|
|
|
|
মুরগি খামার তৈরি নিয়ে বিক্ষোভ |
নিজস্ব সংবাদদাতা • ওন্দা |
শিক্ষাকেন্দ্র ও প্রাথমিক স্কুলের কাছে একটি মুরগি খামার তৈরি করা নিয়ে তীব্র ক্ষোভ সৃষ্টি হয় ওন্দা থানার মুরগাডাঙা গ্রামে। গ্রামবাসীদের সঙ্গে বিক্ষোভে সামিল হন এসইউসি ও তৃণমূলের কর্মীরা। তাঁদের দাবি, নির্মাণ কাজ শুরু হওয়ার সময় চলতি বছরের ফেব্রুয়ারি মাসে আমরা বিডিও-র কাছে আপত্তি জানিয়েছিলাম। কারণ খামার তৈরি হলে দুগর্ন্ধে ছাত্র ছাত্রী ও বাসিন্দারা অসুস্থ হয়ে পড়বেন। সেই আবেদনের পর কিছু দিন কাজ বন্ধ থাকে। ফের নির্মাণ কাজ শুরু হওয়ায় দিন সকাল থেকে মুরগুমা-জামবেদিয়া রাস্তা অবরোধ শুরু করা হয়।
বিক্ষোভকারীদের পক্ষে শ্রবণ মণ্ডল বলেন, “স্কুলের এত কাছে মুরগি খামার তৈরি বেআইনি। খামার তৈরি হচ্ছে কৃষিজমির উপরে। এর ফলে, স্থানীয় একটি বাঁধের জল থেকে বঞ্চিত হবেন বাসিন্দারা।” বচন মুর্মু, পার্বতী হাঁসদারা জানান, গ্রামের পরিবেশের ক্ষতি করে ওই খামার তাঁরা করতে দেবেন না। নির্মীয়মাণ সংস্থাটির ম্যানেজার অরূপ দে বলেন, “দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ও স্থানীয় পঞ্চায়েতের ছাড়পত্র নিয়েই কাজ শুরু করেছি। এ ক্ষেত্রে আমাদের খরচে স্কুল দু’টিকে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে গ্রামবাসীদের। কিন্তু, গ্রামবাসীদের একাংশ তা না মানায় আমরা বিপাকে পড়েছি।” ওন্দার বিডিও অঞ্জন ঘোষ বলেন, “গ্রামবাসীদের আপত্তি জেনে প্রথমে আমরাও বাধা দিয়েছিলাম। পরে দূষণ নিয়ন্ত্রণ পর্যদের কাছ থেকে ছাড়পত্র নিয়ে আসার পর তাঁরা কাজ শুরু করেন। এ দিনের বিক্ষোভ দেখে বোঝা যাচ্ছে, গ্রামবাসীদের একাংশ এখনও ক্ষুদ্ধ। তাই সংস্থাটিকে গ্রামবাসীদের সঙ্গে আলোচনা করে কাজ এগোতে বলা হয়েছে।” |
|
|
|
|
|