টুকরো খবর


হাতির দাঁতে মৃত চা শ্রমিক
সংরক্ষিত বনাঞ্চলে গুগলি ও শামুক কুড়োতে গিয়ে এক দাঁতালের হানায় মৃত্যু হয়েছে এক চা শ্রমিকের। বক্সা বাঘবনের রায়ডাক জঙ্গলের দুই নম্বর কম্পার্টমেন্টে বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটেছে। মৃত চা শ্রমিকের নাম মোহন কুজুর (৪৫)। বৃহস্পতি বার দুপুরে জঙ্গলে টহল দেওয়ার সময় দেহটি দেখতে পান বনকর্মীরা। এ দিন মোহন কুজুর নামে ওই চা শ্রমিক ভোর ৫টা নাগাদ রায়ডাক জঙ্গলের মধ্য দিয়ে বসে যাওয়া বাঘঝোরায় গুগলি কুড়োতে যান। ফেরার পথে তিনি বুনো দাঁতালের মুখোমুখি হন বলে বন দফতরের অনুমান। সাউথ রায়ডাক রেঞ্জের রেঞ্জ অফিসার উৎপল দত্ত জানান, মৃত ব্যক্তি রায়ডাক চা বাগানের ৪ নম্বর শ্রমিক মহল্লার বাসিন্দা। বারবার জঙ্গলের সংরক্ষিত এলাকায় না যাওয়ার জন্য সচেতন করলেও সেকথা কেউ মানছেন না। দাঁতালটি তাঁর পিঠে দাঁত ঢুকিয়ে দেয়। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।


বাঁকুড়ায় হাতির হামলা, মৃত গরু
খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে হাতিদের তাণ্ডব চলছেই। এক দাঁতালের হানায় ক্ষতিগ্রস্থ হল বাঁকুড়ার বাঁকাদহ রেঞ্জের বড়ামারা গ্রামের একটি হোটেল। অন্য দিকে, পাত্রসায়রে অন্য একটি হাতি একটি গরুকে পিষে মেরে দিয়েছে। স্থানীয় সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে পিয়ারডোবা জঙ্গল থেকে বেরিয়ে দাঁতালটি চড়াও হয় বড়ামারা গ্রামের একটি লাইন হোটেলে। ভেঙে দেয় হোটেলের পাঁচিল। নষ্ট করে হোটেলের রান্নার সরঞ্জাম। পালিয়ে গিয়ে প্রাণ বাঁচান হোটেল কর্মীরা। বনকর্মীরা গিয়ে পটকা ফাটিয়ে হাতিটিকে জঙ্গলে সরিয়ে দেন। অন্য দিকে, এক ‘রেসিডেন্ট’ হাতি পাত্রসায়রের তাজ্জব গ্রামে ঢুকে এ দিন সকালে একটি গরুকে পিষে মারে। হাতিটি পাত্রসায়র বাইপাস এলাকায় বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে। পরে বনকর্মীরা খবর পেয়ে হাতিটিকে পাত্রসায়র জঙ্গলে পাঠিয়ে দেন। বন দফতর সূত্রে জানা গিয়েছে, হাতিটি সোনামুখী ও বিষ্ণুপুরের বনাঞ্চলের মধ্যে ঘোরাঘুরি করে। বুধবার দলমার ১৫টি হাতির একটি দলকে বাঁকাদহের জঙ্গল থেকে গড়বেতার জঙ্গলে পাঠানো হয়েছিল। কিন্তু, বৃহস্পতিবার রাতে দলটি বাঁকাদহের জঙ্গলে ফিরে আসে।


কাঠ আটক
লক্ষাধিক টাকার চোরাই কাঠবোঝাই একটি লরিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতের ওই ঘটনায় কৃষ্ণ রবিদাস নামে এক ব্যক্তিকেও গ্রেফতার করা হয়েছে। তার বাড়ি ফরাক্কার পলাশি গ্রামে। শুক্রবার তাকে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। পুলিশ জানিয়েছে, দিন দুয়েক আগে বেশ কয়েকটি শিশু গাছ নিয়ে পালায় পাচারকারীরা। সেগুলি নিয়ে যাওয়া হয় মালদহের বৈষ্ণবনগরে। গাছগুলি মিলে চেরাই করে লরিতে ফরাক্কা হয়ে ঝাড়খণ্ডে দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। তালতলা ঘাটের কাছ থেকে লরিটিকে আটক করে পুলিশ। ফরাক্কা থানার আইসি কমল বৈরাগ্য বলেন, “ফরাক্কার বন সংলগ্ন কয়েকটি গ্রামের বাসিন্দারাই গাছ পাচারে জড়িত। বাকিদের খোঁজ চলছে।”


উদ্ধার অজগর, ভল্লুক-শাবক
চোরাশিকারিদের হাত থেকে দুটি হিমালয়ান কালো ভল্লুক শাবক উদ্ধার করা হল। ঘটনাটি ঘটেছে বাক্সা জেলায়। বনবিভাগ সূত্রে খবর, চোরাশিকারিরা মানস জাতীয় উদ্যান থেকে মাস দুয়েকের এই ভল্লুক শাবক দুটিকে নিয়ে এসেছিল। বড়োল্যান্ড টাইগার্সের সদস্যরা দরাগাঁওয়ে শাবকদুটিকে দেখতে পান। তাঁদের কাছ থেকে খবর পেয়ে মানস ইকো-টুরিজম সোসাইটির কর্মীরা শাবকদুটি উদ্ধার করেন। অন্য দিকে, তিনসুকিয়ার বাহাদুর চক থেকে আটাসু সদস্যরা আজ একটি অজগরকে উদ্ধার করে বন বিভাগের হাতে তুলে দেন।


ব্যাঙ খাওয়ায় তল্লাশি বাড়িতে
বিরল প্রজাতির ব্যাঙ খাওয়ায় একটি যুবকের বাড়িতে তল্লাশি চালাল গোয়ার বন দফতরের অফিসাররা। যদিও ইয়োকো গোমস নামে ওই যুবক পলাতক। তাঁর বাবা-মাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। ওই সংস্থার এক কর্মী জানিয়েছেন, ওই ব্যাঙ খাওয়ার কথা একটি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে জানিয়েছিলেন ইয়োকো।


ছোবলে মৃত্যু
সাপের ছোবলে মৃত্যু হয়েছে এক যুবকের। ঘটনাটি ঘটেছে জামুড়িয়ার বোগড়া গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম খোকন মাজি (৩০)। শুক্রবার সকালে তাঁকে পরিবারের লোকেরা আসানসোল হাসপাতালে ভর্তি করেন। সেখানেই মৃত্যু হয় তাঁর।
Previous Story Jibjagat First Page



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.