আগরতলায় ধৃত ও মুক্ত দুই ছাত্র সংগঠনের ৪ জন

নএসইউআই রাজ্য সভাপতি ভিকি প্রসাদের উপর হামলার অভিযোগে ২ এসএফআই কর্মীকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রুনু দেবনাথ ও সিদ্ধার্থ সারথি দাস নামের ওই দু’জনকে গত কাল গ্রেফতার করা হয়েছিল। তার পর তাদের জামিনে ছেড়েও দেওয়া হয়েছে। এসএফআই কর্মীরা ৭ এনএসইউআই কর্মীর বিরুদ্ধে এফআইআর করেছিল। সেই অভিযোগের ভিত্তিতে ২ এনএসইউআই কর্মীকে গ্রেফতার করে পুলিশ। তাঁদেরও আজ জামিনে মুক্তি দেওয়া হয়েছে।
এনএসইউআই কর্মী-সমর্থকদের অভিযোগ, ছাত্রছাত্রীদের কাছ থেকে জোর করে চাঁদা তোলে এসএফআই-র কর্মীরা। এর বিরুদ্ধে তাঁরা গত ২১ মে মহারাজা বীর বিক্রম কলেজ চত্বরে প্রতিবাদ করছিলেন। তাঁদের সঙ্গে ছিলেন রাজ্য সভাপতি ভিকিও। এমন সময় এসএফআইয়ের সমর্থকরা তাঁদের উপর হামলা করেন বলে এনএসইউআই সমর্থকদের অভিযোগ। ভিকিকে প্রচণ্ড মারধর করা হয়। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটি ও এনএসইউআই যৌথ ভাবে ২৩ মে ত্রিপুরায় ১২ ঘণ্টার বন্ধ ডাকে। গত কাল কংগ্রেস ভবন থেকে একটি মিছিল করে পুলিশের থানা ঘেরাও অভিযান করা হয়। সেই সময় পুলিশ ও কংগ্রেস সমর্থকদের মধ্যে গন্ডগোলের জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তার পর কংগ্রেসের প্রতিনিধি দল ও পশ্চিম জেলার সুপারের মধ্যে একটি বৈঠক হয়। তখনই জানা যায়, ৩ অভিযুক্ত এসএফআই সমর্থকদের মধ্যে দু’জনকে পুলিশ গ্রেফতার করেছে। অন্য দিকে মহারাজা বীর বিক্রম কলেজে গন্ডগোলের ব্যাপারে পাল্টা অভিযোগ জানিয়েছিল এসএফআই-ও। আজ উপজাতি ছাত্র সংসদ, এসএফআই, ডিওয়াইএফআই ও ট্রাইবাল ইউথ ফেডারেশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে যৌথ ভাবে আগরতলার পূর্ব থানার ভারপ্রাপ্ত আধিকারিক নারায়ণ সাহার হাতে স্মারকলিপি জমা দেওয়া হয়।

Previous Story Desh Next Story




অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.