টুকরো খবর

আজ ফের সিটি স্ক্যান
রুদ্রনীলের অবস্থা স্থিতিশীল
অভিনেতা রুদ্রনীল ঘোষের শারীরিক অবস্থা সঙ্কটজনক হলেও স্থিতিশীল বলে মঙ্গলবার হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। সিটি স্ক্যানের রিপোর্ট অনুযায়ী তাঁর মস্তিষ্কের সামনের দিকের একটি অংশ থেঁতলে গিয়েছে। সার্ভাইক্যাল ভার্টিব্রার নীচের দিকের একটি অংশে চিড়ও ধরেছে। এ দিনও তাঁকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটেই রাখা হয়েছে। তিনি যে-বেসরকারি হাসপাতালে আছেন, সেখানকার ডেপুটি সুপার সুমন ঘোষ জানান, রুদ্রনীলের সংজ্ঞা রয়েছে। এ দিন অল্পস্বল্প কথাও বলেছেন তিনি। মুখে জলও খেয়েছেন। আজ, বুধবার ফের তাঁর সিটি স্ক্যান হবে। গল্ফ গ্রিনে সোমবার রাতে এক রেস্তোরাঁর সামনে নিজের গাড়িতে ওঠার সময় অন্য একটি গাড়ি রুদ্রনীলকে সজোরে ধাক্কা মারে। রাস্তায় ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। নাক ও মুখ থেকে ক্রমাগত রক্ত বেরোতে থাকে। তাঁকে দক্ষিণ কলকাতার ওই হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তাঁর মাথার ক্ষতস্থানে বেশ কয়েকটি সেলাই করতে হয়।

রবীন্দ্র-সার্ধশতবর্ষ উদ্যাপন
ছবি: অশোক মজুমদার
রবীন্দ্রনাথের সার্ধশতবর্ষ উদ্যাপন কমিটির প্রথম বৈঠক হল মঙ্গলবার। মহাকরণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই বৈঠকের পরে কমিটির সভাপতি শাঁওলী মিত্র বলেন, “বেশ কিছু জায়গায় গিয়ে শুনেছি, সেখানকার স্কুলে ‘সহজ পাঠ’ পড়ানো হয় না। মুখ্যমন্ত্রীকে বলেছি, ‘সহজ পাঠ’কে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করা হোক। তবে এ ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।” মংপুতে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িটির অত্যন্ত ভগ্নদশা। সেটি সংরক্ষণ করার চেষ্টা করা হবে বলেও জানিয়েছেন তিনি। এর পাশাপাশি, রাজ্যে আন্তর্জাতিক মানের রবীন্দ্র-গবেষণাগার তৈরির প্রস্তাবও পাশ হয়েছে।

পড়ে মৃত্যু শ্রমিকের

নির্মীয়মাণ বহুতল থেকে পড়ে মৃত্যু হল এক শ্রমিকের। মঙ্গলবার, গিরিশচন্দ্র বসু রোডে। ঝাড়খণ্ডের বাসিন্দা মৃত মহম্মদ ইসলাম (৪০) ঠিকাদারের অধীনে কাজ করতেন। থাকতেন এন্টালিতে। পুলিশ জানায়, চারতলার কার্নিশ থেকে পড়ে যান ওই শ্রমিক। এনআরএসে চিকিৎসার আগেই মৃত্যু হয় তাঁর। পুলিশ জানায়, প্রোমোটার কুয়েদ মনসুরওয়ালার বিরুদ্ধে নির্মাণ-শ্রমিকের নিরাপত্তার ব্যবস্থা না করার অভিযোগে মামলা রুজু হয়েছে।

‘প্রতারণা’, সাসপেন্ড

প্রতারণার অভিযোগে সাসপেন্ড হলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক কর্মী। রেজিস্ট্রার প্রদীপ ঘোষ জানান, ওই কর্মীর নাম চিত্তরঞ্জন ঘড়ুই। আরও এক জনকে শো-কজ করা হয়েছে। অভিযোগ, বিশ্ববিদ্যালয়ে চাকরি দেওয়ার নামে টাকা নিয়েছেন চিত্তরঞ্জন। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, এই ঘটনায় আরও কয়েক জন জড়িত থাকতে পারেন। যাদবপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে।

ট্যাক্সির ধাক্কায় জখম ট্রাফিক পুলিশ

হাওড়া স্টেশনের সামনে মঙ্গলবার রাতে ট্যাক্সির ধাক্কায় এক ট্রাফিক পুলিশকর্মী গুরুতর আহত হয়েছেন। পুলিশ জানায়, তাঁর নাম কাঞ্চন দাস। স্টেশনের দিক থেকে আসা একটি ট্যাক্সি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে ধাক্কা মারে। কাঞ্চনবাবুকে হাওড়া হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Previous Story Calcutta First Page


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.