টুকরো খবর

এমএএমসি-র জমি এ মাসেই পেতে পারে কোল ইন্ডিয়া
দুর্গাপুরের এমএএমসি কারখানার জমি এ মাসের শেষেই হাতে পাওয়ার ব্যাপারে আশাবাদী কোল ইন্ডিয়া। বৃহস্পতিবার, মহাকরণে এই কথা জানান কোল ইন্ডিয়ার চেয়ারম্যান এন সি ঝা। গত বছর এমএএমসি অধিগ্রহণ করে নেয় রাষ্ট্রায়ত্ত সংস্থা কোল ইন্ডিয়া, দামোদর ভ্যালি কর্পোরেশন (ডিভিসি) ও ভারত আর্থমুভার্স (বিইএমএল)। কিন্তু দীর্ঘদিন কারখানা বন্ধ থাকার কারণে লিজ ইত্যাদি নবীকরণ না-হওয়ায় জমি ফেরত নিয়ে নিয়েছিল রাজ্য। সেই জমি ফেরত পাওয়া নিয়ে এ দিন ঝা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন। ঝা জানান, সরকারের থেকে জমি পাওয়ার জন্যই অপেক্ষা করছেন। হাতে পেলেই এমএএমসি কারখানা চালু করার কাজ আরও দ্রুত শুরু করা যাবে। তাঁর দাবি, বন্ধ এমএএমসি কারখানা খোলার ব্যাপারে তাঁরা ইতিমধ্যেই ১০০ কোটি টাকা খরচ করে ফেলেছেন। এমএএমসি প্রসঙ্গ ছাড়াও রাজ্যে বেআইনি কয়লা খনন বন্ধ করা নিয়েও মুখ্যমন্ত্রীর সাহায্য চান ঝা। রাজ্য সরকার সেই কাজে যথাসম্ভব সাহায্য করবে বলে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন। প্রসঙ্গত, বুধবারই এমএএমসি-র জমি হাতে পাওয়ার ব্যাপারে শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন আর এক অংশীদার বিইএমএল-এর সিএমডি ভি আর এস নটরাজনন।

গ্যাস কেনা নিয়ে রাজ্য আশ্বাস দিল ‘গেল’-কে
পশ্চিমবঙ্গে দু’বছরের মধ্যে গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া (গেল) পাইপলাইন পাতা শুরু করে দিলে উৎপাদিত গ্যাসের ৩০% কিনে নেওয়ার প্রতিশ্রুতি দিল রাজ্য। উত্তরপ্রদেশের জগদীশপুর থেকে হলদিয়া পর্যন্ত ২০৫০ কিলোমিটার গ্যাস পাইপলাইন পাতার দায়িত্ব পেয়েছে ‘গেল’। পশ্চিমবঙ্গের উপর দিয়ে যাবে ৮২০ কিমি। রাজ্যে লগ্নি নিয়ে গত মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, অমিত মিত্রের সঙ্গে বৈঠক হয় ‘গেল’-এর এমডি বি সি ত্রিপাঠীর। ওই বৈঠকেই রাজ্য গ্যাস কেনার আশ্বাস দিয়েছে। তবে গ্যাস যথাযথ দামে বিক্রি করার দাবিও জানিয়েছে রাজ্য। এ দিকে হলদিয়া পেট্রোকেমের শেয়ার কেনা নিয়ে ‘গেল’-এর সঙ্গে আলোচনা হয়নি বলে রাজ্য প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

রফাসূত্র সেবি-র
রিলায়্যান্স সিকিউরিটিজের বিরুদ্ধে আনা বিধি লঙ্ঘনের অভিযোগ আপসে মেটাল সেবি। রফা অনুযায়ী, সংস্থাকে ২৫ লক্ষ টাকা দিতে হবে। আগামী ৪৫ দিনের মধ্যে নতুন গ্রাহককে নথিভুক্ত করা যাবে না। এবং ১ কোটি দিতে হবে লগ্নিকারীদের সচেতনতা বৃদ্ধির প্রশিক্ষণে।
Previous Story Business First Page



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.