|
|
|
|
হাতির হানা |
 |
ছবি ও তথ্য রাজু সাহা। |
বক্সা ব্যাঘ্র প্রকল্প লাগোয়া গ্রামগুলিতে বুনো হাতির হানা চলছেই। সোমবার রাতে বুনো হাতির একটি দল ব্যাপক হামলা চালিয়ে ৮টি বাড়ি ভেঙে ঘরে
মজুত করা ফসল খেয়েছে। বুনোর দল নষ্ট করেছে অন্তত চার বিঘা জমির ধান। ডুয়ার্সের সাউথ রায়ডাক রেঞ্জের নারারথলি সোনাডোবা গ্রামে ঘটনাটি
ঘটেছে। সোনাডোবা অঙ্গনওয়ারি কেন্দ্রের ব্যাপক ক্ষতি করেছে বুনোর দলটি। বন দফতর সূত্রে জানা গিয়েছে, এদিন রাত দেড়টা নাগাদ ৭টি বুনো হাতি সোনাডোবা গ্রামে ঢুকে পড়ে। ৪টি হাতি ধানের খেতে গিয়ে ধান খেতে শুরু করে দেয়। বাকি ৩টি হাতি বসতি এলাকায় ঢুকে আনোয়ার মিঁয়া, সুব্রত মোচারি, সুবল নার্জিনারি এবং রিসেল বড়গাঁও-সহ ৮ বাসিন্দার ঘর ভাঙে। ঘরে মজুত করা ধান গম খেয়ে নেয়। মশাল জ্বালিয়ে, পটকা ফাটিয়ে ভোর ৪টা নাগাদ
হাতি দলগুলিকে জঙ্গলে ফেরানো হয়। সাউথ রায়ডাক রেঞ্জের অফিসার উৎপল দত্ত বলেন, “হাতির হানা ঠেকাতে রাতেও টহলদারি চলছে।
ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে দ্রুত উদ্যোগ নেওয়া হবে। |
|
|
 |
|
|