টাটা গোষ্ঠী থেকে অবসর নিলেন জামশেদ জে ইরানি। গত ৪৩ বছর গোষ্ঠীর সঙ্গে যুক্ত থাকার পর সংস্থার অবসর নীতি মেনেই সমস্ত পদ থেকে ইস্তফা দিলেন ইরানি। প্রসঙ্গত, গত ২ জুনই ৭৫ বছরে পা দেন তিনি।
নব্বইয়ের দশকে টাটা স্টিল (তদানীন্তন টিস্কো)-এর ঘুরে দাঁড়ানোর পিছনে মুখ্য ভূমিকা ছিল তাঁরই। সংস্থা সূত্রের খবর, ব্রিটেনের শেফিল্ড বিশ্ববিদ্যালয়ের পিএইচডি ইরানি ব্যয় সঙ্কোচ ও উৎপাদনের গুণমান বাড়ানোর পথ বাতলেই জামশেদপুর কারখানার হাল ফেরান। টাটা গোষ্ঠীর তরফে তাঁর অবসরের কথা জানানো হয়েছে বম্বে স্টক এক্সচেঞ্জে।
|
অসুস্থতা ঝেড়ে ফের নতুন চমক নিয়ে মঞ্চে হাজির হলেন অ্যাপলের কর্ণধার স্টিভ জোবস। সেই পরিচিত কালো টি-শার্ট ও নীল জিন্সে দর্শকদের মাতিয়ে দিলেন নিজস্ব ভঙ্গিতে। এ বার তাঁর হাতে একটি নতুন অপারেটিং সিস্টেম ‘লায়ন’ এবং নয়া সফটওয়্যার ‘আই-ক্লাউড’। গত জানুয়ারি থেকে অসুস্থতার জেরে অনির্দিষ্ট কালের ছুটি নিয়েছেন অ্যাপলের কর্ণধার জোবস। শুধু মার্চ মাসে ট্যাবলেট কম্পিউটার আইপ্যাড-এর দ্বিতীয় সংস্করণের আত্মপ্রকাশ উপলক্ষে সবার সামনে এসেছিলেন। তার পর ফের ছুটিতে চলে যান অগ্ন্যাশয়ের ক্যানসারে আক্রান্ত জোবস। তিন মাস পেরিয়ে সোমবার তিনি মুখোমুখি হন সংস্থার প্রযুক্তিবিদদের বার্ষিক সম্মেলনে। জোবস উপস্থিত হতেই চেয়ার ছেড়ে দাঁড়িয়ে তাঁকে সম্মান জানান আপ্লুত অ্যাপল কর্মীরা। গ্যালারি থেকে এক দর্শক চিৎকার করে বলেন, “স্টিভ, আমরা তোমায় ভালবাসি।” সংস্থার সম্মেলনের বাকি বিষয়ে তিনি কার্যত চুপ করে থাকলেও জোবসের হাতেই আত্মপ্রকাশ হয় অ্যাপলের নতুন অপারেটিং সিস্টেম লায়নের যা ম্যাক কম্পিউটারের কার্যকারিতা বাড়িয়ে দেবে অনেকটাই। এমনকী, মোবাইল প্রযুক্তির নানা সুযোগসুবিধাও পাওয়া যাবে নতুন মোড়কের এই ম্যাক-এ। তবে অনলাইন গান শোনা এবং তা জমিয়ে রাখার নতুন সফটওয়্যার ‘আই-ক্লাউড’ বাজারে আসতে আরও কিছু দিন লাগবে বলে জানা গিয়েছে।
|
মিশরে রাজনৈতিক অস্থিরতা এখন প্রশমিত। দেশের মূল আয়ের অনেকটা জুড়েই রয়েছে পর্যটন। তাই পর্যটক টানতে নানা ব্যবস্থা নিচ্ছে মিশর। নবতম সংযোজন হিসেবে মিশরের সরকারি বিমান সংস্থা ইজিপ্ট এয়ার এ বার দ্বিগুণ মালপত্র বহন করতে দেবে পর্যটকদের। এত দিন সাধারণ শ্রেণিতে যাতায়াতের সময় ২৩ কেজি পর্যন্ত ওজনের মালপত্র নিয়ে যাওয়া যেত। এ বার থেকে ৪৬ কেজি নেওয়া যাবে। তার বাইরেও ৭ কেজি ওজনের হাতব্যাগ রাখা যাবে। এখন ভারতের মুম্বই থেকে ইজিপ্ট এয়ার সপ্তাহে তিনটি করে উড়ান চালায় রাজধানী কায়রোতে। সংস্থা জানিয়েছে, অদূর ভবিষ্যতে উড়ানের সংখ্যা বাড়ানোর কথাও ভাবা হচ্ছে।
|
পাঁচ কোটি টাকার নীচে বিভিন্ন মেয়াদি আমানতে সুদ ২২৫ বেসিস পয়েন্ট পর্যন্ত বাড়াল ইলাহাবাদ ব্যাঙ্ক। ফলে ১৫ থেকে ২৯ দিনের আমানতে সুদ হবে ৫%। অন্য দিকে, ১৮০ থেকে ২৬৯ দিনের আমানতে সুদ বেড়ে দাঁড়াবে ৮ শতাংশে। ৫ থেকে ১০ বছরের ক্ষেত্রে নতুন হার ৮.৫০%। এ ছাড়াও প্রবীণ নাগরিকরা অতিরিক্ত ৫০ বেসিস পয়েন্ট হিসাবে সুদ পাবেন। আগামী ৯ জুন থেকে এই নয়া হার চালু হবে। |