|
|
|
|
জেলার কলেজে ভর্তির প্রক্রিয়া শুরু |
নিজস্ব প্রতিবেদন |
সোমবার থেকেই শুরু হয়ে গেল বিভিন্ন কলেজে ভর্তির ফর্ম বিলি। অনার্সে ভর্তির ক্ষেত্রে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী উচ্চমাধ্যমিকের সেরা ৫টি বিষয়ের নম্বরের সঙ্গে সংশ্লিষ্ট অনার্সের নম্বর এবং জেনারেল কোর্সে সেরা ৫টি বিষয়ের নম্বর যোগ করে মেধা তালিকা প্রকাশ করা হবে। সেই সঙ্গে প্রতিটি অনার্স ও জেনারেল কোর্সে ভর্তির জন্য পৃথক ফর্ম জমা দেওয়ার কথা জানিয়েছে কলেজ কর্তৃপক্ষগুলি।
বহরমপুর কৃষ্ণনাথ কলেজ কর্তৃপক্ষ আগামী ১১-১৫ জুন পর্যন্ত ভর্তির ফর্ম বিলি শুরু করবে। ফর্ম জমা নেওয়া হবে ১৩-১৬ জুন পর্যন্ত। প্রাথমিক ভাবে সিদ্ধান্ত হয়েছে, ২১ জুন মেধা তালিকা প্রকাশিত হবে। এর পরে কাউন্সেলিং-এর মাধ্যমে ভর্তি নেওয়া হবে। তবে কাউন্সলিং কবে হবে, তা কলেজের নোটিশ বোর্ডে ১১ জুন টাঙিয়ে দেওয়া হবে। ভর্তির ফর্মের মূল্য ৫০ টাকা। বিস্তারিত তথ্য কলেজের ওয়েবসাইটে (www.krishnathcollege.org) দেওয়া রয়েছে। |
|
কৃষ্ণনগর সরকারি কলেজে ভর্তির লাইন। ছবি: সুদীপ ভট্টাচার্য। |
কৃষ্ণনগর সরকারি কলেজে ৬-১০ জুন ফর্ম দেওয়া হবে। জমা নেওয়া হবে ৭-১৩ জুন। পদার্থবিদ্যা, রসায়ন, গণিত, প্রাণীবিদ্যা, উদ্ভিদবিদ্যা, শরীরবিদ্যা ও ইংরেজি, বাংলা, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন ও সংস্কৃতে অনার্স পড়া যাবে। কৃষ্ণনগর উইমেন্স কলেজে ফর্ম জমা নেওয়া হবে ১০-১৫ জুন। অনার্স রয়েছে বাংলা, ইংরেজি, সংস্কৃত, ভূগোল, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, অঙ্ক ও রসায়নে। আগামী ৯-১৫ জুন পর্যন্ত বহরমপুর গার্লস কলেজে ভর্তির ফর্ম দেওয়া-নেওয়া শুরু হবে। বিজ্ঞান বিভাগের মেধা তালিকা প্রকাশিত হবে ২২ জুন এবং ২৪ জুন থেকে কাউন্সেলিং ও ভর্তি প্রক্রিয়া শুরু হবে। অনার্স রয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি শারীরবিদ্যা, প্রাণীবিদ্যা, উদ্ভিদবিদ্যা, অঙ্ক, পরিবেশবিদ্যা, বাংলা, ইংরেজি, সংস্কৃত, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, অর্থনীতি, সমাজবিদ্যায়। ফর্মের মূল্য ৩০ টাকা। বহরমপুর কলেজ কর্তৃপক্ষ ৯-১৪ জুন পর্যন্ত ফর্ম বিলি করবে। ফর্ম জমা নেওয়া হবে ১৫-১৮ জুন পর্যন্ত। প্রাতঃ বিভাগে সকাল ৮টা থেকে সাড়ে ১০টা এবং দিবা বিভাগে সকাল সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটে পর্যন্ত ফর্ম জমা নেওয়ার কাজ চলবে। ২৫ জুন পূর্ণাঙ্গ মেধা তালিকা প্রকাশিত হবে। বাংলা, ইংরেজি, ইতিহাস ও ভূগোলের জন্য যাঁদের নাম ঠাঁই পাবে, তাঁদের কাউন্সেলিং ২৭ জুন। ২৮ জুন কাউন্সেলিং হবে সংস্কৃত, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন ও গণিতে। জেনারেল কোর্সে প্রাতঃবিভাগে আসন ৮০০। আগে আসার ভিত্তিতে জেনারেল কোর্সে ভর্তি নেওয়া হবে। অর্থনীতি এবং কমার্সে অনার্সে সরাসরি ভর্তির সুযোগ রয়েছে। সেক্ষেত্রে ভর্তি নেওয়া হবে ২০-২৩ জুন (প্রাতঃ বিভাগে সকাল ৮-১১টা ও দিবা বিভাগে সাড়ে ১১টা থেকে)। কৃষ্ণনগরের দ্বিজেন্দ্রলাল রায় কলেজে অনার্স রয়েছে বাংলা, ইংরেজি, ইতিহাস, সংস্কৃত, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, হিসাবশাস্ত্র ও দর্শনে। ফর্ম বিলি করা হবে ৭-১১ জুন। জমা নেওয়া হবে ৯-১৩ জুন। আসাননগর তর্কালঙ্কার কলেজে বাংলা, ইংরেজি, ইতিহাস, সংস্কৃতে অনার্স রয়েছে। ফর্ম বিলি করা হবে ৮-১৪ জুন। আগামী ৭-১৪ জুন পর্যন্ত লালবাগ সুভাষচন্দ্র সেন্টেনারি কলেজে ভর্তির ফর্ম দেওয়া শুরু হবে। ফর্ম জমা নেওয়া হবে ৮-১৫ জুন পর্যন্ত। ফর্মের মূল্য ৩০ টাকা। অনার্সে পড়ানো হয় ইংরেজি (৬০), বাংলা (৭০), ইতিহাস (৬০), উর্দু (২০), এডুকেশন (৫০), ভূগোল (৪৫), সংস্কৃত (৪০), রাষ্ট্রবিজ্ঞান (৪৫), দর্শন (৪৫)। মেধা তালিকা প্রকাশিত হবে ২০ জুন। ২৪ জুন ইংরেজি, বাংলা, ভূগোল ও সংস্কৃত অনার্সের কাউন্সেলিং এবং ২৭ জুন কাউন্সেলিং হবে ইতিহাস, এডুকেশন রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, উর্দু অনার্সের। জেনারেল কোর্সের ক্ষেত্রে ৫০% ও তার বেশি নম্বর যাঁরা পেয়েছেন, তাঁরা ৩০ জুন এবং ৪৫%-৪৯.৯৯% নম্বর পেয়েছেন, তাঁদের জন্য ২ জুলাই ভর্তির দিন। জেনারেল কোর্সের আসন সংখ্যা ৬০০। চাপড়ার বাঙালঝি কলেজে ৯-১৫ জুন ও সুধীরঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয়ে ৯-১৪ জুন ফর্ম বিলি করা হবে। জিয়াগঞ্জ শ্রীপৎ সিংহ কলেজে আগামী ৮-১৮ জুন পর্যন্ত ভর্তির ফর্ম বিলি হবে। অনার্সের মেধা তালিকা ২৪ জুন প্রকাশের পরে ২৮ ও ৩০ জুন এবং ১লা জুলাই কাউন্সেলিং ও ভর্তির দিন ধার্য হয়েছে। জেনারেল কোর্সের মেধা তালিকা প্রকাশিত হবে ২৮ জুন এবং ভর্তি হওয়া যাবে ৪-১২ জুলাই পর্যন্ত। অনার্স পড়ানো হয় ইতিহাস, বাংলা, সংস্কৃত, ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, পদার্থবিদ্যা, রসায়ন, প্রাণীবিদ্যা, উদ্ভিদবিদ্যা, বায়ো-টেকনোলজি, এনভায়রনমেন্টাল সায়েন্স, ভূগোল ও অর্থনীতিতে। ৮-১৫ জুন পর্যন্ত জিয়াগঞ্জ রানি ধ্বন্যাকুমারী কলেজে ফর্ম দেওয়া-নেওয়া হবে। অনার্স ও জেনারেল কোর্সের মেধা তালিকা ২১ জুন প্রকাশিত হবে। জেনারেল কোর্সের কাউন্সেলিং ও ভর্তি নেওয়া হবে ২২-২৪ জুন পর্যন্ত। বিকম অনার্সে (৮০) এবং কলা বিভাগে অনার্সের কাউন্সেলিং ও ভর্তি নেওয়া হবে ২৫ জুন। অনার্স পড়ানো হয় বাংলা (৯৩), ইংরেজি (৫৩), সমাজবিদ্যা (৪৮), রাষ্ট্রবিজ্ঞান (৪০), ইতিহাস (৪৫), ভূগোলে (২০)। জেনারেল কোর্সে শারীরবিদ্যা ও ডিফেন্স স্টাডি নিয়ে পড়ার সুযোগ রয়েছে। লালগোলা কলেজে ৮-১৭ জুন পর্যন্ত ফর্ম বিলি করা হবে। মেধা তালিকা প্রকাশিত হবে ২৪ জুন এবং কাউন্সেলিং ২৭ জুন। অনার্সের বিষয়গুলি হলোবাংলা, ইংরেজি, ইতিহাস ও এডুকেশন। প্রতিটি বিষয়ে ৪০টি করে আসন রয়েছে। ভর্তির ফর্মের মূল্য ৩০ টাকা। ৯-১১ জুন পর্যন্ত আমতলা কলেজে ফর্ম দেওয়া-নেওয়া চলবে। অনার্সের ক্ষেত্রে ১৪ জুন মেধা তালিকা প্রকাশিত হবে। কাউন্সেলিং ও ভতির্র দিন ১৬-১৭ জুন। কলা বিভাগে অনার্সের বিষয় বাংলা (৭০), ইংরেজি (৪০), ইতিহাস (৬৫), রাষ্ট্রবিজ্ঞান (২৫), দর্শন (৫০)। জেনারেল কোর্সের মেধা তালিকা ২৪ জুন প্রকাশের পরে ভর্তি নেওয়া হবে ২৮ ও ৩০ জুন। ফর্মের মূল্য জেনারেল কোর্সের ক্ষেত্রে ৪০ টাকা ও অনার্সে ৫০ টাকা। বিস্তারিত তথ্য কলেজের ওয়েবসাইটে (www.jrm.org.in) রয়েছে। কান্দি রাজ কলেজ ১০-১৭ জুন পর্যন্ত ফর্ম বিলি করবে। জমা নেওয়া চলবে ১৪-২০ জুন পর্যন্ত। বাংলা, ইংরেজি, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান ও দর্শন বিষয়ে অনার্সে ৭৫টি করে আসন রয়েছে। অঙ্কে ৫০টি আসন রয়েছে। পদার্থবিদ্যা, রসায়নে ৩০টি করে আসন। ফমের্র মূল্য ৭৫ টাকা। ৯-১৮ জুন পর্যন্ত ফর্ম বিলি করবে কান্দির রাজা বীরেন্দ্রচন্দ্র কলেজ। বাংলা, ইতিহাস, সংস্কৃত বিষয়ের পাশাপাশি কমার্সে অনার্স নিয়ে পড়ানো হয়। ফর্মের মূল্য ১০০ টাকা। নগর কলেজে আগামী ৯-১৫ জুন পর্যন্ত ফর্ম বিলি করা হবে। ফর্ম জমা নেওয়া চলবে ৯-১৬ জুন পর্যন্ত। বাংলা(৬৫), ইংরেজি(৩০), ইতিহাস(৪৫), ভূগোল(২৫), দর্শন(৩৫), রাষ্ট্রবিজ্ঞান(৩০) ও গণিত(২০) বিষয়ে অনার্স পড়ানো হয়। ফর্মের মূল্য ৫০ টাকা। আগামী ৯-১৬ জুন পাঁচথুপি কলেজে ভর্তি ফর্ম বিলি করা হবে। ফর্ম জমা নেওয়া হবে ১০-১৭ জুন। বাংলা(৫০), ইতিহাস(৪০), দর্শন(৪০) ও রাষ্ট্রবিজ্ঞানে(৩০) অনার্স পড়ানো হয়। এর বাইরে সংস্কৃতে ৬০টি ও আরবিতে ৮৫টি আসন রয়েছে। ভর্তির ফর্মের মূল্য অনার্সে ৩০ ও জেনারেল কোর্সের ক্ষেত্রে ২০টাকা। বেলডাঙা এসআরএফ কলেজ কর্তৃপক্ষ আগামী ৯-১১ জুন ফর্ম বিলি করবে। জমা নেওয়া হবে ১৩-১৪ জুন। ভূগোল, বাংলা, ইংরেজি, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, গণিত, হিসাবশাস্ত্রে অনার্স রয়েছে। ফর্মের মূল্য ৫০ টাকা। আগামী ৯-১৫ জুন হরিহরপাড়া হাজি একে খান কলেজে ফর্ম বিলি ও জমা করা হবে। বাংলা, ইতিহাস, ইংরেজি অনার্স পড়ানো হয়। |
|
|
|
|
|