টুকরো খবর

মাটি খুঁড়ে বধূর দেহ উদ্ধার
বলরামপুর ব্লকের অযোধ্যা পাহাড়ের কলাবেড়া গ্রাম থেকে সোমবার বিকেলে মাটি খুঁড়ে এক মহিলার পচাগলা দেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতার নাম কালোমণি পাহাড়িয়া (৩৫)। তিনি ওই গ্রামের বাসিন্দা। বাঘমুণ্ডির জিলিংফেরেং গ্রামের বাসিন্দা ওই কালোমণি পাহাড়িয়ার বিয়ে হয়েছিল কলাবেড়ার কালীপদ পাহাড়িয়ার। তাঁর মেয়েকে পাওয়া যাচ্ছে না বলে ২ জুন ওই বধূর মা বিমলাদেবী বলরামপুর থানায় নিখোঁজ ডায়েরি করেছিলেন। গত রবিবার সন্ধ্যায় থানায় ফের অভিযোগ করেন, তাঁর মেয়ে মারা গিয়েছে। গ্রামে দেহ পুঁতে দেওয়া হয়েছে। অভিযোগ পেয়ে বিডিও গোবিন্দ ভট্টাচার্য পুলিশ নিয়ে সোমবার গ্রামে যান। বিডিও বলেন, “আমরা গ্রামে গিয়ে মাটি খুঁড়ে দেহ উদ্ধার করেছি। ওই বধূর মা জামাইয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।” পুলিশ জানায়, জামাইয়ের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা ও প্রমাণ লোপের চেষ্টার অভিযোগ করেছেন বিমলাদেবী। অভিযুক্ত পলাতক।

শিবির করে এল সাফল্য
টিউশনি পড়ার মতো আর্থিক সঙ্গতি নেই, এমন বিপিএল তালিকাভুক্ত দুঃস্থ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে সাফল্য পেল বিষ্ণুপুর ব্লকের রাধানগর গ্রামের স্বেচ্ছাসেবী সংস্থা। পরীক্ষা শুরুর আগে ওই গ্রামের তিনজন প্রাক্তন শিক্ষককে দিয়ে দু’টি কর্মশালা বা প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছিল সংস্থাটি। যোগ দেয় এলাকার ৩০ জন ছাত্রী। ‘ফ্রিড’ নামে ওই সংস্থার কো-অর্ডিনেটর কাজল শর্মা জানান, “এই ৩০ জনের মধ্যে ২৮ জন উত্তীর্ণ। এদের মধ্যে ৩৬৮ নম্বর পেয়েছেন আগমনী দে। তাঁর বাবা প্রদীপ দে সামান্য দর্জির দোকান চালিয়ে খুব কষ্টে সংসার চালান।” সংস্থাটি কলকাতায় আগমনীর উচ্চশিক্ষার ব্যবস্থা করবে বলে জানিয়েছেন তিনি।

বেনিয়মের অভিযোগ
কলেজে অবৈধভাবে কর্মী নিয়োগের অভিযোগ তুলে মঙ্গলবার বান্দোয়ানের বিডিও’র দ্বারস্থ হলেন স্থানীয় তৃণমূল কংগ্রেসের সমর্থক ও বাসিন্দারা। অভিযোগ, নির্বাচনের আগে অবৈধভাবে বান্দোয়ান ডিগ্রি কলেজের জন্য সাতজন কর্মীর নিয়োগের পরীক্ষা নেওয়া হয়। এ দিন বিকেলে এর প্রতিবাদে বান্দোয়ানে মিছিলও করেন বাসিন্দাদের একাংশ। তৃণমূলের জেলা কমিটির সদস্য স্বপন দত্ত বলেন, “কর্মী নিয়োগের পদ্ধতি ও নিয়মে ত্রুটি রয়েছে বলে বিডিওকে আমরা অভিযোগ জানিয়েছি।” বিডিও দেবাশিস চৌধুরী বলেন, “কলেজ প্রশাসনে বিডিও সরাসরি হস্তক্ষেপ করতে পারে না।” চেষ্টা করেও কলেজের টিচার ইন চার্জ সুভাষ মাহান্তির সঙ্গে যোগাযোগ করা যায়নি।

জলে ডুবে মৃত্যু
পুকুরে চান করতে গিয়ে ডুবে মৃত্যু হল এক কিশোরের। পুলিশ জানায়, মৃতের নাম সনাতন বাউরি (১৫)। বাড়ি পুরুলিয়ার টিকিয়াপাড়ায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুরে ওই কিশোর স্থানীয় একটি পুকুরে স্নান করতে গিয়ে না ফেরায় বাড়ির লোকের সন্দেহ হয়। ঘাটে সনাতনের গামছা ও সাবান মেলে। সোমবার রাতে পুকুরে জাল ফেলে সনাতনের দেহ উদ্ধার হয়।

বিক্ষোভ
একাধিক অভিযোগে মঙ্গলবার বোরোর বারি গ্রাম পঞ্চায়েতে স্মারকলিপি দিল তৃণমূল। এ দিন গ্রাম পঞ্চায়েত ও অফিস চত্বরে অবস্থান-বিক্ষোভও দেখান স্থানীয় বাসিন্দাদের একাংশ। অভিযোগ, বারি গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ বিরোধী সংসদ এলাকার কোনও উন্নয়ন করেননি। পঞ্চায়েত পরিচালনায় পক্ষপাতিত্ব করেছেন। দলবাজি হয়েছে। বারি জাগদা গ্রাম পঞ্চায়েতের প্রধান সিপিএমের আকাল শবর বলেন, “দলবাজির অভিযোগ ঠিক নয়। সবাইকে নিয়ে উন্নয়ন করা হবে।”
Previous Story Purulia Next Story



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.