|
|
|
|
তিন-চার দিনেই লিখিত লগ্নি-প্রস্তাব দেবে ‘গেল’ |
নিজস্ব সংবাদদাতা ² কলকাতা |
লার্সেন অ্যান্ড টুব্রোর (এলঅ্যান্ডটি) পরে গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড (গেল)। পর পর দু’দিন রাজ্যে বড় মাপের দু’টি বিনিয়োগের আশ্বাস পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার মহাকরণে এসে এলঅ্যান্ডটি-র চেয়ারম্যান এ এম নায়েক জানিয়ে গিয়েছিলেন, ৩৪ বছর পরে ফের রাজ্যে বিভিন্ন পরিষেবা ক্ষেত্রে বিনিয়োগ করতে তাঁরা আগ্রহী। আর মঙ্গলবার ‘গেল’-এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর বি সি ত্রিপাঠি মুখ্যমন্ত্রীকে বলে গেলেন, আগামী তিন-চার দিনে লগ্নি নিয়ে সুনির্দিষ্ট প্রস্তাব পাঠিয়ে দেবেন তাঁরা। বেসরকারি সংস্থা এলএ্যান্ডটি-র চেয়ে কেন্দ্রীয় সরকারের নবরত্ন সংস্থা ‘গেল’-এর সঙ্গে রাজ্যের বৈঠক অনেক বেশি ফলপ্রসূ ও বিষয়ভিত্তিক হয়েছে বলে মনে করছে প্রশাসনিক মহল। |
 |
‘গেল’-এর চেয়ারম্যান বি এস ত্রিপাঠির সঙ্গে শিল্পমন্ত্রী। |
এ দিন রাজ্য সরকারের শীর্ষ নেতৃত্বের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন ‘গেল’-কর্তা। প্রথমে মহাকরণে মুখ্যমন্ত্রী, শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং অর্থমন্ত্রী অমিত মিত্রের সঙ্গে বৈঠক হয় ত্রিপাঠির। সেখান থেকে তিনি যান ক্যামাক স্ট্রিটে, শিল্প দফতরের অফিসে। সেখানে শিল্পমন্ত্রী এবং দফতরের পদস্থ অফিসারদের সঙ্গে বিভিন্ন প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পরে ফের মহাকরণে এসে আলোচনা ‘ইতিবাচক’ হয়েছে বলে মুখ্যমন্ত্রীকে জানান গেল-কর্তা। তাঁর সঙ্গে সংস্থার অন্য অফিসাররাও ছিলেন।
কেন্দ্রীয় সরকারি সংস্থার এই ভূমিকায় খুশি শিল্পমন্ত্রী সাংবাদিকদের বলেন, “এ রাজ্যে প্রকল্প করার জন্য ২০০৭ সাল থেকেই প্রস্তাব দিয়েছিল ‘গেল’। কিন্তু আগের সরকার তাদের সবুজ সঙ্কেত দিতে পারেনি। এই কারণে ‘গেল’-এর বিনিয়োগ প্রস্তাব কয়েক বছর পিছিয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছেন, ‘গেল’-এর লিখিত প্রস্তাব পেলে দ্রুততার সঙ্গে ব্যবস্থা নেবেন।”
পার্থবাবু জানান, তাঁরা ৭২ ঘণ্টার মধ্যে ‘গেল’-এর কাছ থেকে লিখিত প্রকল্প-প্রস্তাব চেয়েছেন। তা পেলেই মুখ্যমন্ত্রীর নির্দেশে, সময় মেপে দ্রুততার সঙ্গে কাজ এগোবে। ত্রিপাঠি বলেন, “তিন-চার দিনের মধ্যেই মুখ্যমন্ত্রীর কাছে লিখিত প্রস্তাব পাঠাব।” ঠিক কী ধরনের প্রকল্প ‘গেল’ করতে চায়, সে জন্য কত বিনিয়োগ হবে এই সংক্রান্ত প্রশ্নের জবাব অবশ্য এ দিন দেননি শিল্পমন্ত্রী এবং ত্রিপাঠি। তবে শিল্প দফতর সূত্রে খবর, গ্যাস পাইপলাইন পাতা, ‘গ্রেটার ক্যালকাটা গ্যাস সাপ্লাই কর্পোরেশন’ অধিগ্রহণের প্রস্তাব-সহ ৪-৫টি প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে। সব কিছু ঠিকঠাক এগোলে রাজ্যে ‘গেল’-এর লগ্নির পরিমাণ ৬০০০ কোটি টাকা ছুঁতে পারে। |
|
|
 |
|
|