টুকরো খবর

ভাগীরথীর ভাঙন রোধে বৈঠক
ভাগীরথীর ভাঙন রোধে উদ্যোগী হলেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। নির্বাচনে জয়ের পরে তিনি সেচমন্ত্রী মানস ভুঁইয়াকে চিঠি লিখে কাটোয়া শহর থেকে অগ্রদ্বীপ পর্যন্ত ভাগীরথীর ভাঙন নিয়ে বিস্তারিত জানান। বৃহস্পতিবার সেচ দফতরের বাস্তুকারদের সঙ্গে মহাকরণে বৈঠক করেন সেচ মন্ত্রী। সেখানে কাটোয়ার ভাঙন প্রসঙ্গও ওঠে। শুক্রবার বিকেলে ডিভিসি-র সুপারিন্টেন্ডিং ইঞ্জিনিয়ার অশোক ভট্টাচার্য কাটোয়ায় বিধায়কের সঙ্গে বৈঠক করেন। ভাগীরথীর ঘাটগুলির সংস্কার, দাঁইহাটের বাঁধ সংস্কার ও ভাঙন রোধের দাবি করেন বিধায়ক। বৈঠক শেষে কাটোয়া পুরসভার অবর বাস্তুকারদের সঙ্গে নিয়ে ভাগীরথীর ঘাটগুলি পরিদর্শন করেন অশোকবাবু। তিনি বলেন, “কাটোয়ার সেচ দফতরের আধিকারিককে এ নিয়ে একটি রিপোর্ট পাঠাতে বলা হয়েছে।” এর আগে, শুক্রবার সকালে দাঁইহাটে ভাগীরথীর বাঁধ দেখে আসেন বিধায়ক ও সেচ কর্তারা। বিধায়ক বলেন, “ওই বাঁধ দ্রুত সংস্কার করতে হবে। তা না হলে যে কোনও সময়ে বাঁধ ভেঙে নদীর জল শহরে ঢুকে যেতে পারে।”


ফের কাঠকল বন্ধ করল বন দফতর
খাতড়ার পরে এ বার রাইপুরে পাঁচটি কাঠ চেরাইয়ের কল বন্ধ করে দিল বন দফতর। পাশাপাশি পাঁচ ট্রাক চোরাই কাঠও উদ্ধার হয়েছে। শুক্রবার বাঁকুড়ার (দক্ষিণ) ডিএফও সুধীরচন্দ্র দাস বলেন, “রাইপুর থানা এলাকার ৭টি কাঠচেরাই কলের মধ্যে পাঁচটিতে প্রয়োজনীয় বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। তাই সেগুলি বন্ধ করে দেওয়া হয়েছে।” ডিএফও জানান, ওই পাঁচটি কাঠকলের মধ্যে তিনটি রাইপুর সদরে এবং বাকি দু’টি হলুদকানালি ও ভগড়া এলাকায় রয়েছে। ডিএফও বলেন, “বৃহস্পতিবার রাইপুর বাজারে যাত্রী প্রতীক্ষালয়ের পিছন থেকে দু’ট্রাক ভর্তি সেগুন, শাল এবং ফাঁক মাঠ থেকে কিছু গামার কাঠ উদ্ধার হয়েছে। কয়েকটি মিল থেকেও বেআইনি ভাবে মজুত কাঠ বাজেয়াপ্ত করা হয়েছে। সব মিলিয়ে প্রায় পাঁচ ট্রাক চোরাই কাঠ উদ্ধার হয়েছে। যার আনুমানিক মূল্য তিন লক্ষ টাকার বেশি।” অবৈধ ভাবে কাঠকল চালানোয় মালিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার কথাও জানান সুধীরবাবু।


হাতির একটি দল বিষ্ণুপুরে
ছবি: শুভ্র মিত্র।
ফের কবরস্থানের পাঁচিল ভেঙে দিল হাতিরা। বৃহস্পতিবার রাতে ৯টি হাতির একটি দল বিষ্ণুপুর বনবিভাগের বাঁকাদহ রেঞ্জের জঙ্গল লাগোয়া গ্রাম আমডহরায় হামলা চালায়। এর আগে এই গ্রামে হাতির হানায় কবরস্থানের পাঁচিল ভেঙেছিল। পর পর দু’বার একই ঘটনা ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী। ঘটনার কথা স্বীকার করে নিয়ে বাঁকাদহ রেঞ্জের আধিকারিক বলাই ঘোষ বলেন, “গত বার ৫টি হাতি ছিল। এ বার তাদের সঙ্গে আর ৪টি হাতি যোগ দিয়ে বৃহস্পতিবার রাতে হামলা চালায়। পাঁচিল দ্রুত মেরামতির ব্যবস্থা করা হবে।”


সর্বদল বৈঠক
কেলেঘাই-কপালেশ্বরী-বাগুই নদী সংস্কারের উদ্দেশে আজ, শনিবার সর্বদল বৈঠক ডেকেছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। সেচ দফতরের উদ্যোগে কাজ শুরুর আগে দুই মেদিনীপুরের বিভিন্ন এলাকা দিয়ে বয়ে যাওয়া ওই তিনটি নদী সংস্কারের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা দূর করতেই দুই জেলায় সর্বদল বৈঠক করার সিদ্ধান্ত নেওয়া হয়। আজ, শনিবার তমলুকে জেলা প্রশাসনিক অফিসের এই বৈঠকে সব রাজনৈতিক দলের প্রতিনিধি, জেলা পরিষদ ও সেচ দফতরের আধিকারিকদের থাকার কথা।


মিনাখাঁয় সর্পদষ্ট হয়ে মৃত্যু গৃহবধূর
সর্পদষ্ট হয়ে মৃত্যু হল এক গৃহবধূর। শুক্রবার সকালে ঘটনটি ঘটেছে মিনাখাঁ থানার শঙ্করদহ গ্রামে। পুলিশ জানিয়েছে, ওই গ্রামের বাসিন্দা সুমিত্রা পাড়ুই (৪৪) এ দিন সকালে রান্না করছিলেন। সেই সময় হঠাৎ সেখানে একটি বিষধর সাপ ঢুকে তাঁকে দংশন করে। মিনাখাঁ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক সুমিত্রাদেবীকে মৃত বলে ঘোষণা করেন।


সেমিনার
বিশ্ব পরিবেশ দিবস (৫ জুন) উপলক্ষে কাল, রবিবার শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে সেমিনারের আয়োজন করেছে হিমালয়ান নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন। অনুষ্ঠানে বনমন্ত্রী হাজিকর থাকবেন।
Previous Story Jibjagat First Page



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.