রবীন্দ্রনাথের সার্ধশতবর্ষ উদ্যাপন কমিটির প্রথম বৈঠক হল মঙ্গলবার। মহাকরণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই বৈঠকের পরে কমিটির সভাপতি শাঁওলী মিত্র বলেন, “বেশ কিছু জায়গায় গিয়ে শুনেছি, সেখানকার স্কুলে ‘সহজ পাঠ’ পড়ানো হয় না। মুখ্যমন্ত্রীকে বলেছি, ‘সহজ পাঠ’কে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করা হোক। তবে এ ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।” মংপুতে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িটির অত্যন্ত ভগ্নদশা। সেটি সংরক্ষণ করার চেষ্টা করা হবে বলেও জানিয়েছেন তিনি। এর পাশাপাশি, রাজ্যে আন্তর্জাতিক মানের রবীন্দ্র-গবেষণাগার তৈরির প্রস্তাবও পাশ হয়েছে।
|
নির্মীয়মাণ বহুতল থেকে পড়ে মৃত্যু হল এক শ্রমিকের। মঙ্গলবার, গিরিশচন্দ্র বসু রোডে। ঝাড়খণ্ডের বাসিন্দা মৃত মহম্মদ ইসলাম (৪০) ঠিকাদারের অধীনে কাজ করতেন। থাকতেন এন্টালিতে। পুলিশ জানায়, চারতলার কার্নিশ থেকে পড়ে যান ওই শ্রমিক। এনআরএসে চিকিৎসার আগেই মৃত্যু হয় তাঁর। পুলিশ জানায়, প্রোমোটার কুয়েদ মনসুরওয়ালার বিরুদ্ধে নির্মাণ-শ্রমিকের নিরাপত্তার ব্যবস্থা না করার অভিযোগে মামলা রুজু হয়েছে।
|
প্রতারণার অভিযোগে সাসপেন্ড হলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক কর্মী। রেজিস্ট্রার প্রদীপ ঘোষ জানান, ওই কর্মীর নাম চিত্তরঞ্জন ঘড়ুই। আরও এক জনকে শো-কজ করা হয়েছে। অভিযোগ, বিশ্ববিদ্যালয়ে চাকরি দেওয়ার নামে টাকা নিয়েছেন চিত্তরঞ্জন। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, এই ঘটনায় আরও কয়েক জন জড়িত থাকতে পারেন। যাদবপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে।
|
ট্যাক্সির ধাক্কায়
জখম ট্রাফিক পুলিশ |
হাওড়া স্টেশনের সামনে মঙ্গলবার রাতে ট্যাক্সির ধাক্কায় এক ট্রাফিক পুলিশকর্মী গুরুতর আহত হয়েছেন। পুলিশ জানায়, তাঁর নাম কাঞ্চন দাস। স্টেশনের দিক থেকে আসা একটি ট্যাক্সি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে ধাক্কা মারে। কাঞ্চনবাবুকে হাওড়া হাসপাতালে ভর্তি করানো হয়েছে। |