টুকরো খবর |
|
লরি ও দোকান থেকে ছিনতাই
নিজস্ব সংবাদদাতা ² জামুড়িয়া |
রাস্তায় দাঁড়িয়ে থাকা দু’টি লরির চালকদের কাছ থেকে টাকা ছিনতাই করে পালাল এক দল সশস্ত্র দুষ্কৃতী। এর পরে ওই দুষ্কৃতীরা রাস্তার পাশের একটি দোকানে ঢুকে এক কর্মীকে মারধর করে দোকানের টাকাও ছিনতাই করে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে, জামুড়িয়ার নিঘার দু’নম্বর জাতীয় সড়কে। দোকানের প্রহৃত কর্মী সঞ্জীব পাল জানান, বুধবার রাত ১১টা নাগাদ তিনি দোকান বন্ধ করে দেন। দু’জন লরি চালক রাস্তার পাশে তাঁদের লরি দাঁড় করিয়ে সেখানে ঘুমোচ্ছিলেন। রাত সাড়ে ১২টা নাগাদ, ১০-১২ জন সশস্ত্র দুষ্কৃতী ওই লরি চালকদের কাছে থেকে টাকা ছিনতাই করে। তার পর ওই দুষ্কৃতীরা দোকানে ঢুকে তাঁকে মারধর করে দোকানের টাকাও লুঠ করে বলে অভিযোগ। দোকান মালিক রঞ্জিত দাস বিষয়টি নিয়ে শ্রীপুর ফাঁড়িতে অভিযোগ দায়ের করেছেন। তিনি বলেন, “ওই রাতে ঘটনাস্থলে পুলিশ এসে হোটেলের সামনে লরি দাঁড়াতে দেওয়ার জন্য সঞ্জীববাবুকেই উল্টে মারধর করেছে।” পুলিশ অবশ্য দোকানকর্মীকে মারধরের অভিযোগ অস্বীকার করেছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
|
বাড়িতে উদ্ধার যুবকের দেহ
নিজস্ব সংবাদদাতা ² আসানসোল |
বাড়ি থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার সকালে কুলটি থানার নিয়ামতপুর নিউরোডের কাছে নয়াপাড়া এলাকায় দেহটি উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম মনোজ যাদব (৩০)। পেশায় তিনি রিক্সাচালক। মৃতের শরীরে আঘাতের চিহ্ন আছে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, খুন করা হয়েছে এই যুবককে। দেহটি আসানসোল মহকুমা হাসপাতালে ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে বাসিন্দারা দেখেন, নিজের ঘরের মেঝেতে পড়ে রয়েছে মনোজবাবুর দেহ। ওই ব্যাক্তি নিজের বাবা, মা ও ভাই এর সঙ্গে বসবাস করতেন। কিন্তু এ দিন সকালে পরিবারের কাউকেই বাড়িতে পাওয়া যায়নি। প্রতিবেশীরাই পুলিশে খবর দেন। বাসিন্দারা পুলিশকে জানিয়েছেন, মনোজবাবুর পরিবারে মাঝেমধ্যেই বচসা হত। বুধবার রাতেও তাঁরা ঝগড়ার আওয়াজ শোনা গিয়েছিল বলে জানিয়েছেন পড়শিরা।
|
সিপিএম পঞ্চায়েত সদস্যের পদত্যাগ
নিজস্ব সংবাদদাতা ² কাঁকসা |
আমলাজোড়া গ্রাম পঞ্চায়েতের মানিকাড়া গ্রামের এক সিপিএম পঞ্চায়েত সদস্য বৃহস্পতিবার পদত্যাগ পত্র জমা দিয়েছেন কাঁকসার বিডিও অফিসে। পঞ্চায়েতের কাজকর্মে বিশেষ গুরুত্ব না পাওয়ার জন্যই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন শশাঙ্ক খাঁ নামে ওই সদস্য। সিপিএম পরিচালিত ওই পঞ্চায়েত প্রধান বিপদতারণ পাত্রর সঙ্গে যোগাযোগ করা যায়নি। তবে সম্প্রতি বোরো ধানের বীজ বিলিকে কেন্দ্র করে ওই পঞ্চায়েতে বিতর্কের সৃষ্টি হয় স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, সাড়ে চারশো বস্তা বীজ এসেছিল। কিন্তু তা প্রকৃত চাষিদের হাতে পৌঁছায়নি। মাঝ পথেই গায়েব হয়ে গিয়েছে। এই ঘটনার প্রতিবাদে গত সোমবার প্রধানকে কয়েক ঘণ্টা ঘেরাও করে রাখেন বাসিন্দারা। পরে ঘটনার তদন্তের আশ্বাস দিলে ছাড়া পান প্রধান। এ দিন এক পঞ্চায়েত সদস্য ইস্তফাপত্র দেওয়ায় গ্রামবাসীদের অভিযোগের সত্যতা প্রমাণিত হল বলে দাবি করেছে তৃণমূল। তবে সিপিএমের অভিযোগ, লাগাতার চাপ সৃষ্টি করে ওই পঞ্চায়েত সদস্যকে ইস্তফা দিতে বাধ্য করেছে তৃণমূল।
|
পানাগড়ে রাস্তা ফাঁকা করলেন হকারেরা
নিজস্ব সংবাদদাতা ² কাঁকসা |
পানাগড় বাজারে জাতীয় সড়কের দুপাশে বৃহস্পতিবার সকালে হকার ও দোকান মালিকেরা তাঁদের মালপত্র সরিয়ে নিতে শুরু করেন। সম্প্রতি মুখ্যমন্ত্রীর নির্দেশে জাতীয় সড়কের ওই অংশ যানজটমুক্ত করতে রাস্তার দু’পাশে ১০ ফুট পর্যন্ত ফাঁকা করা ও ৫ ফুট করে পাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে রাস্তা দখল করে থাকা ব্যবসায়ী ও হকারদের মালপত্র সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এ দিন সকাল থেকে পানাগড়ের হকার ও ব্যবসায়ীরা নিজেরাই রাস্তা ফাঁকা করার কাজে নেমে পড়েন। তাঁরা জানান, বৃহত্তর স্বার্থে প্রশাসনের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতেই এমন উদ্যোগ।
|
গুদামে লুঠপাট
নিজস্ব সংবাদদাতা ² আসানসোল |
একটি বেসরকারি নির্মাণ সংস্থার কার্যালয় ও গুদামের তালা ভেঙে ব্যাপক লুঠপাট চালিয়েছে দুষ্কৃতীরা। আসানসোল উত্তর থানার স্যাটেলাইট টাউনসিপ প্রোজেক্ট এলাকায় এই ঘটনা ঘটে। সংস্থার আধিকারিক জয়প্রকাশ নারায়ণ সিংহ পুলিশকে জানান, বৃহস্পতিবার কার্যালয়ে গিয়ে তাঁরা দেখেন তালা ভাঙা, দরজা হাট করে খোলা। বেশ কয়েক লক্ষ টাকার সামগ্রী চুরি হয়েছে বলে তাঁর অভিযোগ। আসানসোল উত্তর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে।
|
লোহা ‘পাচার’, লরি আটক জামুড়িয়ায়
নিজস্ব সংবাদদাতা ² জামুড়িয়া |
লোহা পাচারের অভিযোগে একটি লরি আটকে পুলিশের হাতে তুলে দিল তৃণমূল যুব কংগ্রেসের জামুড়িয়া-২ কমিটির নেতৃত্বে দলীয় সমর্থকেরা। ঘটনাটি ঘটেছে জামুড়িয়ার নিউ কেন্দা মোড়ে, ৬০ নম্বর জাতীয় সড়কে। এ দিন ভোর সাড়ে ৫টা নাগাদ হরিপুর থেকে রানিগঞ্জগামী একটি লোহা ভর্তি একটি লরিকে আটকান তাঁরা। যুব তৃণমূলের জামুড়িয়া-২ ব্লক সভাপতি গোপীনাথ পাত্রের দাবি, “হরিপুরে রমরমিয়ে লোহার অবৈধ কারবার চলছে। পুলিশকে অবিলম্বে এই কারবার বন্ধ করতে হবে।” তিনি জানান, তাঁরা এ নিয়ে কেন্দা ফাঁড়িতে অভিযোগ করেছেন। পুলিশ জানায়, লরির চালককে আটক করা হয়েছে।
|
দুর্গাপুরে সভা |
অন্ডালে বিমাননগরী প্রকল্পের কাজে জমির সমস্যা মেটাতে বৃহস্পতিবার দুর্গাপুরের মহকুমাশাসকের দফতরে একটি সর্বদলীয় সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। কংগ্রেস নেতা বংশীবদন কর্মকার বলেন, “ব্লক পর্যায়ের কমিটি সমস্ত দিক খতিয়ে দেখে রিপোর্ট দেবে। সেই রিপোর্টের ভিত্তিতে দ্রুত পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে এই সভায় সিদ্ধান্ত হয়েছে।”
|
বিক্ষোভ |
প্রধান শিক্ষকের পদে শিক্ষক নিয়োগ-সহ একগুচ্ছ দাবিতে রানিগঞ্জের মাড়োয়ারি সনাতন বিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। ভারপ্রাপ্ত শিক্ষকের হাতে একটি দাবিপত্রও তুলে দেওয়া হয়। বিক্ষোভকারীদের পক্ষে দিব্যেন্দু ভকত জানান, দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের পদ খালি, উচ্চ মাধ্যমিকে ভর্তির ক্ষেত্রেও অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে। ভারপ্রাপ্ত শিক্ষক রামনরেশ মিশ্র জানান, দাবিপত্রটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে। |
|