শিল্পমন্ত্রী হয়ে সিঙ্গুরে প্রথম সফরে গিয়ে জমিাহারাদের একটি কথাই বলে এলেন পার্থ চট্টোপাধ্যায়, “দিদির উপরে ভরসা রাখুন।”
শিল্পমন্ত্রীর দাবি, জমি দিতে অনিচ্ছুকদের জমি ফেরতের বিষয়ে জন্য গত পাঁচ দিন ধরে শিল্পোন্নয়ন নিগমের কর্তাদের সঙ্গে তিনি বৈঠক করেছেন। বৈঠক করেছেন শিল্প দফতরের আধিকারিকদের সঙ্গেও। কর্মীদের বলেছেন, সমাধানসূত্র থাকলে তা জানাতে। পার্থবাবুর কথায়, “মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হিসেবে অধিগৃহীত জমিতে গেলাম। এত দিন তো ঢুকতেই দেওয়া হয়নি। যেখানে তাপসী মালিককে খুন করা হয়েছিল, সেখানেও গিয়েছিলাম।” জমি ফেরতের প্রসঙ্গে তিনি বলেন, “দেখে মনে হয়েছে মমতার ইচ্ছেকে বাস্তবায়িত করতে খুব বেশি সমস্যা হবে না। চাই শুধু হৃদয় আর সদিচ্ছা।”
|