টুকরো খবর

পড়ুয়াদের সাহায্য
পড়ুয়াদের সঙ্গে অনিলবাবু। নিজস্ব চিত্র।
গরিব ও মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনায় সাহায্য করতে এগিয়ে এলেন অবসরপ্রাপ্ত এক রেলকর্মী। সম্প্রতি সংবাদমাধ্যমে উচ্চ মাধ্যমিকে সফল মেদিনীপুর শহরের কয়েক জন ছাত্রছাত্রীর কথা প্রকাশিত হয়েছে। সফল এই পড়ুয়াদের অনেকেই সাংসারিক অনটনের কারণে ভবিষ্যতে পড়াশোনা চালিয়ে যেতে পারবে কি না, সে নিয়ে রয়েছে সংশয়ে। সে-কথা জানার পরেই মেদিনীপুর শহরের শরৎপল্লির বাসিন্দা অবসরপ্রাপ্ত রেলকর্মী অনিল দাস খোঁজ নেন কয়েক জন ছাত্রছাত্রীর। যোগাযোগ করেন পুরপ্রধান প্রণব বসুর সঙ্গেও। প্রণববাবু কয়েক জনের ঠিকানা জোগাড় করে তাদের সোমবার পুরসভায় আমন্ত্রণ করেন। পুরপ্রধানের অফিসেই সন্দীপ রায়, পাপিয়া পাল ও সুতপা দে-র হাতে নগদ ১০ হাজার টাকা করে সাহায্য তুলে দেওয়া হয়। অনিলবাবু বলেন, “সকলে মিলে যদি কিছু কিছু সাহায্য করেন, তা হলেই এক জন ছাত্রের ভবিষ্যত গড়ে উঠতে পারে। আমার যা সামর্থ্য, দিলাম।” পুরপ্রধান প্রণববাবুও বলেন, “এ ভাবেই মানুষকে এগিয়ে আসতে হবে। গরিব ও মেধাবী ছাত্রছাত্রী প্রচুর। সবাই এগিয়ে না-এলে অনেকেরই পড়াশোনা চালিয়ে যাওয়া কঠিন।” সাহায্য পেয়ে খুশি ওই তিন ছাত্রছাত্রীও। পুরসভার পক্ষ থেকেও এ রকম কিছু-কিছু সাহায্য করা হয় বলে পুরপ্রধান জানিয়েছেন। তবে সে-জন্য পুরসভার কাছে আবেদন করতে হয়। পুরপ্রধান বলেন, “পুরসভার পক্ষ থেকে দু’টি ক্ষেত্রে সাহায্যের চেষ্টা করা হয়। এক, চিকিৎসার জন্য। অনেকেই অর্থাভাবে চিকিৎসা করাতে পারেন না। তাঁদের কিছুটা সাহায্য করা হয়। আর ছাত্রছাত্রীরা অর্থাভাবে পড়তে পারছে না জানলেই, যথাসাধ্য সাহায্য করা হয়।”

পথ অবরোধ, বিক্ষোভ
প্রথমে বিদ্যুৎ-গোলযোগ ও পরে পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে সোমবার খড়্গপুরে কেশিয়াড়ি রোড অবরোধ করেন স্থানীয় মানুষ। রেলশহরের তালবাগিচার রবীন্দ্রপল্লির মানুষই মূলত অবরোধে সামিল হন। রবিবার রাতে এখানেই বিদ্যুৎ-গোলযোগ দেখা দেয়। সমস্যায় পড়েন অনেকে। স্থানীয় সূত্রের খবর, রবীন্দ্রপল্লি হয়ে একটি হাই-ভোল্টেজ তার গিয়েছে। রবিবার রাতে হঠাৎই সেটি ছিঁড়ে পড়ে। বেশ কয়েকটি বাড়ির টিভি-ফ্রিজ ক্ষতিগ্রস্ত হয়। রাতে বিদ্যুৎকর্মীরা পৌঁছে অবশ্য এক দফা মেরামত করেন। কিছু পরে ফের আর এক দফা বিপত্তি হয়। এর পরই স্থানীয় মানুষ ক্ষুব্ধ হন। সেই ক্ষোভ ঠেকাতে পুলিশে এসে লাঠি চালায় বলে অভিযোগ। সোমবার সকাল হতেই ক্ষোভ বাড়তে থাকে। তালবাগিচার রবীন্দ্রপল্লি সংলগ্ন কেশিয়াড়ি রোড অবরোধ করেন স্থানীয়রা। দুপুরে ঘটনাস্থলে পৌঁছন পুরপ্রধান জহরলাল পাল। তিনি সমস্যা সমাধানের আশ্বাস দেন। পুলিশ ও বিদ্যুৎ দফতরের আধিকারিকদের সঙ্গেও এ নিয়ে কথা বলেন। এর পরেই অবরোধ ওঠে। পুরপ্রধান বলেন, “হাই-ভোল্টেজ তার ছিঁড়ে বেশ কয়েকটি বাড়ির টিভি-ফ্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছে। রাতে পুলিশ এসে ক্ষুব্ধ মানুষের উপর লাঠি চালায়। তাই এলাকায় ক্ষোভ বাড়ে। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক।”

পুরসভায় চুরি
রবিবার রাতে চন্দ্রকোনা পুরসভায় চুরির ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, পুরসভার প্রধান ফটক এবং ক্যাশ কাউন্টারের তালা ভেঙে বেশ কয়েক হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। সোমবার সকালে সাফাইকর্মীরা পুরসভায় গিয়ে দেখেন, গেটের তালা ভাঙা। তার পরেই বিষয়টি জানাজানি হয়। খবর পেয়ে চলে আসেন পুরপ্রধান এবং অন্য কর্মীরাও। খবর দেওয়া হয় পুলিশে। পুরপ্রধান অরুণ সাহা বলেন, “প্রায় ১৬ হাজার টাকা চুরি হয়েছে। পুলিশের কাছে অভিযোগ করা হয়েছে।” তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

পুস্তক বিলি
দুঃস্থ ছাত্রছাত্রীদের পাঠ্যপুস্তক প্রদান উপলক্ষে রবিবার মেদিনীপুর সদর ব্লকের বাগেরপুকুরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তৃণমূলের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুরের বিধায়ক মৃগেন মাইতি, দলের জেলা সাধারণ সম্পাদক দীনেন রায় প্রমুখ। প্রায় দেড়শো জন দুঃস্থ-মেধাবী ছাত্রছাত্রীর হাতে পাঠ্যবই তুলে দেওয়া হয়।

পত্রিকার উদ্বোধন
সাহিত্য পত্রিকা ‘বাতায়ণ’-এর ষষ্ঠ সংখ্যার আনুষ্ঠানিক উদ্বোধন হল রবিবার। খড়্গপুর শহরের ইন্দা প্রাথমিক বিদ্যালয়ে পাপিয়া মুখোপাধ্যায় সম্পাদিত এই পত্রিকার উদ্বোধন করেন কবি সুনীল মাজি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তুষার পঞ্চানন, ইন্দ্রনীল কুলাভি প্রমুখ। সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন স্থানীয় শিল্পীরাই। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দেবব্রত ভট্টাচার্য।
Previous Story Medinipur First Page



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.