ক্ষমতায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর দফতরের অফিসারদের দফায় দফায় বদলি করেন। শপথের ১৮ দিন পরে, মঙ্গলবার নিজের কার্যালয়ের ৩৬ জন কর্মচারীকে বদলি করলেন তিনি। মহাকরণ সূত্রের খবর, রাজ্যে এর আগে কখনওই কোনও দফতরে একযোগে এত কর্মচারী বদলি হয়নি। লোয়ার ডিভিশন বা নিম্নবর্গীয় করণিক থেকে সহকারী সচিব পদমর্যাদার ব্যক্তিদের বদলির নির্দেশ বেরিয়েছে। তাঁদের স্বরাষ্ট্র (রাজনৈতিক), বন, পরিবেশ, আইন-সহ বিভিন্ন দফতরে বদলি করা হয়েছে। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর কার্যালয়ে ৫৮ জন কর্মচারী ছিলেন।
মুখ্যমন্ত্রীর কার্যালয়ের আয়তন ও কর্মপরিধি বাড়ানো হয়েছে। আইএএস এবং ডব্লিউবিসিএস অফিসার মিলিয়ে অন্তত ১০ জনকে নিযুক্ত করা হয়েছে ওই কার্যালয়ে। তাঁদের বেশির ভাগই ‘অফিসার অন স্পেশ্যাল ডিউটি’ বা ওএসডি-পদে এসেছেন। মুখ্যমন্ত্রীর হাতেই স্বরাষ্ট্র, স্বাস্থ্য, বিদ্যুৎ-সহ ১০টি দফতর। ওই অফিসারদের মধ্যে সেই দফতরের দায়িত্ব বণ্টন করে পরস্পরের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে কাজের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
|
বিধানসভার বাজেট অধিবেশনে রণকৌশলের রূপরেখা ঠিক করতে কাল, বৃহস্পতিবার বৈঠক বসছে বামফ্রন্টের। বিধানসভার অধিবেশনের আগে ফ্রন্ট নেতৃত্ব রাজনৈতিক ভাবে আলোচনা করে নেবেন বলে ইতিমধ্যেই ঠিক হয়েছে। বাজেট অধিবেশন উপলক্ষে আগামী ১৪ জুন বিধানসভায় যে সর্বদল বৈঠক ডাকা হয়েছে, তা নিয়েও কথা হতে পারে ফ্রন্ট বৈঠকে। তৃণমূলের ‘সন্ত্রাসে’র প্রতিবাদে জেলায় জেলায় বামফ্রন্টের ডেপুটেশন দেওয়া, ২৫ জুন জরুরি অবস্থা ঘোষণার বার্ষিকী হিসাবে কর্মসূচি পালন, ৩০ জুন ‘হুল দিবস’ পালন এই রকম একগুচ্ছ কর্মসূচি নেওয়া হয়েছিল সিপিএমের রাজ্য কমিটির বৈঠকে। সেই কর্মসূচি নিয়েও শরিক নেতৃত্বের সঙ্গে সিপিএম নেতৃত্ব আলোচনা করতে পারেন বলে ফ্রন্ট সূত্রের খবর।
|
গত বছরের থেকে এ বার পশ্চিমবঙ্গ বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ সংসদের দ্বাদশ শ্রেণির পরীক্ষায় পাশের হার সামান্য কমে গিয়েছে। গত বছর পাশের হার ছিল ৭৫.৮৪%। এ বার ৭৫.২৯%। মঙ্গলবার সংসদের ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি, এগ্রিকালচার, বিজনেস অ্যান্ড কমার্স এবং হোম সায়েন্স এই চারটি বিভাগের ফল বেরিয়েছে।
|
ক্ষমতায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর দফতরের অফিসারদের দফায় দফায় বদলি করেন। শপথের ১৮ দিন পরে, মঙ্গলবার নিজের কার্যালয়ের ৩৬ জন কর্মচারীকে বদলি করলেন তিনি। মহাকরণ সূত্রের খবর, রাজ্যে এর আগে কখনওই কোনও দফতরে একযোগে এত কর্মচারী বদলি হয়নি। লোয়ার ডিভিশন বা নিম্নবর্গীয় করণিক থেকে সহকারী সচিব পদমর্যাদার ব্যক্তিদের বদলির নির্দেশ বেরিয়েছে। তাঁদের স্বরাষ্ট্র (রাজনৈতিক), বন, পরিবেশ, আইন-সহ বিভিন্ন দফতরে বদলি করা হয়েছে। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর কার্যালয়ে ৫৮ জন কর্মচারী ছিলেন। মুখ্যমন্ত্রীর কার্যালয়ের আয়তন ও কর্মপরিধি বাড়ানো হয়েছে। আইএএস এবং ডব্লিউবিসিএস অফিসার মিলিয়ে অন্তত ১০ জনকে নিযুক্ত করা হয়েছে ওই কার্যালয়ে। তাঁদের বেশির ভাগই ‘অফিসার অন স্পেশ্যাল ডিউটি’ বা ওএসডি-পদে এসেছেন। মুখ্যমন্ত্রীর হাতেই স্বরাষ্ট্র, স্বাস্থ্য, বিদ্যুৎ-সহ ১০টি দফতর। ওই অফিসারদের মধ্যে সেই দফতরের দায়িত্ব বণ্টন করে পরস্পরের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে কাজের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
|
বিধানসভার বাজেট অধিবেশনে রণকৌশলের রূপরেখা ঠিক করতে কাল, বৃহস্পতিবার বৈঠক বসছে বামফ্রন্টের। বিধানসভার অধিবেশনের আগে ফ্রন্ট নেতৃত্ব রাজনৈতিক ভাবে আলোচনা করে নেবেন বলে ইতিমধ্যেই ঠিক হয়েছে। বাজেট অধিবেশন উপলক্ষে আগামী ১৪ জুন বিধানসভায় যে সর্বদল বৈঠক ডাকা হয়েছে, তা নিয়েও কথা হতে পারে ফ্রন্ট বৈঠকে। তৃণমূলের ‘সন্ত্রাসে’র প্রতিবাদে জেলায় জেলায় বামফ্রন্টের ডেপুটেশন দেওয়া, ২৫ জুন জরুরি অবস্থা ঘোষণার বার্ষিকী হিসাবে কর্মসূচি পালন, ৩০ জুন ‘হুল দিবস’ পালন এই রকম একগুচ্ছ কর্মসূচি নেওয়া হয়েছিল সিপিএমের রাজ্য কমিটির বৈঠকে। সেই কর্মসূচি নিয়েও শরিক নেতৃত্বের সঙ্গে সিপিএম নেতৃত্ব আলোচনা করতে পারেন বলে ফ্রন্ট সূত্রের খবর।
|
গত বছরের থেকে এ বার পশ্চিমবঙ্গ বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ সংসদের দ্বাদশ শ্রেণির পরীক্ষায় পাশের হার সামান্য কমে গিয়েছে। গত বছর পাশের হার ছিল ৭৫.৮৪%। এ বার ৭৫.২৯%। মঙ্গলবার সংসদের ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি, এগ্রিকালচার, বিজনেস অ্যান্ড কমার্স এবং হোম সায়েন্স এই চারটি বিভাগের ফল বেরিয়েছে।
|
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জনসংযোগ বাড়াতে প্রতিটি জেলায় নাগরিক কমিটি গড়বে রাজ্য পুলিশ। মঙ্গলবার আলিপুরে পুলিশের পক্ষ থেকে ১৮টি জেলার মাধ্যমিকের কৃতী ছাত্রছাত্রীদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে রাজ্য পুলিশের ডিজি নপরাজিত মুখোপাধ্যায় বলেন, “মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী প্রতিটি জেলায় সমাজের সব শ্রেণির প্রতিষ্ঠিত ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করা হচ্ছে।” দক্ষিণ ২৪ পরগনায় কমিটি গঠন হয়ে গিয়েছে। রাজ্য পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই কমিটি মাসে এক বার জেলা পুলিশের কর্তাদের সঙ্গে বৈঠক করবে। |