মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সিনিয়র ডিভিশন ক্রিকেট প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে বিজয়ী হল বার্নপুর স্কুল অফ ক্রিকেট। আসানসোল স্টেডিয়ামের বৃহস্পতিবারের খেলায় তারা হরিপুর সিএ-কে ৫২ রানে হারায়। প্রথমে ব্যাট করে বার্নপুর স্কুল অফ ক্রিকেট নির্ধারিত ৩৫ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০০ রান করে। জবাবে হরিপুর সিএ-র ইনিংস ১৪৮ রানে শেষ হয়ে যায়। এ দিনের খেলায় বিজয়ী দলের চিন্ময় মণ্ডল সর্বোচ্চ ৪৫ রান করেন এবং ৪টি উইকেট দখল করেন। |
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত অনুপ দাস ও অজিত দলুই স্মৃতি ফুটবল প্রতিযোগিতা শুরু হবে রবিবার। গ্যামন ব্রিজ মাঠ ও ডিপিএসএ শ্রমিক মঙ্গল মাঠে প্রতিযোগিতার খেলাগুলি অনুষ্ঠিত হবে। মহকুমার মোট ১৬টি দল এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। প্রথম দিনের খেলায় গ্যামন ব্রিজ মাঠে বীরভানপুর বিধান স্পোর্টিং ক্লাব ও পলাশডিহা আদিবাসী স্পোর্টিং ক্লাব মুখোমুখি হবে বলে জানিয়েছে ক্রীড়া সংস্থা। |
কল্যাণ স্মৃতি সঙ্ঘ আয়োজিত আন্তঃকোচিং ক্যাম্প ফুটবলের ফাইনালে উঠেছে গুসকরা পুরসভা। বর্ধমানের পৌর বালক বিদ্যালয় মাঠে তারা সেমিফাইনালে ২-১ গোলে হারিয়েছে লোকো কিশলয় ক্যাম্পকে। বিজয়ী দলের সুমিত মুর্মু ও সনাতন সরেন গোল করেন। লোকোর পক্ষে ব্যবধান কমান সোলেমান খান। |
রাইপুর কাশিয়াড়া মাঠে আয়োজিত অনুর্ধ্ব ১৭ সুব্রত কাপের জোন ফাইনালে জিতল বর্ধমানের সিএমএস বাবুরবাগ। তারা সাডেন ডেথে ৭-৬ ব্যবধানে হারিয়েছে রাইপুর কাশিয়াড়া স্কুলকে। নির্ধারিত সময়ে খেলার ফল ছিল ১-১। |