ইঞ্জিনিয়ারিং ছাত্র মনোজিৎ রায়ের মৃত্যু নিয়ে খোঁজ নিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব এবং ক্রীড়া মন্ত্রী মদন মিত্র। মঙ্গলবার দুই মন্ত্রী জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজে যান। অধ্যক্ষের সঙ্গে কথা বলেন। ছাত্রদের মাদক নেওয়ার প্রবণতা বন্ধ করা নিয়েও আলোচনা হয়। পুলিশ ছাড়াও কলেজ কর্তৃপক্ষও ছাত্রমৃত্যুর তদন্তে নেমেছে। হস্টেলে কী ভাবে মাদক ঢুকছে তা খতিয়ে দেখতে পৃথক তদন্ত হচ্ছে। আজ, বুধবার তদন্ত রিপোর্ট কলেজ কর্তৃপক্ষের কাছে জমা পড়বে। পুলিশ সুপার আনন্দ কুমার বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানে কী ভাবে মাদক পৌঁছয় তার মূল খুঁজে বের করার কাজ চলছে।”
|
৩টি গাড়ি-সহ এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার প্রধাননগর থানার জংশন ও দার্জিলিং মোড় থেকে ওই গাড়ি দুটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, আটক গাড়িগুলি বিলাসবহুল। তার মধ্যে ২টি চোরাই। অন্য গাড়ির মালিকের খোঁজ চলছে। চোরাই গাড়ি দুটি উত্তরপ্রদেশের নয়ডা এলাকা থেকে চুরি করা হয় বলে সন্দেহ। শিলিগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার গৌরব শর্মা বলেন, “একজনকে ধরা হয়েছে।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই গাড়িগুলি চুরির পর শিলিগুড়িতে নিয়ে আসা হয়। এখান থেকে অসমে পাচার করার ছক ছিল দুষ্কৃতীদের। তার আগেই পুলিশ অভিযান চালিয়ে সেগুলি আটক করে। মাস দেড়েক আগে শিলিগুড়ি থানার পুলিশ একটি গাড়ি পাচার চক্রের ২ পাণ্ডাকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে বেশ কয়েকটি চোরাই গাড়ি উদ্ধার করা হয়। যেগুলি দিল্লি থেকে চুরি করে শিলিগুড়িতে আনা হয়। সেই গাড়িগুলিও অসমে পাচার করার পরিকল্পনা ছিল বলে দাবি পুলিশের।
|
অগ্নিদগ্ধ এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার হাসপাতালে তাঁর মৃত্যু হয়। আমবাড়ি ফাঁড়ির বিন্নাগুড়ি অঞ্চলের সাহেবপাড়ায় ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, মৃতার নাম মমতা মণ্ডল (৩৯)। পারিবারিক অশান্তিতে ২ জুন তিনি শ্বশুরবাড়িতে গায়ে আগুন দেন। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হলে এ দিন তাঁর মৃত্যু হয়। তাঁর স্বামী মুকুল মণ্ডলও আগুনে ঝলসে গিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।
|
জলপাইগুড়ি জেলাক্রীড়া সংস্থা পরিচালিত নক আউট ফুটবল প্রতিযোগিতার সেমিফাইনালে উঠল জেওয়াইএমএ। মঙ্গলবার কোয়ার্টার ফাইনালে তারা ৪-০ গোলে আরওয়াইএ’কে হারিয়েছে। ৯ জুন তারা সেমি ফাইনালে মুখোমুখি হবে কোচবিহার এনবিএসটি রিক্রিয়েশন ক্লাবের।
|
জেলার বিভিন্ন স্কুলে পরিকাঠামোর ঘাটতি রয়েছে। কোথাও শিক্ষকের অভাব, স্কুলের ভবন, পর্যাপ্ত বসার জায়গা নেই। প্রাথমিককে মাধ্যমিক স্তরে উন্নীত করা হচ্ছে না। এ জন্য স্মারকলিপি দিল পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির দার্জিলিং জেলা কমিটি।
|
উচ্চ মাধ্যমিকে ফেল করে কীটনাশক খেয়ে আত্মহত্যা করলেন এক ছাত্র। সোমবার গভীর রাতে জলপাইগুড়ি সদর হাসপাতালে ওই ছাত্রের মৃত্যু হয়। বিশ্বজিৎ দাস (১৬) ফালাকাটা যাদবপল্লি হাই স্কুলের কলা বিভাগের ছাত্র ছিলেন। তাঁর বাড়ি এলাকার চুয়াখোলা গ্রামে। এ বার তিনি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন। ফেল করার খবরে শনিবার কীটনাশক খান। তাঁকে হাসপাতালেও ভর্তি করা হয়।
|
সাপ্তাহিক ছুটির দিনে দোকান খোলা রাখায় ১২ দোকানের বিরুদ্ধে ব্যবস্থা নেবে শ্রম দফতর। আলিপুরদুয়ারের সহকারী শ্রম আধিকারিক সুমন্ত শেখর রায় জানান, মঙ্গলবার ছুটি। অথচ বড়বাজার এলাকায় বেশ কিছু দোকান খোলা। কর্মচারী সমিতির তরফে অভিযোগ আসার পর তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
|
প্রয়াত সিপিএম কর্মীর স্মৃতির উদ্দেশ্যে তৈরি শহিদ বেদি ভেঙে দেওয়ায় উত্তেজনা সৃষ্টি হল বাগডোগরায়। সোমবার রাতে দুষ্কৃতীরা ওই বেদি ভেঙে দেয়। মঙ্গলবার তা নজরে পড়তেই সিপিএম কর্মী মহলে ক্ষোভ সৃষ্টি হয়। কংগ্রেস ও তৃণমূল মদতপুষ্ট দুষ্কৃতীরা ওই ঘটনায় যুক্ত নালিশ করে সিপিএম কর্মীরা সকালে স্টেশন মোড়ে আধ ঘণ্টা ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। |