যাত্রীবাহী লছিমনের মালিকের সঙ্গে যাত্রীবাহী ট্রেকার মালিকের বিরোধের জেরে শুক্রবার সকাল থেকে ভগবানগোলা থানার আখরিগঞ্জ থেকে জিয়াগঞ্জ রুটের সব ট্রেকার চলাচল বন্ধ। ওই রুটের ৪০টি ট্রেকারের মালিক ও কর্মী মিলিয়ে মোট ৯৬ জন এ দিন সকাল থেকে ভগবানগোলা থানার সামনে অনশনে বসেন। ভগবানগোলা ট্রেকার ওনার্স অ্যাসোসিয়েশানের সম্পাদক দিলীপকুমার চৌধুরীর অভিযোগ, “লাইসেন্স না থাকা সত্বেও লছিমন অবৈধ ভাবে যাত্রী বহণ করায় তাদের কোনও নির্ঘন্ট মানতে হয় না। তার ফলে সরাকরি দফতরে কর দেওয়া ট্রেকারের ব্যবসা মার খাচ্ছে। ওই নিয়ে বৃহস্পতিবার প্রতিবাদ করায় একটি ট্রেকার মালিক খোকন শেখকে বেধড়ক মারধর করা হয়।” লালবাগ মহকুমাশাসক চিরঞ্জীব ঘোষ বলেন, “ওই ঘটনায় অভিযুক্তজের বিরুদ্ধে পুলিশ আইন অনুসারে ব্যবস্থা নেবে। তবে লছিমনগুলি নিয়ে প্রশাসনিক মহলেই আইনি জটিলতা রয়েছে। খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।” |
জেলা হ্যান্ডলুম ডেভেলপমেন্টের দফতর। শুক্রবার সকাল সাড়ে ১০টা নাগাদ জনাকয় কর্মী এসে দফতরের বাইরে কিছু কাগজপত্র, কার্ড পোড়াচ্ছিলেন। তা দেখেই ছুটে আসেন স্বরূপগঞ্জের বাসিন্দারা। কর্মীদের ঘিরে ধরে কাগজ পোড়ানো বন্ধ করে দেন। নবদ্বীপ ব্লক তৃণমূল সভাপতি হরিদাস দেবনাথের অভিযোগ, “স্থানীয় তন্তুবায়দের জন্য সরকারের বিভিন্ন সহায়তা প্রকল্পে দীর্ঘদিন ধরে দুর্নীতি করেছেন সিপিএমের নেতা-কর্মীরা। তাঁরাই ভয় পেয়ে সব কাগজ পুড়িয়ে ফেলছেন।” তাঁতিদের স্বাস্থ্যবিমা প্রকল্পের কার্ড এতদিন বেনামে বিলি করছিল, সেগুলিও পোড়ানোর অভিযোগ তুলে দফতরের সামনে বিক্ষোভ দেখান। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। দফতরের সুপারভাইজার পুলিনবিহারী সাহা অবশ্য বলেন, “ঘটনা তা নয়। অফিসের পুরনো কিছু কার্ড, কিছু জমে থাকা কাগজ পোড়ানো হচ্ছিল। তবে কে বা কারা এমনটা করেছে জানি না।” নবদ্বীপ পঞ্চায়েত সমিতির সভাপতি সিপিএমের বিমল চক্রবর্তী বলেন, “কী হয়েছে জানি না। এর সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই।” |
রোগী দেখতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের হাতে নিগৃহীত হয়েছিলেন এক চিকিৎসক। নবদ্বীপ থানায় এমনই অভিযোগ জানিয়েছিল আইএমএ-র নবদ্বীপ শাখা। তাঁদের অভিযোগ, গত ২৫ মে রাতে নবদ্বীপের বউবাজার থেকে রোগী দেখে ফেরার পথে স্থানীয় বাসিন্দাদের হাতে নিগৃহীত হন প্রবীণ চিকিৎসক শ্রীবাস ঘোষ। ঘটনার বেশ কিছুদিন পর বউবাজারের বাসিন্দারা ওই অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে নবদ্বীপ থানায় একটি স্মারকলিপি জমা দিয়েছেন। |
যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে ধাক্কা মারলে ১১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে সাত জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কৃষ্ণনগর-করিমপুর রাজ্যসড়কে দুর্ঘটনা শুক্রবারের। |
বৃহস্পতিবার রাতে নবগ্রামে ৩৪ নম্বর জাতীয় সড়কে দু’টি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দু’জনের। সাইকেলে বাড়ি ফিরছিলেন নবগ্রাম থানার হোমগার্ড শিবশঙ্কর ভকত (৪৬)। চাণকের কাছে লরির ধাক্কায় তাঁর মৃত্যু হয়। দ্বিতীয় ঘটনাটি পলসন্ডার। নবগ্রামের মফিজুল শেখ (২৪) বাইকে যাচ্ছিলেন। রাস্তায় পড়ে থাকা গাছের ডালে জড়িয়ে বাইক উল্টে মৃত্যু হয় তাঁর। |
জঙ্গিপুর শহরের একটি লিচুবাগান থেকে প্রায় ২৫টি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। বোমাগুলি একটি কৌটোয় রাখা ছিল। শুক্রবার দুপুরে বাগানে হানা দিয়ে বোমাগুলি উদ্ধার করে পুলিশ। |