|
|
|
|
|
|
|
|
পুস্তক পরিচয় ৩... |
|
সত্যজিৎও ‘ন হন্যতে’ নহেন |
বইপোকা |
বাংলা গ্রন্থের প্রচ্ছদের ইতিহাস নাই। এই আক্ষেপ বহু বার নানা স্থল হইতে উঠিয়াছে। সত্যজিৎ রায়ের ন্যায় গুটিকয়েক অতিবিখ্যাত শিল্পীর প্রচ্ছদকৃতি কিছুটা হইলেও রক্ষিত হইয়াছে। কিন্তু বাকিরা প্রায় অন্ধকারে। |
বাংলা প্রচ্ছদশিল্পের ইতিহাসের আকৃতি যখন এমত অগঠিত, তখনই খবর আসিল এক মহা বিকৃতির। এবং তাহাও অমলকমলবিমল জাতীয় কোনও শিল্পীর প্রচ্ছদ লইয়া নহে, স্বয়ং সত্যজিৎ রায়ের প্রচ্ছদ লইয়া। মৈত্রেয়ী দেবীর ন হন্যতে-র প্রচ্ছদ করিয়াছিলেন সত্যজিৎ (প্রাইমা, ১৯৭৪)। কালে তাহার বহু সংস্করণ হইয়াছে। একই প্রকাশকের সাম্প্রতিক যে সংস্করণটি বাজারে চলিতেছে তাহার প্রচ্ছদটি দেখিয়া চমৎকৃত হইলাম। সত্যজিতের ক্যালিগ্রাফিকে কম্পিউটারের সাহায্যে ফুলাইয়া এক বিকৃত দর্শন দেওয়া হইয়াছে, লেখকের নাম এবং গ্রন্থনাম দুইয়েরই রং পাল্টাইয়া দেওয়া হইয়াছে। সর্বোপরি, ‘আকাডেমী |
|
|
পুরস্কার প্রাপ্ত গ্রন্থ’ এই ঘোষণাটি আর পৃথক কাগজে রাখা হয় নাই, প্রচ্ছদেই ছাপাইয়া দেওয়া হইয়াছে। |
|
কোন শিল্পী সত্যজিতের উপর কারিকুরি করিয়াছেন জানা নাই, এই সংস্করণেও ঘোষিত প্রচ্ছদশিল্পী সত্যজিৎ রায়। সত্য, কী বিচিত্র এই বইপাড়া। ইহার কল্যাণে সত্যজিতের প্রচ্ছদও ‘ন হন্যতে’ থাকিল না। |
|
|
|
|
|
|
|