সরকারি উদ্যোগে আলু কেনার ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ তুলে শুক্রবার শালবনির বিষ্ণুপুরে একটি সমবায় সমিতির দফতরে বিক্ষোভ দেখাল কৃষকরা। অভিযোগ, ভুয়ো মাস্টার রোল দেখিয়ে আলু কেনা হয়েছে। এই কেলেঙ্কারিতে যুক্ত রয়েছেন স্থানীয় সিপিএম নেতারাই। এ দিন সমিতির ম্যানেজারকে ঘেরাও করে বিক্ষোভ চলে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সমিতির কাগজে দেখা যাচ্ছে, অপূর্ব সামন্ত নামে এক কৃষকের কাছ থেকে আলু কেনা হয়েছে। কিন্তু অপূর্ববাবু এ দিন দাবি করেন, তাঁর নামে অন্য কেউ সই করে আলু বেচেছেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
|
জেলা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে শুক্রবার তাঁর দফতরের সামনে বিক্ষোভ দেখালেন ল্যান্ড এন্ড ল্যান্ড রিফমর্স এমপ্লয়িজ ইউনিয়নের কর্মী-সমর্থকরা। বিক্ষোভকারীদের বক্তব্য, বদলির ক্ষেত্রে কোনও নিয়ম মানা হচ্ছে না। জাতীয়তাবাদী সংগঠন স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশনের (ইউনিফায়েড) জেলা সম্পাদক অরুণ প্রতিহার, সভাপতি সুনীল করও এ দিনের বিক্ষোভে যোগ দেন। এমপ্লয়িজ ইউনিয়নের হুমকি, দাবি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে আগামী সপ্তাহেই ভূমি সংস্কার আধিকারিকের দফতর ঘেরাও করা হবে। জেলা প্রশাসন অবশ্য পক্ষপাতিত্বের অভিযোগ উড়িয়ে দিয়েছে।
|
গঠিত হল ‘পশ্চিমবঙ্গ জাতীয়তাবাদী প্রাণিবন্ধু সংগঠন’। শুক্রবার এই উপলক্ষে মেদিনীপুর শহরে সংগঠনের এক সভা হয়। ছিলেন জেলা তৃণমূলের সভাপতি প্রণব বসু। প্রাণিবন্ধুদের সমস্যা ও তার সমাধানের পথ নিয়েই সভায় আলোচনা হয়। সংগঠনের জেলা কমিটিও গঠন করা হয়েছে। সভাপতি হয়েছেন শক্তিপদ প্রামাণিক। সম্পাদক ক্ষিতিশ মাহাতো।
|
তৃণমূল প্রভাবিত ‘ভ্রাম্যমাণ রেল হকার্স ইউনিয়নে’র সম্মেলন হল খড়্গপুর শহরের সাউথ সাইড এলাকার সাউথ ইনস্টিটিউট হলে। শুক্রবারের এই সম্মেলনের সভাপতিত্ব করেন সংগঠনের দক্ষিণ-পূর্ব রেলওয়ে শাখার সভাপতি শিশিরকান্তি লাহা। বক্তাদের মধ্যে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক গোপাল আইচ, সহ-সম্পাদক অসীম বিশ্বাস, রতিকান্ত আচার্য, প্রদীপ দত্ত প্রমুখ। উপস্থিত ছিলেন খড়্গপুরের উপপুরপ্রধান তুষার চৌধুরী, কাউন্সিলর অপূর্ব ঘোষ, লতা আচার্য, তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি মুনমুন চৌধুরী প্রমুখ। প্রথম বর্ষের এই সভায় খড়্গপুর, মেদিনীপুর, মাদপুর, পাঁশকুড়া, মেচেদা-সহ বিভিন্ন এলাকার হকাররা উপস্থিত ছিলেন।
|
আন্তর্জাতিক লেভেল ক্রসিং সচেতনতা দিবস পালন করল দক্ষিণ-পূর্ব রেলওয়ে সেফটি অর্গানাইজেশনের খড়্গপুর শাখা। এই উপলক্ষে ৯ জুন, বৃহস্পতিবার বিকেলে খড়্গপুর রেলস্টেশন প্রাঙ্গণে একটি সভার আয়োজন করে তারা। বক্তব্য রাখেন অলোককুমার মণ্ডল, গৌতম বাঁকুড়া প্রমুখ। সভা পরিচালনা করেন সমীরণ ভৌমিক। সচেতনতা প্রচারে পথনাটিকাও মঞ্চস্থ হয়। |