ছাত্র সংঘর্ষের ঘটনায় রাজদীপ বিশ্বাসের মৃত্যুর ব্যাপারে শুক্রবারও পুলিশে অভিযোগ জমা পড়েনি। বুধবার আলিপুরদুয়ারে ছাত্র পরিষদ ও তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। ওই দিন রাতে আলিপুরদুয়ার কলেজ লাগোয়া এলাকায় সংঘর্ষের সময়ে ওই যুবকের মৃত্যু হয়। সংঘর্ষের ঘটনা নিয়ে দুই ছাত্র সংগঠনের পক্ষ থেকে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হলেও সেখানে রাজদীপ বিশ্বাসের মৃত্যুর ব্যাপারে অভিযোগ জমা পড়েনি। মৃতের পরিবারের পক্ষ থেকেও কোনও অভিযোগ জানানো হয়নি। এদিন ছাত্র পরিষদের পক্ষ থেকে রাজদীপ বিশ্বাসের খুনের ঘটনায় জড়িতদের গ্রেফতার দাবি করে আলিপুরদুয়ার কলেজ হল্টে এক ঘণ্টা পথ অবরোধ করা হয়। কলেজে বহিরাগতদের ঢোকা বন্ধ করা এবং কলেজ চত্বরে নেশা করা বন্ধের দাবি তুলে মহকুমাশাসককে স্মারকলিপি দেন অভিভাবক মঞ্চের সদস্যরা। আলিপুরদুয়ার কলেজের ছাত্র সংসদের সহ সাধারণ সম্পাদক সঞ্জয় বিশ্বাস বলেন, “সংঘর্ষে জখম আমাদের এক কর্মীর পরিস্থিতি গুরুতর। রাজদীপ বিশ্বাসের মৃত্যুর ঘটনায় জড়িত ৮ তৃণমূল কর্মীর নামে অভিযোগ দায়ের করা হবে। রাজদীপের পরিবার এবং সংগঠন স্তরে আলোচনা করা হবে।” পাশাপাশি, তৃণমূল ছাত্র পরিষদের জেলা কার্যকরী সভাপতি বাবলু করের দাবি, “ছাত্র সংঘর্ষের ঘটনায় রাজদীপের মৃত্যু হয়নি। সে ছাত্র পরিষদ সদস্যও নয়। এ নিয়ে রাজনীতি হচ্ছে। এ ধরনের ছাত্র সংঘর্ষে এড়াতে উদ্যোগী হচ্ছি।”
|
শুক্রবার মালবাজার দমকল কেন্দ্রটি ঘুরে দেখলেন নাগরাকাটার কংগ্রেস বিধায়ক যোশেফ মুন্ডা। মালবাজার মহকুমার একমাত্র অগ্নিনির্বাপক কেন্দ্রটির অবস্থা দেখার পর ক্ষোভ প্রকাশ করেন বিধায়ক। তিনি বলেন, “মহকুমার একমাত্র দমকল কেন্দ্রের গাড়ি বদলানো প্রয়োজন। গত আড়াই বছর ধরে কর্মীরা জুতো, যন্ত্রাংশ পাচ্ছেন না। মোট ৪৭ জন কর্মীর মধ্যে দুই জন মালবাজার কেন্দ্র থেকে বেতন তুললেও তাঁরা আলিপুরদুয়ার এবং ধূপগুড়িতে কর্মরত। কেন্দ্রটির আধুনিকীকরণ প্রয়োজন।” পাশাপাশি, নাগরাকাটায় আরেকটি দমকল কেন্দ্র তৈরির জন্য তিনি দমকলমন্ত্রী জাভেদ খানের কাছে আবেদন করবেন বলে জানিয়েছেন।
|
বিদ্যুৎ সংযোগ নেই। অথচ দেড়শো বাসিন্দার নামে বিদ্যুতের বিল এসে হাজির। ময়নাগুড়ির মাধবডাঙা-২ গ্রাম পঞ্চায়েতের আঙালিবাড়ি এলাকার ঘটনা। শুক্রবার ওই ঘটনার প্রতিবাদে বাসিন্দারা বিদ্যুৎ পর্ষদের ময়নাগুড়ি স্টেশন ম্যানেজারের দফতর ঘেরাও করে বিক্ষোভ দেখায়। পরে পর্ষদ কর্তারা ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে ঘেরাও উঠে যায়। স্টেশন ম্যানেজার মোসারফ হোসেন বলেন, “আঙালিবাড়ি গ্রামে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার কাজ শেষের পথে। বিপিএল তালিকাভূক্ত বাসিন্দাদের বাড়িতে মিটার-সহ প্রয়োজনীয় সরঞ্জাম বসানো হয়েছে। শুধুমাত্র বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি। কিন্তু দফতরের কম্পিউটারে ওই বাসিন্দাদের তথ্য তোলা থাকায় ভুলবশত সেখান থেকে বিল বের হয়েছে।” আঙালিবাড়ি এলাকার বাসিন্দা আবদুল খালেক, ইসলাম হক, আলিয়ার রহমান জানান, বৃহস্পতিবার তাঁদের বাড়িতে বিদ্যুৎ বিল পৌছয়। টাকার অঙ্ক ৭৩ থেকে ১০০ টাকা পর্যন্ত। জমার তারিখ বলা হয়েছে ১৩ জুন, ৫ জুলাই এবং ৫ অগস্ট। আলিয়ার বলেন, “বিল দেখে অবাক হয়েছি। বাড়িতে বিদ্যুৎ পৌঁছল না অথচ বিল এসে হাজির! কেমন করে এটা হল সেটা জানতে এসে পর্ষদের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাই। এর পরে পর্ষদের কর্তারা ভুল স্বীকার করে নেন।”
|
পিক আপ ভ্যানের ধাক্কায় ৬ বছরের এক শিশুর মৃত্যু হল। বৃহস্পতিবার কোতোয়ালি থানার মন্থনি এলাকায় বেলাকোবা-জলপাইগুড়ি রুটে ঘটনাটি ঘটেছে। ভাটপাড়ার বাসিন্দা বিবেক রায় সিপাইপাড়া প্রাথমিক স্কুলের প্রথম শ্রেণির ছাত্র ছিল সে। ছুটির পরে শিশুটি রাস্তার পাশ দিয়ে বাড়ি ফিরছিল। ওই সময় কাঁচা পাতা বোঝাই পিকআপ ভ্যান তাকে ধাক্কা মারে। জখম অবস্থায় জলপাইগুড়ি সদর হাসপাতালে ভর্তি করানোর কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়। পুলিশ পিক আপ ভ্যান চালককে গ্রেফতার করেছে। গাড়ি আটক করা হয়েছে।
|
শুক্রবার ব্লক তৃণমূল অসংগঠিত শ্রমিক সংগঠনের উদ্যোগে একটি সেমিনার অনুষ্ঠিত হল রাজগঞ্জে। শ্রীসঙ্ঘ ক্লাব ময়দানে আয়োজিত ওই সেমিনারে ছিলেন জলপাইগুড়ির শ্রম দফতরের সহকারূ আধিকারিক বিক্রম মহলানবিশ ও অন্য আধিকারিকরা। আহ্বায়ক তপন দে জানান, শ্রমিকদের বিভিন্ন দাবি নিয়ে আলোচনা হয়। রাজগঞ্জে কত অসংগঠিত শ্রমিক রয়েছে এদিন তার তালিকা তৈরি করে শ্রম দফতরে জমা দেওয়া হয়।
|
কিশোরীকে অপহরণের অভিযোগে ৩ যুবককে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার পাহাড়পুর থেকে অপহৃত কিশোরীকেও উদ্ধার করা হয়। ধৃত স্বরূপ সরকার, দেবব্রত দেবনাথ এবং অচিন্ত্য স্বর্নকার পাহাড়পুরের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিনদিন আগে ভক্তিনগরের আশিগড় থেকে ওই কিশোরী অপহৃত হয়। তার পরে ভক্তিনগর থানায় অভিযোগ দায়ের করেন কিশোরীর অভিভাবক। ওই রাতে অভিযুক্তদের ধরে ফেলা হয়।
|
হকারদের সঙ্গে প্যান্ট্রিকারের কর্মীদের বিবাদে জেরে উত্তপ্ত হয়ে উঠল এনজেপি স্টেশন চত্বর। শুক্রবার রাতে ঘটনাটি ঘটে। জিআরপি সূত্রে জানা গিয়েছে, এনার্কুলাম এক্সপ্রেসের প্যান্ট্রিকারের কর্মীদের গণ্ডগোল হয়। দুই পক্ষের কয়েকজন ওই ঘটনায় জখম হয়েছেন। রেল পুলিশের কর্মীরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। |