হামলা নিয়ে ফের সূর্যর চিঠি মমতাকে
শাসক জোটের ‘হামলা ও আক্রমণ’ অব্যাহত রয়েছে বলে অভিযোগ জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শুক্রবার আবার চিঠি দিয়েছেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। এ দিন তিনি রাজ্যপাল এম কে নারায়ণনের কাছেও একই অভিযোগ জানিয়েছেন। রাজভবন থেকে বেরিয়ে সূর্যবাবু বলেন, “রাজ্যে হিংসাত্মক ঘটনা বন্ধ করে শান্তি ফিরিয়ে আনা এবং মানুষের অধিকার সুপ্রতিষ্ঠা করা জরুরি বলে রাজ্যপালের কাছে আর্জি জানিয়েছি।”
মুখ্যমন্ত্রীর কাছে এ দিনের চিঠিতে সূর্যবাবু অভিযোগ করেছেন, “শাসক জোটের লাগাতার হামলা এবং অত্যাচারের সাম্প্রতিক নমুনা পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় স্থানীয় কৃষক গগন দিগরের মৃত্যু। গগন বামফ্রন্টের একজন ঘনিষ্ঠ কর্মী ছিলেন।” লাগাতার সন্ত্রাস এবং সশস্ত্র শাসানি সহ্য করতে না পেরেই বুধবার তিনি আত্মহত্যা করেছেন জানিয়ে সূর্যবাবু মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ করেছেন, ভোটের ফল ঘোষণার পর থেকে ১৩ জন বামপন্থী কর্মী-সমর্থক খুন হয়েছেন। অপরাধীদের পুলিশ গ্রেফতার করছে না।
রাজভবনে সূর্যকান্ত মিশ্র। নিজস্ব চিত্র
শাসক জোটের ‘আক্রমণে ঘরছাড়া’ বিরোধী দলের লোকজনেদের ঘরে ফেরানোর ব্যাপারে প্রশাসনও উদ্যোগী হয়নি। তাঁদের কর্মী-সমর্থকদের উপর হামলার বিবরণ দিয়ে গত ৬ এবং ৮ জুন তিনি মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন। সূর্যবাবু বলেন, “মুখ্যমন্ত্রী মুখে বিরোধীদের মর্যাদা দেওয়ার কথা বলছেন, কিন্তু কাজে যা হচ্ছে তাঁর বক্তব্যের সঙ্গে কোনও সঙ্গতি নেই।”
মুখ্যমন্ত্রীকে দেওয়া চিঠির প্রতিলিপি সূর্যবাবু পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কেও দিয়েছেন। এই বিষয়ে পার্থবাবু বলেন, “যে কোনও খুন বা মৃত্যুই দুঃখের। হিংসা আমরাও চাই না। মুখ্যমন্ত্রী সূর্যবাবুকে ঘরছাড়া, আক্রান্তদের তালিকা দিতে বলেছিলেন। ওঁরা কিন্তু দেননি। আমরা বলছি, তালিকা পেলে পরীক্ষা করব। ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে।”
Previous Story Rajya First Page



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.