এক রোগীর মৃত্যুতে গাফিলতির অভিযোগ তুলে মঙ্গলবার রানিগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালায় রোগীর পরিবারের লোকজন। তবে মঙ্গলবার রাত পর্যন্ত পুলিশে কোনও অভিযোগ হয়নি। মৃতের আত্মীয়দের অভিযোগ, দুপুর ১টা নাগাদ নিউ এগারার বাসিন্দা কাশীচন্দ্র মণ্ডলকে (৪০) হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। কিন্তু চিকিৎসকের নির্দেশে যে পরিমাণ স্যালাইন তাঁকে দেওয়ার কথা ছিল, তা দেওয়া হয়নি। ওষুধের দোকানের সঙ্গে হাসপাতালের চিকিৎসক ও কর্মীদের একাংশের যোগাযোগের অভিযোগও ওঠে। হাসপাতালে ভাঙচুরের পাশাপাশি ওষুধের দোকানটিতেও চড়াও হন মৃতের আত্মীয় এবং স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিন্তু কেউ তাদের কাছে অভিযোগ দায়ের করেনি। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করা যায়নি।
|
মুখ্যমন্ত্রী ও তৃণমূল বিধায়কেরা যখন নিজেদের এলাকার স্বাস্থ্যকেন্দ্রগুলি পরিদর্শন করছেন তখন তাঁরাও যে চুপচাপ বসে নেই তা বুঝিয়ে দিলেন বাম শরিক আরএসপি’র বিধায়ক কুমারী কুজুর। মঙ্গলবার সকাল ১০টা নাগাদ মাদারিহাটের বিধায়ক বীরপাড়া হাসপাতালের হাল খতিয়ে দেখেন। বিধায়ককে হাসপাতালের বেহাল পরিকাঠামো, প্রয়োজনীয় চিকিৎসকের অভাবের কথা জানিয়ে দেন সুপার জয়দেব বর্মন। সুপার বিধায়ককে জানান, ওটি থাকলেও হাসপাতালে সার্জেন নেই। অর্থোপেডিক, চিকিৎসক এবং প্যাথোলজিস্ট নেই। এক স্ত্রীরোগ বিশেষজ্ঞ দরকার। চোখের বিশেষজ্ঞ নেই। যন্ত্রপাতি না-থাকায় নবজাতক শিশুরা অসুস্থ হয়ে পড়ল জলপাইগুড়িতে পাঠাতে হয়। |
খড়্গপুরের নিমপুরায় ক্যারেজ অ্যান্ড ওয়াগন শপে রবিবার রক্তদান শিবির করল দক্ষিণ-পূর্ব রেলের মেন্স কংগ্রেসের ওপেন লাইন-১ শাখা। শিবিরের উদ্বোধন করেন ডিআরএম রাজীবকুমার কুলশ্রেষ্ঠ। ৫৫ জন রক্তদান করেন। শিবিরে উচ্চ মাধ্যমিকে কৃতী মুকুল ভট্টাচার্যকে সংবর্ধনা দেওয়া হয়। ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। ক্যারেজ অ্যান্ড ওয়াগন শপের কর্মী ও তাঁদের পরিজনেরা অনুষ্ঠানে যোগ দেন। |