গাড়ি বিক্রি বৃদ্ধির হার দু’বছরে সর্বনিম্ন
ক দিকে সুদ এবং তেলের দাম বাড়া। অন্য দিকে, ঋণ পাওয়ায় অসুবিধা এবং গাড়ির দাম বৃদ্ধি। এর জাঁতাকলে পড়ে মে মাসে দেশের গাড়ি বিক্রি বৃদ্ধির হার দাঁড়াল ৭%। গত ২ বছরে সর্বনিম্ন।
সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স (সিয়াম)-এর পরিসংখ্যান অনুযায়ী, মে মাসে দেশে গাড়ি বিক্রি হয়েছে ১,৫৮,৮১৭টি। গত বছর এই সময়ে তা ছিল ১,৪৮,৪২৫টি। সিয়ামের সিনিয়র ডিরেক্টর সুগত সেন জানান, ২০০৯-এর মে মাসের পর গাড়ি শিল্পে বিক্রি বৃদ্ধির হার এতটা কমেনি। সে সময় এই হার ছিল ২.৭৭%। এর পর ওই বছরই জুনে ৮.২৩% দাঁড়িয়েছিল বৃদ্ধির হার। তার পর থেকে কখনওই তা দুই অঙ্কের নীচে নামেনি।
বর্তমান প্রতিকূল পরিস্থিতিতে অনেক ক্রেতাই গাড়ি কেনার থেকে মুখ ফিরিয়ে রয়েছেন। তাঁদের মনোভাব পরিবর্তন না হলে আগামী মাসেও বিক্রি বৃদ্ধির হার কম থাকবে বলেই সুগতবাবুর মত। পাশাপাশি, চলতি বছরের যাত্রীবাহী গাড়ি বিক্রির পূর্বাভাস ছোঁয়া সম্ভব হবে না বলেই মনে করছেন তিনি। তবে সে কারণে এখনই পূর্বাভাস বদলানোর প্রয়োজন নেই বলেই তাঁর মত। জুনে চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিক শেষ হবে। তাই আগামী মাসেই পূর্বাভাস নিয়ে আলোচনায় বসবেন বলে জানিয়েছন সুগতবাবু। প্রসঙ্গত, চলতি অর্থবর্ষে যাত্রীবাহী গাড়ি বিক্রি বৃদ্ধি ১৬ থেকে ১৮% বাড়বে বলে পূর্বাভাস করেছিল সিয়াম। সামগ্রিক ভাবে এই হার ১২.১৫% বাড়বে বলে আশা প্রকাশ করেছিল তারা।
কাঁচামালের দাম বাড়ায় বেশ কিছু গাড়ি সংস্থা দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। বিশেষজ্ঞদের মতে, তেলের দাম এবং সুদ বাড়ার সঙ্গেই যা চিন্তায় রেখেছে শিল্পমহলকে। এরই সঙ্গে যুক্ত হয়েছে ঋণ পাওয়ার অসুবিধা। সুগতবাবু জানান, সাম্প্রতিক নির্দেশে ব্যাঙ্ক ছাড়া আর্থিক প্রতিষ্ঠানগুলি (এনবিএফসি)-র গাড়ি-ঋণ দেওয়ার নিয়মে পরিবর্তন করেছে রিজার্ভ ব্যাঙ্ক। এখন থেকে গণ পরিবহণ ছাড়া অন্য কোনও ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে ঋণ দিতে পারবে না এই সব সংস্থা। ঋণ দিলে সংস্থাগুলি ব্যাঙ্ক থেকে টাকা ফেরত পাবে না। রিজার্ভ ব্যাঙ্কের এই সিদ্ধান্ত গাড়ি শিল্পে বিরুপ প্রভাব ফেলবে বলেই আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। ফলে সব মিলিয়ে আগামী কয়েক মাসে আরও কঠিন পরীক্ষার মুখে পড়তে চলেছে এই শিল্প।
Previous Story Business Next Story



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.