|
|
|
|
অরঙ্গাবাদে স্কুলে তালা |
নিজস্ব সংবাদদাতা ²অরঙ্গাবাদ |
সাত দিন ধরে তালা ঝুলিয়ে গ্রামবাসী ও স্কুলের ছাত্রছাত্রীদের অবরোধ বিক্ষোভ চলছে সুতি ২ ব্লকের সপ্তগ্রাম হাইস্কুলে। প্রধানশিক্ষক-সহ ওই স্কুলের সহ-শিক্ষকেরই অধিকাংশই অসময়ে স্কুলে আসা-যাওয়া, খেয়ালখুশি মতো ছুটি দেওয়ার প্রতিবাদেই এই বিক্ষোভ বলে তাঁদের দাবি। তাঁদের এই ক্ষোভের যথেষ্ট কারণ আছে বলেও মনে করছেন জেলা মাধ্যমিক স্কুল পরিদর্শক শুভেন্দু বিকাশ দত্ত। তিনি বলেন, “ওই স্কুলে বেশ কিছু দিন ধরেই ডামাডোল চলছে। শিক্ষকেরা প্রায়ই স্কুলে আসেন না। ক্লাস ঘরগুলির অবস্থাও তথৈবচ। অজস্র অভিযোগ রয়েছে।” আগামী সপ্তাহে ওই স্কুলে তিনি নিজে গিয়ে অবস্থা খতিয়ে দেখবেন বলেও জানিয়েছেন শুভেন্দুবাবু। ওই স্কুলটি এত দিন অষ্টম শ্রেণি পযর্ন্ত ছিল। বছর তিনেক আগে সপ্তগ্রামের সেই জুনিয়র হাইস্কুল শেষ পর্যন্ত হাইস্কুলে হয় রূপান্তরিত হয়। স্কুলে এখন অন্তত ৮২০ জন ছাত্রছাত্রী। শিক্ষকের সংখ্যা ১৭।কিন্তু স্কুলের মান পড়তে শুরু করেছে বেশ কয়েক বছর ধরেই। স্কুলের প্রাক্তন ছাত্র সুখচাঁদ দাস বলেন, “আমাদের সময়ে এমন ছিল না। আমি নিজে এই স্কুল থেকেই পাশ করেছি। ছেলেকে এই স্কুলেই ভর্তি করেছিলাম। কিন্তু এখন পড়াশোনার মান-পতনের সঙ্গে সঙ্গে ভেঙে পড়েছে স্কুলের সার্বিক চেহারাটাও।” আগাছার জঙ্গলে ঢাকা স্কুলে খেলার মাঠ থেকে ক্লাস ঘর সবেরই জরাজীর্ণ হাল। ছাত্রছাত্রীরা জানান, শৌচাগারের হালও খুব খারাপ। স্কুলের সহ-শিক্ষিকা মহুয়া রায় বলেন, “গ্রামবাসীদের অভিযোগ একেবারে ফেলে দেওয়ার মতো নয়। ক’দিন আগেই প্রধানশিক্ষক অভিভাবকদের সঙ্গে আলোচনা করে প্রতিকারের ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দিয়েছিলেন। তারপর থেকেই তিনি আর স্কুলমুখো হননি। এরপরেই গ্রামবাসীরা স্কুলে তালা ঝোলান।” |
|
|
|
|
|