|
|
|
|
টুকরো খবর
|
বেলদায় পদযাত্রা |
নিজস্ব সংবাদদাতা ² মেদিনীপুর |
বেলদা বাজারে বাসের গতি ঘণ্টায় ২০ কিমি রাখা-সহ বেশ কিছু দাবিতে সম্প্রতি বেলদায় এক পদযাত্রার আয়োজন করা হয়। ব্যবসায়ী সংগঠন বিএফটিও-র উদ্যোগেই এই পদযাত্রার আয়োজন। অধ্যাপক, শিক্ষক, চিকিৎসক থেকে ব্যবসায়ী, সকলেই পদযাত্রায় অংশ নেন। ছিলেন স্থানীয় ক্লাবের সদস্যরাও। বেলদা-বাজার হয়ে দ্রুত গতিতে বাস চলাচল করে বলে অভিযোগ। এর ফলে দুর্ঘটনাও ঘটে। এয়ার-হর্নের জন্যও অনেকে সমস্যা পড়েন। পদযাত্রা থেকে এয়ার-হর্ন বন্ধেরও দাবি তোলা হয়।
|
স্মারকলিপি পেশ |
নিজস্ব সংবাদদাতা ² মেদিনীপুর |
বিভিন্ন দাবিতে শুক্রবার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি দিল তৃণমূল ছাত্র পরিষদ। ১৩ দফা দাবির মধ্যে গুরুত্বপূর্ণ দাবিগুলি হল, ইউজিসি-র নিয়ম মেনে ছাত্র-শিক্ষকের অনুপাত ঠিক করা, কলেজে বিএ, বিএসসি, বিকমে আসন সংখ্যা বৃদ্ধি, গ্রন্থাগারে আরও বইয়ের ব্যবস্থা, এমএড পাঠ্যক্রম চালু ইত্যাদি। কর্মসূচিতে নেতৃত্ব দেন টিএমসিপি’র বিশ্ববিদ্যালয় ইউনিটের নেতা আফতাবউদ্দিন, পরিমল ঝা। |
|
|
|
|