছত্রধরের বক্তব্য, জঙ্গলমহলের মানুষ চান নতুন সরকার গ্রিনহান্ট অভিযান বন্ধের ব্যবস্থা করুক এবং যৌথ বাহিনী প্রত্যাহার করুক। সেই সঙ্গে জনগণের কমিটির সঙ্গে আলোচনায় বসুক।
Previous Story Medinipur Next Story



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.