|
|
|
|
টুকরো খবর
|
পস্কো জমি অধিগ্রহণে বাধা ধৃত ১৮ |
সংবাদসংস্থা ²পারাদীপ |
পস্কোর জন্য জমি দিতে অস্বীকার করায় এবং প্রকল্পে বাধা দেওয়ায় পস্কো প্রতিরোধ সংগ্রাম সমিতির এক নেতাকে গ্রেফতার করল পুলিশ। তবে এতে জমি অধিগ্রহণের কাজ বাধাপ্রাপ্ত হয়নি বলেই দাবি পুলিশের। নোলিয়াসাহি এলাকা থেকে বাসুদেব বেহেরা নামের ওই নেতার সঙ্গেই আরও ১৭ জনকে পুলিশ গ্রেফতার করেছে। যাঁদের মধ্যে ১০ জনই বেহেরা পরিবারের। বেহেরার বেআইনি পানের বরজও দখল করেছে কুজঙ্গ থানার পুলিশ।
ওড়িশা সরকারের দাবি, দিন পনেরো আগেই বেহেরাকে ওই সরকারি জমিতে বেআইনি ভাবে তৈরি পানের বরজটি খালি করার নির্দেশ দেওয়া হয়েছিল। শুক্রবার জমির দর হিসাবে তাঁর হাতে ২,৯৯,০০০ টাকার চেকও তুলে দেওয়া হয়। কিন্তু তিনি ওই চেক নিতে অস্বীকার করেন এবং একই সঙ্গে অধিগ্রহণের বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যান। এর পরই পুলিশ তাঁকে গ্রেফতার করে। সরকারি সূত্রের খবর, গড় কুজঙ্গের পর আগামী দু’তিন দিনের মধ্যেই গোবিন্দপুর এলাকায় জমি অধিগ্রহণের কাজ শুরু করা হবে। ঢিনকিয়া এবং গোবিন্দপুর অধিগ্রহণ বিরোধী আন্দোলনের কেন্দ্রবিন্দু হিসেবে ইতিমধ্যেই পরিচিত। শুক্রবার পস্কো প্রতিরোধ সংগ্রাম সমিতি জানিয়েছে, ঢিনকিয়ায় অধিগ্রহণ করতে দেওয়া হবে না। যদিও সমিতির হুমকিকে গুরুত্ব না দিয়ে জমি নেওয়ার কাজ চালিয়ে যাওয়া হবে বলেই জানিয়েছে সরকারি সূত্র।
|
জি-মেল হ্যাকিং তদন্তে এফবিআই |
সংবাদসংস্থা ²ওয়াশিংটন |
গুগ্লের ই-মেল পরিষেবায় সাইবার আক্রমণ চিনের মাটি থেকেই করা হয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে এফবিআই। এই মার্কিন সার্চ ইঞ্জিন সংস্থাটির অভিযোগ ছিল, ফের চিন থেকেই হ্যাকিং বা তথ্যচুরির শিকার হয়েছেন তাদের ই-মেল পরিষেবা জি-মেলের শ’খানেক গ্রাহক যাঁদের অনেকেই মার্কিন প্রশাসনের উচ্চপদস্থ কর্তা, এশিয়ার বেশ কিছু দেশের সরকারি অফিসার, সেনাবাহিনীর কর্তা, সাংবাদিক ও চিনেরই রাজনৈতিক ও মানবাধিকার কর্মী। এই পরিপ্রেক্ষিতে হোয়াইট হাউসের তরফে জানানো হয়, তথ্যপ্রযুক্তির পরিকাঠামোর উপর এই ধরনের হামলায় জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকে। তাই মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা-র অগ্রাধিকার তালিকার অন্যতম বিষয়ও ‘সাইবার নিরাপত্তা’ এবং সেই নিরাপত্তা রক্ষার্থেই এ বার তদন্তের ভার দেওয়া হয়েছে এফবিআই-এর উপর। প্রসঙ্গত, গত বছরের জানুয়ারিতেও চিনের বিরুদ্ধে এই হ্যাকিং-এরই অভিযোগ এনেছিল গুগ্ল।
|
টাটার নতুন ট্রাক |
কলকাতার বাজারে নতুন ‘প্রাইমা টিপার’ ট্রাক আনল টাটা মোটরস। সংস্থার দাবি, খনন এবং নির্মাণ কাজের ভারি পণ্য বহনে ব্যবহার করা যাবে এই ট্রাক দু’টি মডেলে পাওয়া যাবে এটি। |
|
|
|
|
|