পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারিকে হত্যার ছক ফাঁস করল পাক গোয়েন্দা দফতর। ছকে যুক্ত থাকার অভিযোগে বেশ কয়েক জনকে ধরাও করা হয়েছে। পাকিস্তানের একটি সংবাদমাধ্যম আজ এ কথা জানিয়েছে। গত কয়েক সপ্তাহ ধরেই পাক গোয়েন্দারা ইসলামাবাদ এবং পঞ্জাবের বিভিন্ন জায়গায় হানা দিয়ে অন্তত ৪২ জনকে গ্রেফতার করেছে। জানা গিয়েছে, জারদারি যখন পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স পরিদর্শনে গিয়েছিলেন সেখানে তাঁকে হত্যার চক্রান্ত করা হয়েছিল। এ ছাড়াও এর আগে জারদারি যখন সিন্ধু প্রদেশ সফরে গিয়েছিলেন তখনও তাঁকে হত্যা করার ছক কষা হয়েছিল। তবে এই হত্যার ছক এবং গ্রেফতার হওয়া ব্যক্তিদের সম্পর্কে বিস্তারিত কোনও তথ্য জানায়নি সংবাদমাধ্যমটি। এ দিকে পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তান অঞ্চলে মার্কিন ড্রোন বিমানের হামলায় আল কায়দা নেতা ইলিয়াস কাশ্মীরির সঙ্গে আমির হামজা নামে এক তালিবান কম্যান্ডারেরও মৃত্যু হয়েছে।
|
পাকিস্তানের পরমাণু অস্ত্রভাণ্ডার সুরক্ষিতই রয়েছে। এই বিষয়ে কোনও সন্দেহই নেই। এ কথা বলেছেন পাক অভ্যন্তরীণ মন্ত্রী রেহমান মালিক। পাক পরমাণু অস্ত্রের সুরক্ষার উপযুক্ত ব্যবস্থাই করা হয়েছে বলেও দাবি করেছেন তিনি। পাক নৌঘাঁটি পিএনএস মেহরানে জঙ্গি হানা ও অ্যাবটাবাদে ওসামা বিন লাদেন মার্কিন বাহিনীর হাতে নিহত হওয়ার পরে পাক সুরক্ষা ব্যবস্থা নিয়ে ফের প্রশ্ন দেখা দিয়েছে। পাক পরমাণু অস্ত্র জঙ্গিদের হাতে পড়তে পারে বলে আন্তর্জাতিক মহলে আশঙ্কা দেখা দিয়েছে। মালিক বলেছেন,“ পাক পরমাণু অস্ত্রের নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা সন্দেহ প্রকাশ করেনি। কিন্তু, আমাদের বিরুদ্ধে অপপ্রচার চলছে। বলা হচ্ছে আমেরিকা আমাদের পরমাণু অস্ত্রভাণ্ডারের দখল নিতে চায়। মার্কিন সেনেটর জন কেরি জানান এমন পরিকল্পনা নেই।”
|
পাক সাংবাদিক সইদ সালিম শাহজাদের হত্যার ঘটনার তদন্ত করবেন পাকিস্তানের সুপ্রিম কোর্টের বিচারপতি। |