জমির উঁচু আলে মাটি কাটার সময়ে ধসে মৃত্যু হয়েছে দুই মহিলার। জখম হন আরও ৫ জন। সোমবার ঘটনাটি ঘটে কুলটির লছিপুর গেট এলাকায়। পুলিশ জানায়, মৃতদের নাম গুলসান বেগম (৩৫) ও মীনা খাতুন (২৮)। স্থানীয় বাসিন্দারা জানান, সোমবার বিকেলে নিয়ামতপুরের নবী কলোনি এলাকার ওই মহিলারা মাটি কাটতে যান। প্রতি দিনই তাঁরা এই মাটি কেটে নিয়ে যান জ্বালানির গুল তৈরির জন্য। সোমবার মাটি কাটার সময় হঠাৎই আল ধসে চাপা পড়েন ওই সাতজন মহিলা। দু’জন ঘটনাস্থলেই মারা যান। বাকিদের জখম অবস্থায় উদ্ধার করেন এলাকার বাসিন্দারা।
|
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত অনূর্ধ্ব ১৪ ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল হরিপুর সিএ। আসানসোল স্টেডিয়ামে সোমবার তারা রানিগঞ্জ অশোক সঙ্ঘকে ৬০ রানে হারিয়ে দেয়। প্রথমে হরিপুর ২৫ ওভারে ৭ উইকেটে ১৮০ রান করে। জবাবে অশোক সঙ্ঘ করে ১২০ রান। ব্যাটে ৫৮ রান ও বল হাতে ১৯ রান দিয়ে তিন উইকেট নেন জয়ী দলের মনোজিৎ চট্টোরাজ। আয়োজকদের তরফে জানানো হয়, পয়েন্টের নিরিখে হরিপুর চ্যাম্পিয়ন হল।
|
ট্রেনের ধাক্কায় মৃত্যু হল সদ্য মাধ্যমিক উত্তীর্ণ এক ছাত্রীর। সোমবার সকালে অন্ডালে আসানসোল-বর্ধমান লোকাল ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। রেল পুলিশ জানায়, মৃতের নাম প্রিয়া কেশরী (১৮)। বাড়ি অন্ডালের রিকশাডাঙায়। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, প্রিয়া এ বার মাধ্যমিক পরীক্ষায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছিল।
|