টুকরো খবর

দুর্ঘটনা, অটো বন্ধ
অটোর ধাক্কায় এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিরাটি-বেলঘরিয়া রুটে অটো বন্ধ থাকল সারাদিন। পুলিশ জানায়, নিমতা শরৎ পল্লির বাসিন্দা বিশ্বনাথ সাহা (৫২) বুধবার সন্ধ্যায় বাড়ি ফিরছিলেন। এম বি রোডে অটোর ধাক্কায় রাস্তার ধারে ছিটকে পড়েন তিনি। এনআরএসে রাতে তাঁর মৃত্যু হয়। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে ওই রুটে অটো চলাচল বন্ধ করা হয়। যদিও উত্তর ২৪ পরগনা সিটু সমর্থিত অটো ইউনিয়নের সম্পাদক অসীম দত্ত বলেন, “উত্তেজনা এড়াতে আমরাই অটো বন্ধ রাখি। মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া নিয়েও আলোচনা করছি। যে অটোটি ওই ব্যক্তিকে ধাক্কা মেরে পালিয়েছিল, সেটিরও খোঁজ মিলবে।”

এটিএম-কাণ্ডে ধৃত
আলিপুরের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএমের টাকা হাতানোর ঘটনায় বুধবার রাতে আরও এক জন গ্রেফতার হয়েছে। ধৃত অলোক দেবনাথের বাড়ি কাঁকিনাড়ায়। দক্ষিণ দিনাজপুরের বংশীহারিতে সে গা-ঢাকা দিয়েছিল। তার কাছে মিলেছে প্রায় সাড়ে ৮ লক্ষ টাকা। পুলিশ জানায়, দিন কয়েক আগে ব্যাঙ্ক থেকে এটিএমে টাকা ভরতে যাওয়ার সময়ে ব্যাঙ্কের ভিতরেই ট্রাঙ্ক থেকে হাতানো হয় ৯ লক্ষ টাকা। আলিপুর থানার অতিরিক্ত ওসি কল্যাণ ভট্টাচার্য ব্যাঙ্কের সিসিটিভি-র ‘ফুটেজে’ দেখেন, টাকা ভরার সময়ে এজেন্সির কর্মী বাপি দেব সেখানে ছিল। তার সামনেই অন্য এক যুবক ট্রাঙ্কটি খুলে ওই টাকা হাতায়। পুলিশ বাপিকে আগেই গ্রেফতার করে। জেরায় বাপি জানায়, এতে অলোকও যুক্ত ছিল। সাবানে ছাঁচ তুলে তারা নকল চাবি তৈরি করে। অলোক ওই চাবিটি দিয়ে ট্রাঙ্ক খুলে টাকা নিয়ে পালায়।

গুড্ডার সঙ্গী ধৃত
তোলাবাজ গুড্ডার এক সহকারীকে অস্ত্র-সহ গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশের গুণ্ডা দমন শাখা। বুধবার রাতে, রফি আহমেদ কিদোয়াই রোড ও রয়েড স্ট্রিটের মোড়ে। বৃহস্পতিবার যুগ্ম পুলিশ কমিশনার (অপরাধ দমন) দময়ন্তী সেন জানান, মহম্মদ হবিবুল্লাহ নামে ওই দুষ্কৃতীর বাড়ি তপসিয়া রোডে (দক্ষিণ)। তার কাছে দেশি ওয়ানশটার ও কার্তুজ মিলেছে। প্রসঙ্গত, গুড্ডা এখন আলিপুর জেলে। সম্প্রতি জেলে বসেই সে দু’লক্ষ টাকা তোলা চেয়ে এন্টালির এক প্রোমোটারকে ফোনে হুমকি দেয়। ওই ঘটনায় হবিবুল্লাহের ভূমিকা খতিয়ে দেখছে পুলিশ।

গ্রেফতার ৪
এন্টালি ও উত্তর বন্দর থানা এলাকায় চুরি এবং প্রতারণার দু’টি ঘটনায় বুধবার রাতে ৪ জন গ্রেফতার হয়েছে। গোয়েন্দা পুলিশ জানায়, ৩ মে শিয়ালদহ স্টেশন চত্বরে এক মহিলার ৫০ হাজার টাকা, মোবাইল ও সোনার আংটি হাতিয়ে পালায় এক দুষ্কৃতী। এই ঘটনায় আনোয়ার ওরফে কালুয়া শেখ নামে এক দুষ্কৃতী গ্রেফতার হয়েছে। ৬ মে স্ট্র্যান্ড রোডে সিঁথির এক ব্যবসায়ীকে বড় কাজের বরাত দেওয়ার অছিলায় ডেকে তাঁর থেকে প্রায় দেড় কিলো সোনার গয়না হাতায় কয়েক জন যুবক। ওই ঘটনায় ব্যারাকপুরের গোপাল মুখোপাধ্যায়, বরাহনগরের রবি মিশ্র ও পানিহাটির আনন্দ সাহু নামে ৩ যুবক ধরা পড়ে।

দু’জনের যাবজ্জীবন
পৃথক দু’টি খুনে বৃহস্পতিবার দুই ব্যক্তির যাবজ্জীবন হল। তাদের নাম বাপি ওরফে নন্দ বেরা ও ধনেশ্বর দাস। পুলিশ জানায়, ২০০৩-এর ২৪ মে এপিসি রোডের ধারে একটি খাবারের দোকানের কর্মী বিবেক খাটুয়া খুন হন। পরের দিন স্থানীয় এক ক্লাবে ক্যারম বোর্ড চাপা দেওয়া অবস্থায় তাঁর দেহ মেলে। তদন্তে জানা যায়, সহকর্মী বিবেক বাপিকে প্রায়ই হেনস্থা করত। সেই রাগেই বিবেককে খুন করে বাপি। বৃহস্পতিবার দ্বিতীয় ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক অবনীকান্ত লাহা সাজা ঘোষণা করেন। পুলিশ জানায়, অন্য ঘটনাটিতে ২০০৯-এর ২৩ নভেম্বর মনোহর দাস কাটরায় দোকান বসানো নিয়ে গোলমালে দাদা ধনেশ্বর দাসের হাতে খুন হন নরেশ দাস। নবম ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক অমিত চট্টোপাধ্যায় ধনেশ্বরকেও যাবজ্জীবন কারাদণ্ড দেন।

মমতার দ্বারস্থ ভারতীর ছেলে
তাঁর ‘অপরাধ’, তিনি পূর্বতন বাম শাসকদের সমর্থক ছিলেন না। সেই কারণে বাম সরকারের আমলে রাজ্যের অর্থ দফতরের প্রাক্তন কর্মী ভারতী শর্মার প্রতি যে-‘অবিচার’ হয়েছে, তার প্রতিকারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ চাইলেন তাঁর ছেলে। বৃহস্পতিবার এই ব্যাপারে মুখ্যমন্ত্রীর কাছে লিখিত আবেদন করেছেন ভারতীদেবীর ছোট ছেলে আবু শর্মা। মহাকরণে মুখ্যমন্ত্রীর কার্যালয়ে জমা দেওয়া ওই আবেদনে আবুবাবু বলেছেন, ১৯ বছর তাঁর মা কর্মস্থল থেকে মাইনে ও অন্য সুযোগ-সুবিধা পাননি। এখন তিনি অসুস্থ। নতুন মুখ্যমন্ত্রীর উপরে তাঁদের পরিবারের আস্থা রয়েছে যে, এত দিন পরে ভারতীদেবী সুবিচার পাবেন। আবেদনের প্রতিলিপি অর্থমন্ত্রী অমিত মিত্র এবং মুখ্যসচিব সমর ঘোষের কার্যালয়েও জমা দেন আবুবাবু।

জেভিয়ার্সে সাহায্যের আশ্বাস মুখ্যমন্ত্রীর

সেন্ট জেভিয়ার্স কলেজের উন্নয়নে সব রকম সাহায্যের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার মহাকরণে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন ওই কলেজের অধ্যক্ষ ফেলিক্স রাজ। পরে অধ্যক্ষ বলেন, “কলেজের যে-কোনও প্রয়োজনে সাহায্যের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেন্ট জেভিয়ার্সের মান এবং সুনাম আরও বাড়ানোর পরামর্শ দিয়েছেন উনি।”

Previous Story Calcutta First Page


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.