নিরাপত্তাবাহিনীর গুলিতে এক যুবকের মৃত্যুর ঘটনায় আজ পাকিস্তান রেঞ্জার্স বাহিনীর প্রধান সহ দুই উচ্চপদস্থ অফিসারকে বদলির আদেশ দিল পাকিস্তানের সুপ্রিম কোর্ট। করাচির একটি পার্কে পাকিস্তান রেঞ্জার্স বাহিনীর গুলিতে যুবক সরফরাজ শাহের মৃত্যু নিয়ে সারা পাকিস্তানে চাঞ্চল্য দেখা দিয়েছে। সিন্ধু প্রদেশ সরকার জানিয়েছে, করাচিতে ব্যক্তি হত্যা রুখতে রেঞ্জার্স বাহিনী মোতায়েন করা হয়েছে। এর পরে সুপ্রিম কোর্ট ব্যঙ্গের সুরে বলেছে, করাচিতে ঠিক বিপরীত ঘটনা ঘটছে। গত বুধবার করাচির পার্কে সরফরাজ শাহকে গুলি করে রেঞ্জার্স বাহিনী। এক চিত্র সাংবাদিকের তোলা ফুটেজে দেখা গিয়েছে, নিরস্ত্র সরফরাজকে কাছ থেকে গুলি করে রেঞ্জার্স বাহিনী। সঙ্গে সঙ্গে মারা যাননি সরফরাজ। রক্তাক্ত অবস্থায় বার বার তিনি হাসপাতালে নিয়ে যাওয়ার অনুরোধ জানালেও তাতে কর্ণপাত করেনি রেঞ্জার্স। এই ঘটনায় রেঞ্জার্স প্রধান মেজর জেনারেল ইজাজ চৌধুরি ও প্রাদেশিক পুলিশ প্রধান ফৈয়াজ লেঘারিকে সরানোর নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। সঙ্গে ঘটনার তদন্ত দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি ইফতিকার চৌধুরির নেতৃত্বাধীন বেঞ্চ।
|
ভারত ও কানাডার বাণিজ্যিক সম্পর্কে আরও গতি আনতে সক্রিয় হয়েছে কানাডা সরকার। যে সব ভারতীয় বার বার কানাডায় যাতায়াত করেন তাঁদের বিশেষ ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। আজ এ কথা জানিয়েছেন কানাডার আন্তর্জাতিক বাণিজ্যমন্ত্রী এডওয়ার্ড ফাস্ট। ২০১১ সালের প্রবাসী ভারতীয় দিবস কানাডায় যোগ দিতে এ দেশে এসেছে বিদেশ প্রতিমন্ত্রী প্রণীত কৌরের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে এক বৈঠকে ফাস্ট জানিয়েছেন, কানাডায় যে সব ভারতীয় বার বার যাতায়াত করেন তাঁদের জন্য একটি বিশেষ ভিসার ব্যবস্থা করা হবে। ওই ভিসা এক বার হাতে পেলে পরবর্তী ১০ বছরে একাধিক বার কানাডায় যাতায়াত করা যাবে। সে ক্ষেত্রে বার বার সাধারণ ভিসা সংক্রান্ত পদ্ধতির শরণাপন্ন হওয়ার প্রয়োজন হবে না। তবে ভিসা পাওয়ার পরবর্তী ১০ বছরে পাসপোর্টের মেয়াদ শেষ হওয়া চলবে না। প্রণীত কৌর বলেছেন,“কানাডার সঙ্গে ভারত শীঘ্রই কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তিতে স্বাক্ষর করবে। সেগুলির মধ্যে রয়েছে আর্থিক সহযোগিতা চুক্তি, সামাজিক নিরাপত্তা চুক্তি, দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি ও কর সংক্রান্ত চুক্তি।”
|
ওসামার স্মৃতিতে নতুন এক জঙ্গি সংগঠন তৈরি করে ইলিয়াস কাশ্মীরি। নাম দেওয়া হয় লস্কর-ই-ওসামা। জানা গিয়েছে, তারা নাকি পাকিস্তান জুড়ে একের পর এক আত্মঘাতী বোমা বিস্ফোরণের পরিকল্পনা করে। লক্ষ্য ছিল মূলত বিদেশি দূতাবাস ও কূটনীতিকরা। ৩ জুন ড্রোন হানায় নিহত হয় ইলিয়াস কাশ্মীরি। মৃত্যুর আগেই সে উত্তর ওয়াজিরিস্তান প্রদেশে সংগঠন তৈরির সিদ্ধান্ত নেয়।
|
প্রেমিকা সম্পর্ক রাখতে না চাওয়ায় ১৭ হাজার মেসেজ এবং প্রতিদিন গড়ে ১৮০টি করে ফোন করে হুমকি দেওয়ায় মামলা হয়েছিল প্রেমিক গ্লিন জনসনের বিরুদ্ধে। আদালত জানিয়েছে গ্লিনের জেল পর্যন্ত হতে পারে। ৪ জুলাই এই মামলার রায় বেরোবে। তাঁদের দুটি সন্তান আছে। দ্বিতীয় সন্তান হওয়ার পরে তাঁদের সম্পর্কে ভাঙন ধরে। |