টুকরো খবর

কমার্স কলেজে ছাত্র সংঘর্ষ, অবরোধ
ফের ছাত্র সংঘর্ষ বাধল শহরে। মেদিনীপুর কলেজের পরে এ বার কেডি কলেজ অফ কমার্সে। ছাত্র পরিষদ ও এসএফআইয়ের হাতাহাতিতে দু’পক্ষেরই কয়েকজন জখম হয়েছেন। কয়েকজন মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার প্রতিবাদে পথ অবরোধ করে এসএফআই। তাদের অভিযোগ, ছাত্র পরিষদের লোকজন সংগঠনের কর্মীদের উপর হামলা চালায়। পরে পুলিশ এসে অবরোধ তোলে। বিবাদমান দু’পক্ষেরই দাবি, সুষ্ঠু ভাবে ভর্তি প্রক্রিয়া শেষ করতে প্রয়োজনীয় পদক্ষেপ করুন কলেজ কর্তৃপক্ষ। এসএফআইয়ের জেলা সম্পাদক সৌগত পন্ডা বলেন, “সংগঠনের কর্মীদের উপর পরিকল্পিত হামলা চলছে। এ দিনও আমাদের দু’জন কর্মী গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।” অভিযোগ উড়িয়ে ছাত্র পরিষদের বক্তব্য, এসএফআই কর্মীরাই প্রথমে ফর্ম তোলার কাউন্টার বন্ধ করে দেয়। তার প্রতিবাদ করতেই মারধর শুরু হয়। মারধরে তাদের সংগঠনের দুই কর্মী গুরুতর আহত হন। এর আগে ফর্ম তোলাকে কেন্দ্র করেই এসএফআই ও তৃণমূল ছাত্র পরিষদের মধ্যে সংঘর্ষ বেধেছিল মেদিনীপুর কলেজে।

অনটনই কাঁটা সঙ্গীতার স্বপ্নে
অভাবের সঙ্গে লড়াই চালিয়েও এ বছর উচ্চ মাধ্যমিকে ভাল ফল করেছে খড়্গপুরের তালবাগিচার সঙ্গীতা দাস। তালবাগিচা হাইস্কুল থেকে কলা-বিভাগে উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছে সঙ্গীতা। বাবা অলোক দাস ট্রলি-চালক। মা পাপিয়াদেবী আয়ার কাজ করেন। তিন ভাই বোনের মধ্যে সঙ্গীতা ছোট। দুই দাদা সুমিত ও অমিত আর্থিক অনটনে মাঝপথে পড়া ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন। সঙ্গীতা অবশ্য খড়্গপুর কলেজে স্নাতকস্তরে পড়াশোনা করতে চায়। কিন্তু পরিবারের যা অবস্থা, তাতে কতটা কী হবে তা নিয়ে দুশ্চিন্তা রয়েছে। সঙ্গীতা বলে, “উচ্চ মাধ্যমিকে স্কুলের শিক্ষকরা নানা ভাবে সাহায্য করেছেন। আশা করি, ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা পাব।” অবসরে গান-নাচ আর খেলাধুলোই সঙ্গী সঙ্গীতার।

রবীন্দ্র-নজরুল সন্ধ্যা
সম্প্রতি খড়্গপুরের দুর্গাবাড়ির দুর্গামঞ্চে রবীন্দ্র-নজরুল সন্ধ্যার আয়োজন করেছিল সুভাষপল্লি ওমেন্স অ্যাসোসিয়েশন। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন সংস্থার সভানেত্রী কল্যাণী কুণ্ডু। রবীন্দ্রনাথ ও নজরুলের প্রতিকৃতিতে মাল্যদান করেন কাউন্সিলর কল্যাণী ঘোষ। ছিলেন সৌমেন চক্রবর্তী, পাপিয়া দত্ত, দেবস্মিতা কুণ্ডু, শেলী সাহা। নাচ-গান পরিবেশন করেন সৃজন নিত্যকলা মন্দির, তাথৈ ও ছন্দশ্রী নৃত্য সংস্থার শিল্পীরা। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন কাকলি কুণ্ডু ও বিশ্বজিৎ কর।

খড়্গপুরে কবিপ্রণাম
রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মসার্ধশতবর্ষ উপলক্ষে দু’দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল খড়্গপুর শহরের সাঁজোয়ালে। গত শুক্র ও শনিবারের এই অনুষ্ঠানের উদ্যোক্তা ছিল সাংস্কৃতিক মিলন মঞ্চ। ছিল গদ্যপাঠ ও অঙ্কন প্রতিযোগিতার আয়োজন। নাচ, গান, আবৃত্তি, নৃত্য-গীতি আলেখ্যও পরিবেশিত হয়। প্রতিযোগিতায় সফল ১৫ জনকে পুরস্কৃত করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাধনকুমার সাহা। গোটা অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিলেন জয়শ্রী দাস।

পরিদর্শকের দ্বারস্থ
স্কুলে স্কুলে অনিয়ম বন্ধের দাবিতে বৃহস্পতিবার জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক)-কে স্মারকলিপি দিল স্যাগেশাস টিচার্স অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন। সংগঠনের জেলা সম্পাদক মধুসূদন গাঁতাইত বলেন, “প্রশাসনের উদাসীনতায় বেলপাহাড়ির ওদলচুয়া এসটি হাইস্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীরা বুধবার পর্যন্ত বেতন পাননি। আমরা অবিলম্বে তাঁদের বেতন দেওয়ার দাবিও জানিয়েছি।”

স্মারকলিপি পেশ
বোরো চাষের বিদ্যুৎ সংযোগের জন্য নেওয়া সিকিউরিটি ডিপোজিট ফেরত, দ্রুত গ্রামে বিদ্যুৎ সংযোগ, মাদপুরে বিদ্যুৎ সেল চালু-সহ নানা দাবিতে সম্প্রতি খড়্গপুর বিদ্যুৎ ভবনে স্মারকলিপি দিল সারা ভারত বিদ্যুৎ গ্রাহক সমিতি। নেতৃত্ব দেন সংগঠনের জেলা সম্পাদক জগন্নাথ দাস। দাবিগুলি বিবেচনার আশ্বাস দিয়েছেন বিদ্যুৎকর্তারা।
Previous Story Medinipur Next Item



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.