টুকরো খবর

জেভিয়ার্সে বাংলা
সেন্ট জেভিয়ার্স কলেজে আগামী বছর থেকে পড়ানো হবে বাংলায় অনার্স। শুক্রবার কলেজের অধ্যক্ষ ফেলিক্স রাজ বলেন, “রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশতবর্ষ উপলক্ষে ২০১২-১৩ শিক্ষাবর্ষ থেকে বাংলা অনার্স পড়ানো শুরু হবে। প্রথম বর্ষে ৪৫টি আসনে ছাত্রছাত্রী ভর্তি নেওয়া হবে।”

বিকেলে ছিনতাই
লেক টাউন ফুটব্রিজে শুক্রবার বিকেলে পুলিশ পরিচয় দিয়ে এক মহিলার হার ছিনতাই করা হয়েছে। পুলিশি সূত্রের খবর, সল্টলেকের বি-ই ব্লকের বাসিন্দা স্বপ্না বন্দ্যোপাধ্যায় ব্যাঙ্কে চাকরি করেন। অফিস থেকে ফেরার পথে ওই ফুটব্রিজে যান তিনি। তিন যুবক নিজেদের কলকাতা পুলিশের স্পেশ্যাল ব্রাঞ্চের কর্মী বলে পরিচয় দিয়ে তাঁকে বলে, ফুটব্রিজে আগেও ছিনতাই হয়েছে। তাই গয়না পরে এই সেতুতে হাঁটা বিপজ্জনক। ওই মহিলাকে গয়না খুলে হাতব্যাগে ঢুকিয়ে রাখতে অনুরোধ করে তারা। স্বপ্নাদেবী ফুটব্রিজ থেকে রাস্তায় নেমে গলার হার ও হাতের বালা খুলে কাগজে মুড়িয়ে রাখতে যান। তখনই ওই যুবকেরা সেগুলি কেড়ে নিয়ে চম্পট দেয়।

উত্তপ্ত নীলরতন
তৃণমূল এবং সিপিএম সমর্থক মেডিক্যাল ছাত্রদের মধ্যে বিবাদে শুক্রবার উত্তপ্ত হয়ে ওঠে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতাল-চত্বর। স্ত্রীরোগ বিভাগের বিল্ডিংয়ের সামনে সকালে এসএফআই সমর্থিত ছাত্র ইউনিয়নের এক সদস্য তৃণমূল সমর্থিত ছাত্র ইউনিয়নের কয়েক জন ছাত্রকে মারধরের হুমকি দেন বলে অভিযোগ। এই নিয়ে দু’পক্ষে বচসা শুরু হয়। জড়ো হন দুই ইউনিয়নের প্রচুর সদস্য। দু’পক্ষের বিবাদে আতঙ্কিত হয়ে পড়েন হাসপাতাল-চত্বরে হাজির রোগীর বাড়ির লোকেরা। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসএফআই সমর্থক ওই ছাত্রকে বহিষ্কারের দাবিতে তৃণমূল ইউনিয়নের তরফে অধ্যক্ষের কাছে স্মারকলিপি দেওয়া হয়।

রিজেন্ট পার্ক থানা এলাকার মুর অ্যাভিনিউয়ে এক মহিলার অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, মৃতার নাম লোপামুদ্রা মিশ্র (৫২)। লোপাদেবী একটি বহুতলে থাকতেন। শুক্রবার রাত সাড়ে ৮টা নাগাদ তাঁর ঘরের বন্ধ দরজার তলা দিয়ে রক্ত দেখতে পাওয়া যায়। ওই মহিলার গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। আজ, শনিবার আমস্টারডামে ছেলের কাছে যাওয়ার কথা ছিল লোপাদেবীর। তাঁর ঘরের কোনও জিনিস চুরি যায়নি। প্রাথমিক ভাবে পুলিশের সন্দেহ, আততায়ী খুন করতেই এসেছিল।

Previous Story Calcutta First Page



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.