টুকরো খবর
|
ছ’দফা বিধি |
নিজস্ব সংবাদদাতা ² জলপাইগুড়ি |
কলেজ হস্টেলের ছাত্রদের মাদক থেকে দূরে রাখতে ৬ দফা বিধি নিষেধ জারি করল জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ কর্তৃপক্ষ। যে অনুশাসন জারি করে সাম্প্রতিক সময়ে র্যাগিং ঠেকানো গিয়েছে তেমন ভাবেই হস্টেলে মাদক অনুপ্রবেশ রুখতে কঠোর হচ্ছেন কলেজ কর্তৃপক্ষ। কলেজে ছাত্রদের তো বটেই, ছাত্রীদের হস্টেলেও দিনের যে কোনও সময়ে, এমনকী, মধ্যরাতেও অভিযান চালানো হবে বলে ঠিক হয়েছে। কখনও সখনও ওই অভিযানে জেলা প্রশাসনের কর্তাদেরও সামিল করা হবে বলে জানা গিয়েছে। ১ জুলাই কলেজ খোলার পরে প্রতি ছাত্রছাত্রী এবং তাঁদের অভিভাবকদের মুচলেকা দিয়ে কলেজ কর্তৃপক্ষকে জানাতে হবে হস্টেল বা ক্লাসে পড়ুয়ার বিরুদ্ধে মাদকাসক্তির অভিযোগ পাওয়া গেলে তাঁকে বহিষ্কার পর্যন্ত করা যেতে পারে। অভ্যন্তরীন প্রশাসনিক সিদ্ধান্ত হিসাবে কলেজে নিরাপত্তা রক্ষীর সংখ্যা বৃদ্ধি, কলেজ চত্বরে কোনও হকার বা ব্যবসায়ীদের ঢুকতে না-দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। কলেজের ভিতরে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। কোনও বহিরাগত কলেজে ঢুকতে চাইলে মূল প্রবেশদ্বার থেকে যথাযথ কারণ দেখিয়ে অনুমতি সংগ্রহ করতে হবে। ক্যান্টিনগুলিতে নজরদারি চালানোর জন্য সেগুলিকে হস্টেল থেকে বাইরে নিয়ে আসার সিদ্ধান্ত হয়েছে। কলেজে মাদক বিরোধী অভিযানে স্বেচ্ছাসেবী সংস্থাগুলিকে সামিল করার প্রয়াস শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে দফায় দফায় বৈঠক করেন কলেজের অধ্যক্ষ জ্যোর্তিময় ঝম্পটি থেকে হস্টেল সুপার-সহ শৃঙ্খলা রক্ষা কমিটি, ছাত্র ওয়েলফেয়ার কমিটি। কলেজের অধ্যক্ষ বলেন, “কলেজের ভিতরে নজরদারি কঠোর হবে। কলেজের বিভিন্ন দায়িত্বে যাঁরা রয়েছেন প্রত্যেকের সঙ্গে কথা বলেছি। প্রয়োজনীয় নির্দেশ দিয়েছি। কলেজের আভ্যন্তরীন প্রশাসনিক ব্যবস্থায় ফাঁক রাখা যাবে না।” তিনি বলেন, “ছাত্রছাত্রীরা ছেলেমেয়েদের মতোই। কঠোর অনুসাশনে রেখে মাদকাসক্তি থেকে দূরে রাখা হবে।”
|
অভিভাবকদের দাবি |
নিজস্ব সংবাদদাতা ²শিলিগুড়ি |
সরকারি নির্দেশ জারি করে স্কুলের শিক্ষকদের টিউশন বন্ধ করতে বলা হয়েছে। অথচ এখনই তা কার্যকর হলে ছাত্রছাত্রীরা সমস্যা পড়বেন দাবি করে তা চালু রাখার আর্জি জানালেন অভিভাবকদের একাংশ। বৃহস্পতিবার শিলিগুড়িতে তাঁরা স্কুল পরিদর্শক এবং মহকুমাশাসকের দফতরে নিজেদের দাবির বিষয়টি জানিয়েছেন। অভিযোগ তুলেছেন গৃহশিক্ষকেরাও। গৃহশিক্ষকদের সংগঠন শিলিগুড়ি প্রাইভেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অভিযোগ, সরকারি নির্দেশ যেখানে জারি হয়েছে সেখানে অভিভাবকেরা তার বিরুদ্ধে কথা বলছেন কেন তা তাঁরা বুঝতে পারছেন না। কোথায় অভিভাবকেরা ছেলেমেয়েদের নিময় মেনে চলতে শেখাবেন, তা নয়। উল্টে সরকারি নির্দেশ না মানার কথা বলছেন। তাতে ছোটরা কী শিখবে? তা ছাড়া স্কুলের শিক্ষকদের টিউশন বন্ধ হলে ক্লাসে পড়াশোনার হাল ফিরবে। শিক্ষকেরা অনেকে তা মানছেন না। তাঁরা সমাজের সম্মানীয় ব্যক্তি। সরকারি নির্দেশ পরোয়া না করে নিজেদের মতো যথেচ্ছ টিউশন করছেন। তা বন্ধে মহকুমাশাসকের দফতরে এ দিন স্মারকলিপি দিয়েছে গৃহশিক্ষকদের সংগঠনও।
|
শতবর্ষের কমিটি উদ্যোগী প্রাক্তনীরা |
নিজস্ব সংবাদদাতা ²শিলিগুড়ি |
শতবর্ষে পড়তে সাত বছর বাকি। সে কথা মাথায় রেখে প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে সামিল হতে জোট বাঁধছেন শিলিগুড়ি বয়েজ-এর প্রাক্তনীরা। স্কুল সূত্রে খবর, বর্তমান পরিচালন সমিতি এ কাজে সহযোগিতার আশ্বাস দিয়েছে। আপাতত কাজ চালানোর জন্য ছোট্ট একটি কমিটি গড়েছেন কয়েকজন প্রাক্তন ছাত্র। তাঁরা এখন স্থায়ী কমিটি গড়তে দেশ-বিদেশে ছড়িয়ে থাকা প্রাক্তন ছাত্রদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। উদ্যোগী প্রাক্তনীরা জানিয়েছেন, ২৬ জুন বিকেল সাড়ে ৪টেয় স্কুলেরই একটি ঘরে প্রাক্তনীদের জড়ো করে স্থায়ী কমিটি গড়ার প্রক্রিয়া শুরু হবে। উদ্যোক্তাদের পক্ষে সৌমিত্র সেনগুপ্ত, কল্পক দে, অগ্নিশ্বর বসু, সৈকত গুহ-রা নানা প্রান্তে থাকা প্রাক্তনীদের সঙ্গে যোগাযোগের জন্য নিরন্তর চেষ্টা চালাচ্ছেন। তাঁরা জানান, sbhsaa@gmail.com ঠিকানায় প্রাক্তনীরা যোগাযোগ করতে পারেন। ১৯১৮ সালে বয়েজ হাইস্কুলের চলা শুরু। ২০১৮ সালে তা শতবর্ষে পড়বে। ওই স্কুলের ছাত্র ছিলেন বর্তমান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব, প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্য সহ অনেক বিশিষ্ট মানুষ। সকলের সঙ্গে কথা হয়েছে উদ্যোগী প্রাক্তনীদের।
|
দলবদল |
নিজস্ব সংবাদদাতা ²হলদিবাড়ি |
দল ছেড়ে তৃণমূলে যোগ দিলেন এক কংগ্রেস কাউন্সিলর। বৃহস্পতিবার তৃণমূলের হলদিবাড়ি ব্লক কমিটি ঘোষণা করা হয়। সেখানে হলদিবাড়ি পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের কংগ্রেসের কাউন্সিলর সুব্রত (রবি) বসুকে ব্লক তৃণমূলের যুগ্ম সম্পাদক হিসেবে নাম রয়েছে। সুব্রত বাবু বলেন, “আমি কলকাতায় গিয়ে তৃণমূল নেতা মুকুলের রায়ের সঙ্গে দেখা করে তৃণমূলে যোগদান করে এসেছি।” কংগ্রেসের হলদিবাড়ি ব্লকের সভাপতি তরুণ দত্ত বলেন, “তিনি তৃণমূলে যোগদান করেছেন বলে শুনেছি। বিস্তারিত জেনে কোচবিহার জেলা তৃণমূল নেতৃত্বকে জানাবো। নির্দেশ পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।” কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, হলদিবাড়ি ব্লক কংগ্রেস সভাপতির পদ নিয়ে পুরসভার ভাইস চেয়ারম্যান তথা কংগ্রেস নেতা তরুণ দত্তের সঙ্গে সুব্রতবাবুর বিবাদ ছিল। কোচবিহার জেলা কংগ্রেস চলতি বছরের গোড়ায় তরুণবাবুকে সভাপতি ঘোষণা করে। পুরনো সমস্ত কমিটি ভেঙে দেওয়া হয়। পুরনো কমিটিতে সুব্রতবাবু যুগ্ম সম্পদকের পদে ছিলেন। ব্লক তৃণমূলের সভাপতি গোপাল রায় বলেন, “সুব্রত বসুর সাংগঠনিক দক্ষতার জন্য তাঁকে দলের যুগ্ম সম্পাদক করে রাখা হয়েছে।”
|
তরুণীর অপমৃত্যু |
নিজস্ব সংবাদদাতা ²বেলাকোবা |
এক তরুণীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাজগঞ্জ থানার বেলাকোবার বিবেকানন্দ পল্লি এলাকায় ঘটনাটি ঘটেছে। মৃতার নাম কুলকুলি সরকার (১৭)। এ দিন গলায় দড়ি দিয়ে ঝুলে পড়েন। বাড়ির লোকেরা তাকে উদ্ধার করে স্থানীয় বেলাকোবা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। তিনি আত্মহত্যা করেন বলে পুলিশ প্রাথমিক তদন্তে জানিয়েছে।
|
সংবর্ধিত সুমন |
নিজস্ব সংবাদদাতা ²শিলিগুড়ি |
সন্তোষ ট্রফি জয়ী বাংলার অন্যতম ফুটবলার সুমনচন্দ্র দে শিলিগুড়ি সুপার ডিভিশন লিগে ভিএনসি’র হয়ে খেলবেন। বৃহস্পতিবার তিনি শহরে এলে ক্লাবের তরফে সংবর্ধনা দেওয়া হয়। ভিএনসি’র মর্নিং সকার কোচিং শিবিরে গিয়ে খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন তিনি। শুক্রবার সুপার ডিভিশনে এনবিএসটিসিআরসি দলের সঙ্গে খেলবে ভিএনসি।
|
ফুটবলে জয়ী হল দেশবন্ধু |
নিজস্ব সংবাদদাতা ²শিলিগুড়ি |
শিলিগুড়ি মহকুমা পরিষদ পরিচালিত সুপার ডিভিশন ফুটবলে বৃহস্পতিবার জয়ী হল দেশবন্ধু স্পোর্টিং ইউনিয়ন। এ দিন কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে তারা কিশোর সঙ্ঘকে ১-০ হারায়। বুধবার থেকে সুপার ডিভিশনের খেলা শুরু হয়েছে। উদ্বোধনী ম্যাচে এসএসবি ২-১ গোলে হারিয়েছে শিলিগুড়ি সাইকে। এ দিন প্রথম ডিভিশনের খেলায় রবীন্দ্র সঙ্ঘ ১-০ হারিয়েছে দাদাভাই স্পোর্টিংকে। বাঘাযতীন ক্লাব হারিয়েছে রেলওয়ে ইন্সস্টিটিউটকে।
|
ধৃত তিন |
অর্থলগ্নি সংস্থার টাকা ছিনতাইয়ের ঘটনায় তিন দুষ্কৃতীকে গ্রেফতার করল ফাঁসিদেওয়া পুলিশ। বুধবার রাতে বিধাননগরের খারুভাঙ্গি এবং ঘোষপুকুরের লক্ষণসিংজোত এলাকা থেকে তাদের ধরে পুলিশ। ধৃতদের নাম বিনয় সিংহ ও লক্ষণ দাস। দীর্ঘদিন ধরে তারা ওই অর্থলগ্নি সংস্থার আদায়কারী এজেন্টদের কাছে টাকা ছিনতাই করে বেড়াত। আরও কয়েকজনের নাম জেনেছে পুলিশ।
|
নাট্য উৎসব শুরু |
আন্তঃস্কুল নাট্য উৎসব শুরু হল জলপাইগুড়ি শহরে। গত বুধবার জলপাইগুড়ির রবীন্দ্রভবনে কলাকুশলী সংস্থার আয়োজনে নাট্য উৎসব শুরু হয়েছে। জলপাইগুড়ি, কোচবিহার এবং দার্জিলিং জেলার ১৫টি স্কুলের নাটকের দল উৎসবে যোগ দিয়েছে। আগামী ১১ জুন পর্যন্ত নাট্য উৎসব চলবে। প্রতিদিন বিকেল সাড়ে ৫টা থেকে নাটক মঞ্চস্থ হবে।
|
ফাইনালে এনবিএসটিসির ক্লাব |
জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার নকআউট ফাইনালে উঠল কোচবিহার এসবিএসটিআরসি। জেওয়াইএমএ-কে তারা টাই ব্রেকারে হারিয়েছে। |
|