টুকরো খবর

ডাকঘর সঞ্চয় নিয়ে সুপারিশ রিজার্ভ ব্যাঙ্ক কমিটি-র
ডাকঘর স্বল্প সঞ্চয় প্রকল্প নিয়ে একগুচ্ছ সুপারিশ করল রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই)-এর কমিটি। ডেপুটি গভর্নর শ্যামলা গোপীনাথের নেতৃত্বধীন কমিটি এই সুপারিশ পেশ করেছে। ডাকঘর সঞ্চয় (সেভিংস) অ্যাকাউন্ট-এও ৩.৫% থেকে বাড়িয়ে ৪% সুদ দেওয়ার প্রস্তাব করেছে তারা। পাশাপাশি, ব্যাঙ্কের মতো দৈনিক ভিত্তিতে সুদ গণনার পক্ষপাতী তারা। পাশাপাশি, কিসান বিকাশ পত্র তুলে দেওয়া এবং পাবলিক প্রভিডেন্ট ফান্ড (পিপিএফ)-এর বার্ষিক ঊর্ধ্বসীমা ৭০ হাজারের পরিবর্তে ১ লক্ষ টাকা করার সুপারিশও করেছে কমিটি। এক বছরের আমানতে সুদ বর্তমান ৬.২৫% থেকে বাড়িয়ে ৬.৮% করা এবং পিপিএফে তা ৮% থেকে বাড়িয়ে ৮.২০% করার প্রস্তাবও পেশ করেছে তারা। স্বল্প সঞ্চয় প্রকল্প বেশির ভাগই এজেন্ট মারফত করা হয়। কমিটির প্রস্তাব, ওই কমিশন ৪% থেকে ধাপে ধাপে ১ শতাংশে নামিয়ে আনা হোক। ১০ বছরের নতুন এনএসসি প্রকল্প চালু, মাসিক আয় প্রকল্পের মেয়াদ ৬ বছর থেকে কমিয়ে ৫ বছর করা এবং ৫% বোনাস তুলে দেওয়ার সুপারিশ করেছে তারা।

অভিযোগের তির ফের রজত গুপ্তের দিকে
গোল্ডম্যান স্যাক্স-এর প্রাক্তন ডিরেক্টর রজত গুপ্তের বিরুদ্ধে মামলা দায়ের করলেন ওই ইনভেস্টমেন্ট ব্যাঙ্কেরই এক শেয়ারহোল্ডার। অভিযোগ, ডিরেক্টর থাকাকালীন সংস্থার আয় ও লগ্নি সংক্রান্ত গোপন খবর বন্ধু রাজ রাজারত্নমের হেজ ফান্ড সংস্থাকে পাচার করে শেয়ার বাজার থেকে বেআইনি ভাবে মুনাফা কামিয়েছেন তিনি। যা উদ্ধার করতেই ম্যানহাটন ফেডারেল আদালতে মামলাটি রুজু করেছেন জেমস মার্কার নামের ওই ব্যক্তি। গত মার্চে এই অভিযোগে রজতবাবুর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা করেছে মার্কিন শেয়ার বাজার নিয়ন্ত্রক সিকিউরিটিজ অ্যান্ড এক্সজেঞ্জ কমিশনও। আদালতে তাঁর আবেদনে মার্কারের দাবি, গোল্ডম্যানের গোপন তথ্য জানার পর শেয়ার লেনদেন থেকে মাত্র ছ’মাসে যে বিপুল অর্থ কামিয়েছেন গ্যালিয়ন কর্তা রাজারত্নম, নিঃসন্দেহে তার ভাগীদার রজতবাবুও। কিন্তু সংস্থার পর্ষদ তাঁর বিরুদ্ধে যথার্থ ব্যবস্থা নিতে পারেনি। এ বার রজতবাবুকে ওই বেআইনি মুনাফার অর্থ গোল্ডম্যান স্যাক্সের কাছে ফিরিয়ে দেওয়ার দাবিতেই ওই মামলা। যদিও মামলাটিকে সম্পূর্ণ অর্থহীন দাবি করে এর বিরুদ্ধে লড়বেন জানিয়েছেন রজতের আইনজীবী গ্যারি নাফটালিস।

অচলাবস্থা কাটেনি মারুতির মানেসর কারখানায়
মারুতি-সুজুকির মানেসর কারখানায় আরও কিছু দিন ধর্মঘট চললে ব্যাহত হবে বিক্রি। সংস্থার তরফে আজ এই আশঙ্কা প্রকাশ করা হয়েছে। মারুতি-সুজুকি ইন্ডিয়ার চেয়ারম্যান আর সি ভার্গব জানান, ধর্মঘট চলতে থাকলে ক্রেতাদের আরও বেশি দিন সংস্থার ডিজেল গাড়ি হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে। পাশাপাশি মার খাবে রফতানিও। মানেসর কারখানায় সংস্থা মূলত এ-স্টার, সুইফট-এর ছোট গাড়ি ও ডিজায়ার এবং এসএক্স-ফোর তৈরি করে সংস্থা। এখনও পর্যন্ত চার দিনের এই ধর্মঘটের জেরে মারুতির লোকসান হয়েছে ১৫০ কোটি টাকা। উৎপাদনও কমেছে ৩,০০০টি। তবে, এর মধ্যেই ১১ কর্মীকে ছাঁটাই করা এবং এই ধর্মঘটকে বেআইনি ঘোষণা করার সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন হরিয়ানার শ্রম কমিশনার।

পুজোর আগে চন্দননগরে পর্যটন-সজ্জা
এক কালের ফরাসি উপনিবেশ চন্দননগরকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নিল সরকার। মঙ্গলবার মহাকরণে এই নিয়ে বৈঠক করেন নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম এবং পর্যটনমন্ত্রী রচপাল সিংহ। বৈঠকে ছিলেন চন্দননগর পুরসভার মেয়র রাম চক্রবর্তী এবং কলকাতায় নিযুক্ত ফরাসি কনসাল জেনারেল জাঁ রিস্তো। পর্যটন কেন্দ্র গড়তে রিস্তোর মাধ্যমে পরিকল্পনা দেবে ফ্রান্স সরকার। চন্দননগর এবং তার লাগোয়া এলাকায় গঙ্গার ছ’টি ঘাট সংস্কার করা হবে। গাছ, আলো লাগিয়ে সৌন্দর্যায়নে কাজ শেষ হবে দুর্গাপুজোর আগেই। ফিরহাদ বলেন, “পুজোর সময় কলকাতা থেকে নদীপথে পর্যটকদের নিয়ে বাতানুকূল জলযান যাবে চন্দননগরে।” মেয়র জানান, সেখানে ফরাসি স্থাপত্যও সংস্কার করা হবে।

আইএমএফ শীর্ষ পদে লাগার্ডেকে সমর্থনে কথা দেয়নি ভারত
ফরাসি অর্থমন্ত্রী ক্রিস্টিন লাগার্ডে-কে আইএমএফ কর্ণধার হিসেবে সমর্থন করার ব্যাপারে ভারত কোনও কথা দেয়নি। আইএমএফের ম্যানেজিং ডিরেক্টর পদে প্রার্থী হিসেবে সমর্থন জোগাড় করতে লাগার্ডের ভারত সফরের পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় এ কথা জানান। ভারত সফরে এসে এ দিন প্রণববাবু ছাড়াও প্রধানমন্ত্রী মনমোহন সিংহ, যোজনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান মন্টেক সিংহ অহলুওয়ালিয়ার সঙ্গে দেখা করেন লাগার্ডে। প্রণববাবু জানান, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে ঐকমত্য গড়ার চেষ্টা চলছে। তবে লাগার্ডেকেই সমর্থন করবে বলে ভারত কোনও অঙ্গীকার করেনি।

ফৌজদারি মামলা চললেও বেতন বৃদ্ধি
কোনও সরকারি কর্মীর বিরুদ্ধে ফৌজদারি মামলা চললেও তাঁর পেনশন বা বেতন বৃদ্ধি আটকানো যাবে না। যতক্ষণ না পর্যন্ত তাঁকে দোষী সাব্যস্ত করা হচ্ছে, ততক্ষণ এই ধরনের সিদ্ধান্ত নেওয়া চলবে না বলে জানিয়ে দিয়েছে শীর্ষ প্রশাসনিক ট্রাইবুনাল (সিএটি)। এমনকী ওই সময়ে গ্র্যাচুইটি প্রদান করতেও কোনও বাধা নেই বলে জানিয়েছে সিএটি।
Previous Story Business First Page



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.